ভারতের পতাকা বনাম পাকিস্তানের পতাকা; ভারতপ্রেমী সাপোর্টার
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০৫ এপ্রিল, ২০১৪, ০৭:২৬:৫৫ সন্ধ্যা
ছবিটি ভালো করে দেখুন। ছবির মানুষগুলোকে চেনার চেষ্টা করুন। ছবির কথা পরে বলছি তার আগে ছোট্ট একটা কথা বলি। এবার বিশ্বকাপে কিছু নিয়ম করা হয়েছে। যা কারো কাছে ভালো মনে হয়েছে আবার অনেকের কাছে ভালো মনে হয়নি। সে ধরণেরই একটা নিয়ম হচ্ছে খেলা চলাকালিন সময়ে বাংলাদেশীরা মাঠে অন্য দেশের পতাকা নিয়ে প্রবেশ করতে পারবেন না। এ নিয়ম করার মূলে যে কারণটা ছিল তা হচ্ছে যখন পাকিস্তানের খেলা থাকে তখন সারা মাঠ পাকিস্তানের পতাকায় ছেয়ে যায়। যা দেখে আমাদের পার্শ্ববর্তী এক দেশের কলিজার পানি শুকিয়ে যাবার মত অবস্থা। যে দেশটা মূলত আমাদের দেশের সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করে আছে। তাদেরকে খুশি করতেই সম্ভবত এ নিয়ম করা হয়েছিল। আমি কি বলতে চেয়েছি তা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু এমন অদ্ভুত নিয়ম পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই।
এখন আসি প্রথমে যে ছবিটির কথা বলছিলাম সেই ছবিটির প্রসঙ্গে। আপনারা ইতিমধ্যের ছবির ভদ্রমহিলাটিকে হয়ত চিনতে পেরেছেন। তিনি আমাদের এফডিসির পরিচালক পিষুষ বন্দোপ্যাধ্যায়ের স্ত্রী জয়শ্রী কর জয়া। যিনি কিছুদিন আগে কুকুরের দেহে পতাকা জড়িয়ে ব্যপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। কিন্তু এটা নিয়ে সম্ভবত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তিনিও এর জন্য দুঃখ প্রকাশ করেননি। আজ যদি এ কাজ আমি বা আপনি করতাম তাহলে তোলপাড় শুরু হয়ে যেত। হয়ত এতক্ষনে ঠিকানা হত শ্রীঘর। কিন্তু উনাদের কিছ্ছু হবে না কারণ উনারা সুশিল সমাজের ধারক বাহক। কারও চেতনাতেও আঘাত লাগবে না। উনাদের জন্য সব ঠিক। ছবির ডান পাশে নিচের অংশে যা দেখছেন তা গতকালের খেলার মাঠের চিত্র। হাতে ভারতের পতাকা। আমি যতদুর জানি উনি বাংলাদেশী। তাহলে ভারতের পতাকা কেন? শুধু উনিই না, গতকাল অনেক বাংলাদেশীই ভারতের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করেছিল। আজ যদি এখানে পাকিস্তান হত তাহলে ব্লগে, ফেসবুকে তোলপাড় শুরু হয়ে যেত। কেও কেও হয়ত বলবেন ৭১-এ পাকিস্তানের ভূমিকার কথা। কিন্তু আজ ভারত আমাদের সাথে কি করছে? প্রতিদিন সীমান্তে পাখির মত মানুষ মারছে। নদীতে বাধ দিয়ে আজ বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করা হচ্ছে। কাঁটাতারে ফেলানির ঝুলন্ত লাশ এরপরেও আপনি ভারতকে সমর্থন করবেন? যে ভারত বাংলাদেশের সাথে খেলতে অনিহা প্রকাশ করে সে ভারতকে আপনি সমর্থন করবেন? এই আপনার দেশপ্রেম?
বিষয়: বিবিধ
১৩৯২ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কৃষ্ণ করলে লীলাখেলা(পবিত্র জিনিস)আমি করলে ঢং, বড় লোকের সবি রাইট হয় গরিব করলে রং।
কবি গুরুর প্রেমে পরলে বাবা-মা গর্বিত, আমার প্রেমে পরলে পরে, মেয়ে নির্যাতিত(অভাগা কপাল)।
মন্তব্য করতে লগইন করুন