ডা ইমরান এইচ সরকারের পাঞ্জাবীনামা; ইমরান সরকারের পাঞ্জাবীর দূর্লভ কিছু ছবি
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১৫ এপ্রিল, ২০১৪, ০৭:০২:৩০ সন্ধ্যা
ইমরান সরকারের পাঞ্জাবী। নতুন এক মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে। উনি নাকি ইতিমধ্যেই পাঞ্জাবীতে সেঞ্চুরি অর্জন করেছেন। শুধু তাই নয় উনি নাকি পাঞ্জাবীর সাথে ম্যাচিং করে চাদর পড়েন। আমি আজ আপনাদের দেখাবো ইমরান সরকারের পাঞ্জাবীর কিছু ছবি। যে ছবিগুলো আন্দলনের বিভিন্ন সময় সংগ্রহ করা হয়েছে।
বিষয়: বিবিধ
৩১৪৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মনে হয় আপনার কাছে এধরনের আরও কালেকশন থাকতে পারে ।
দেখানোর / পোস্ট করার মত হলে ব্লগারদের বন্চিত করবেন না কিন্তু ।
সবগুলো ছবিতে-ই দেখা যাচ্ছে বাহারী পাঞ্জাবী পরিহিত আর মুখ বদনে দাঁড়ি ! (গলায় ওটা ঝুলানো থাকে ? চাদর, উত্তরীয় নাকি ফাঁস?) যাহোক, এ ধরণের বেশ-ভূষায় তাকে ভুল করে অনেকে জামাত-শিবিরের নেতা-কর্মী ঠাওরাতে পারে । তখন বিশেষ পরিস্থিতিতে কর্মীকুল বা পাইক-পেয়াদা পরিবেষ্টিত অবস্থায় না থাকলে নাজুক অবস্থায় পড়তে হতে পারে -- মানে মানে পিঠের কিল একটা-ও মাটিতে পড়বে না … ইমরান রাম খেলে যা...
মন্তব্য করতে লগইন করুন