ন্যায় বিচার হলে ইনশাআল্লাহ মুক্তি পাবেন মাওলানা সাঈদী।
লিখেছেন লিখেছেন আলোকিত পথ ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৪:২৭ সন্ধ্যা
বিচার যদি সঠিক হয়, সাক্ষ্য প্রমান ও যুক্তিভিত্তিক হয় তাহলে ইনশাআল্লাহ মুক্তি পাবেন মাওলানা সাঈদী।
শুধু জাতির নয়, আপনার বিবেকের কাছেও প্রশ্ন:
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কবি হাসান হাফিজুর রহমান সম্পাদিত ১৫ খন্ডের প্রমান্য দলিল ‘স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রের’ পিরোজপুর অধ্যায়ে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী হিসেবে অসংখ্য মানুষের নাম থাকলেও আল্লামা সাঈদীর নাম নেই কেন ??
কারন তিনি আসলে এমন ছিলেন না। তিনি কুরআন প্রেমী, কুরআনের শাসন প্রত্যাশী একজন মানুষ।
আরো জানতে লাইক করুন https://www.facebook.com/FreeSayeedi
বিস্তারিত জানতে দেখুনঃ https://www.youtube.com/watch?v=JEXYgNPM2IU . পাক আর্মীদের হাতে নিহত (সাঈদী সাহেবের উপর মিথ্যা অভিযোগ) বিশাবালীর ছোটভাই সাঈদী সাহেবের মুক্তি চান। তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হলেও তিনি মিথ্যা সাক্ষ্য না দিয়ে মাওলানা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে চেয়েছিলেন। কিন্তু সাক্ষ্যর জন্য নির্ধারিত দিন (৫ নভেম্বর ২০১২) তিনি (কথিত আছে যে, ট্রাইব্যুনালের গেট থেকে গোয়েন্দা পুলিশ কর্তৃক) অপহৃত হন। http://www.youtube.com/watch?v=Fd5D0bsTWU4
বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুনঃ https://www.youtube.com/watch?v=AomWu_rDQy8
পিরোজপুর জেলার অধিবাসী, রাজাকার দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদার এর আপন ছোট ভাই লালু মিয়া ওরফে লালু শিকদারের স্বীকারোক্তিঃ "আমি দেলু শিকদারের ভাই। সে অকর্ম করছে বিধায় তাকে মারা হইছে"।
অথচ রাজাকার দেলোয়ার শিকদার এর দায় মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী এর উপর চাপিয়ে দেওয়া হয়েছে!!!
আরো বইয়ের জন্য ভিজিট করুনঃ http://www.amarboi.org/book/page/category/40/alphabet/publishers/tagWord
আরো বইয়ের জন্য ভিজিট করুনঃ http://www.amarboi.org/book/page/category/40/alphabet/publishers/tagWord
বিষয়: বিবিধ
৩২৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন