একটি গুরুত্বপূর্ণ তথ্য

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১৬ এপ্রিল, ২০১৪, ০৬:৫৩:২৫ সন্ধ্যা

প্রসাধনী সামগ্রী ব্যাবহারের পর খালি কৌটা বা প্যাকেটগুলো নষ্ট করে ফেলুন। যেমন শ্যাম্পু, লোশন, ফেস ওয়াশ, ক্রিম ইত্যাদীর খালি কৌটা বা প্যাকেট। ভুলেও বাইরে ফেলবেন না অথবা কম দামে এগুলো বিক্রি করবেন না। কারণ এ প্যাকেট হয়তো আপনার কাছে পুনরায় ফিরে আসতে পারে। কিন্তু তা সম্পূর্ণ নকল। পূরাণ ঢাকায় এমন শত শত কারখানা গড়ে উঠেছে যারা এই পুরাতন মোড়কে নকল পন্য বিক্রি করে। এবং কোনভাবেই বোঝার উপায় নেই যে আপনি আসল কিনছেন না নকল কিনছেন। একটা উদাহরণ দিচ্ছি- একধরণের রাসায়নিক আছে যা ৫০০মিলি পাম ওয়েল এর সাথে মাত্র ২ ফোটা মিক্স করলে তা নাড়িকেল তেলের রুপ ধারণ করে এবং আপনি কোনভাবেই বুঝতে পারবেন না যে এটা পাম ওয়েল। আর এই পাম ওয়েল বিভিন্ন নামী দামী কোম্পানীর মোড়কে বিক্রি হয়ে হয়তো ফিরে আসে আপনার কাছে।

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208865
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৪
হতভাগা লিখেছেন : এরকম একটা ডকুমেন্টরী বাংলাদেশের কোন একটা চ্যানেলে মনে হয় দেখিয়েছিল বছর খানেক আগে ।
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
157543
তূর্য রাসেল লিখেছেন : ঠিক ধরেছেন। ওখান থেকেই মূলত ধারণাটি নেওয়া...
১৬ এপ্রিল ২০১৪ রাত ১০:২৪
157577
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : হ্যা দেখিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ নামক সিরিয়ালে।
208932
১৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Thumbs Up Thumbs Up Thumbs Up খুবই গুরুত্বপূর্ণ তথ্য Thumbs Up Thumbs Up Thumbs Up সচেতন হোন সবাই Hurry Up Hurry Up
208953
১৬ এপ্রিল ২০১৪ রাত ১০:২৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ধন্যবাদ ভালো পরামর্শ। মাঝে মাঝে অবশ্য ভুলে যাই।
208961
১৬ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৮
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর পরামর্শ। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File