ভারতের পতাকা বনাম পাকিস্তানের পতাকা; ভারতপ্রেমী সাপোর্টার

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ০৫ এপ্রিল, ২০১৪, ০৭:২৬:৫৫ সন্ধ্যা



ছবিটি ভালো করে দেখুন। ছবির মানুষগুলোকে চেনার চেষ্টা করুন। ছবির কথা পরে বলছি তার আগে ছোট্ট একটা কথা বলি। এবার বিশ্বকাপে কিছু নিয়ম করা হয়েছে। যা কারো কাছে ভালো মনে হয়েছে আবার অনেকের কাছে ভালো মনে হয়নি। সে ধরণেরই একটা নিয়ম হচ্ছে খেলা চলাকালিন সময়ে বাংলাদেশীরা মাঠে অন্য দেশের পতাকা নিয়ে প্রবেশ করতে পারবেন না। এ নিয়ম করার মূলে যে কারণটা ছিল তা হচ্ছে যখন পাকিস্তানের খেলা থাকে তখন সারা মাঠ পাকিস্তানের পতাকায় ছেয়ে যায়। যা দেখে আমাদের পার্শ্ববর্তী এক দেশের কলিজার পানি শুকিয়ে যাবার মত অবস্থা। যে দেশটা মূলত আমাদের দেশের সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করে আছে। তাদেরকে খুশি করতেই সম্ভবত এ নিয়ম করা হয়েছিল। আমি কি বলতে চেয়েছি তা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু এমন অদ্ভুত নিয়ম পৃথিবীর আর কোথাও আছে বলে আমার জানা নেই।

এখন আসি প্রথমে যে ছবিটির কথা বলছিলাম সেই ছবিটির প্রসঙ্গে। আপনারা ইতিমধ্যের ছবির ভদ্রমহিলাটিকে হয়ত চিনতে পেরেছেন। তিনি আমাদের এফডিসির পরিচালক পিষুষ বন্দোপ্যাধ্যায়ের স্ত্রী জয়শ্রী কর জয়া। যিনি কিছুদিন আগে কুকুরের দেহে পতাকা জড়িয়ে ব্যপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। কিন্তু এটা নিয়ে সম্ভবত তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তিনিও এর জন্য দুঃখ প্রকাশ করেননি। আজ যদি এ কাজ আমি বা আপনি করতাম তাহলে তোলপাড় শুরু হয়ে যেত। হয়ত এতক্ষনে ঠিকানা হত শ্রীঘর। কিন্তু উনাদের কিছ্ছু হবে না কারণ উনারা সুশিল সমাজের ধারক বাহক। কারও চেতনাতেও আঘাত লাগবে না। উনাদের জন্য সব ঠিক। ছবির ডান পাশে নিচের অংশে যা দেখছেন তা গতকালের খেলার মাঠের চিত্র। হাতে ভারতের পতাকা। আমি যতদুর জানি উনি বাংলাদেশী। তাহলে ভারতের পতাকা কেন? শুধু উনিই না, গতকাল অনেক বাংলাদেশীই ভারতের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করেছিল। আজ যদি এখানে পাকিস্তান হত তাহলে ব্লগে, ফেসবুকে তোলপাড় শুরু হয়ে যেত। কেও কেও হয়ত বলবেন ৭১-এ পাকিস্তানের ভূমিকার কথা। কিন্তু আজ ভারত আমাদের সাথে কি করছে? প্রতিদিন সীমান্তে পাখির মত মানুষ মারছে। নদীতে বাধ দিয়ে আজ বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করা হচ্ছে। কাঁটাতারে ফেলানির ঝুলন্ত লাশ এরপরেও আপনি ভারতকে সমর্থন করবেন? যে ভারত বাংলাদেশের সাথে খেলতে অনিহা প্রকাশ করে সে ভারতকে আপনি সমর্থন করবেন? এই আপনার দেশপ্রেম?

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202896
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
লোকমান লিখেছেন : এদের কেন বিচার হয় না?
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
152347
তূর্য রাসেল লিখেছেন : হুমমমম...আর হবেও না
202897
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
বিন হারুন লিখেছেন : রেন্ডিয়া চুচীল
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
152348
তূর্য রাসেল লিখেছেন : Happy Happy Happy Happy Happy
202907
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চ্যাতনা বলতে একটা কথা আছে না ?চ্যাতনার টেলায় যা করতে পারেন সমস্যা নেই
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৩
152372
তূর্য রাসেল লিখেছেন : চ্যাতনা বলতে একটা কথা আছে না ?চ্যাতনার টেলায় যা করতে পারেন সমস্যা নেই ....হা হা হা
202908
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
শিশির ভেজা ভোর লিখেছেন : ভারতকে ভালবাসা আমাদের ঈমানী দায়িত্ব। ৭১ তাদের যে অবদান সেটা স্মরণে করে অন্তত তাদের ঋণ শোধ করা উচিত।
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
152371
তূর্য রাসেল লিখেছেন : Winking Winking Winking Winking
202909
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
আবু জারীর লিখেছেন : ৪১ বছর পূর্বে পাকিস্তানী ধর্মহীন সেকুলাররা যা করেছে আজকে ভারতীয় ধর্মহীন সেকুলার আর দেশীয় আওয়ামী গোপালী ধর্মহীন সেকুলার ও নষ্ট বামেরা তার চেয়েও বেশী জঘন্য অপরাধ করছে।
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
152370
তূর্য রাসেল লিখেছেন : ঠিক বলেছেন...
202920
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : এটা বিচ্ছিন্ন ঘটনা। ১৬ কোটি দেশের মানুষের মাঝে এরকম দুই একটা শয়তান থাকে। তাদের নিয়ে মাথা ঘামিয়ে লাভ কিরে ভাই। দেশের মঙ্গল হয় সেরকম কিছু লিখে আমাদের উপকার করে। শুধু খুচিয়ে লাভ কি?
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩১
152379
তূর্য রাসেল লিখেছেন : কিন্তু এরাই আমাদের সবকিছু নিয়ন্ত্রন করে...
202942
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:২৫
নীল জোছনা লিখেছেন : পড়ে ভালো লাগলো অনেক । ভালো একটা বিষয় ফুটে তুলেছেন। অনেক ধন্যবাদ
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০৩
152426
তূর্য রাসেল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ...
202992
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২৯
আহ জীবন লিখেছেন : প্রিতম এর গানের দুটো লাইন বলি-
কৃষ্ণ করলে লীলাখেলা(পবিত্র জিনিস)আমি করলে ঢং, বড় লোকের সবি রাইট হয় গরিব করলে রং।
কবি গুরুর প্রেমে পরলে বাবা-মা গর্বিত, আমার প্রেমে পরলে পরে, মেয়ে নির্যাতিত(অভাগা কপাল)।
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০৩
152427
তূর্য রাসেল লিখেছেন : ঠিক বলেছেন....
203020
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০০
মাটিরলাঠি লিখেছেন : দুই ভাদাকেতো চিনতে পারছি। কিন্তু ভারতীয় পতাকার ধুতি দিয়া নিম্নাঙ্গ ঢাকা, দুইহাত শ্রী চৈতন্যের মত উপরে তুলে ছবি ধরে আছে, দুই ভাদার মাঝে, একেতো চিনলাম না।
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০৫
152429
তূর্য রাসেল লিখেছেন : দুই ভাদার মাঝে ওটা অরজিনাল ভাদা...
১০
203024
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০২
ভিশু লিখেছেন : ভালো বলেছেন...Happy Good Luck
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:০৬
152430
তূর্য রাসেল লিখেছেন : ধন্যবাদ আপনাকে...
১১
203152
০৬ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File