ন্যায় বিচার হলে ইনশাআল্লাহ মুক্তি পাবেন মাওলানা সাঈদী।

লিখেছেন লিখেছেন আলোকিত পথ ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৪:২৭ সন্ধ্যা

বিচার যদি সঠিক হয়, সাক্ষ্য প্রমান ও যুক্তিভিত্তিক হয় তাহলে ইনশাআল্লাহ মুক্তি পাবেন মাওলানা সাঈদী।

শুধু জাতির নয়, আপনার বিবেকের কাছেও প্রশ্ন:

বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত কবি হাসান হাফিজুর রহমান সম্পাদিত ১৫ খন্ডের প্রমান্য দলিল ‘স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রের’ পিরোজপুর অধ্যায়ে স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী হিসেবে অসংখ্য মানুষের নাম থাকলেও আল্লামা সাঈদীর নাম নেই কেন ??

কারন তিনি আসলে এমন ছিলেন না। তিনি কুরআন প্রেমী, কুরআনের শাসন প্রত্যাশী একজন মানুষ।

আরো জানতে লাইক করুন https://www.facebook.com/FreeSayeedi





বিস্তারিত জানতে দেখুনঃ https://www.youtube.com/watch?v=JEXYgNPM2IU . পাক আর্মীদের হাতে নিহত (সাঈদী সাহেবের উপর মিথ্যা অভিযোগ) বিশাবালীর ছোটভাই সাঈদী সাহেবের মুক্তি চান। তাকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হলেও তিনি মিথ্যা সাক্ষ্য না দিয়ে মাওলানা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে চেয়েছিলেন। কিন্তু সাক্ষ্যর জন্য নির্ধারিত দিন (৫ নভেম্বর ২০১২) তিনি (কথিত আছে যে, ট্রাইব্যুনালের গেট থেকে গোয়েন্দা পুলিশ কর্তৃক) অপহৃত হন। http://www.youtube.com/watch?v=Fd5D0bsTWU4

বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুনঃ https://www.youtube.com/watch?v=AomWu_rDQy8



পিরোজপুর জেলার অধিবাসী, রাজাকার দেলোয়ার শিকদার ওরফে দেলু শিকদার এর আপন ছোট ভাই লালু মিয়া ওরফে লালু শিকদারের স্বীকারোক্তিঃ "আমি দেলু শিকদারের ভাই। সে অকর্ম করছে বিধায় তাকে মারা হইছে"।

অথচ রাজাকার দেলোয়ার শিকদার এর দায় মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী এর উপর চাপিয়ে দেওয়া হয়েছে!!!

আরো বইয়ের জন্য ভিজিট করুনঃ http://www.amarboi.org/book/page/category/40/alphabet/publishers/tagWord

আরো বইয়ের জন্য ভিজিট করুনঃ http://www.amarboi.org/book/page/category/40/alphabet/publishers/tagWord



বিষয়: বিবিধ

৩২৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265897
১৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ইনশাআল্লাহ ফিরে আসবেই আমাদের মাঝে.।।
265906
১৬ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
সুশীল লিখেছেন : ফাসি চাই, ফাসি
265918
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৫
মাজহারুল ইসলাম লিখেছেন : ইনশাআল্লাহ বিশিষ্ট আলেমে দ্বীন মোফাসসিরে কুরআন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব আবার আমাদের মাঝে ফিরে আসবে।
265922
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৫
বুঝিনা লিখেছেন : আল্লামা সাইদীর বিরুদ্ধে এক দিনের সাজার রায় ও মানি না, মানা যায় না..
265923
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৯
এলিট লিখেছেন : ন্যায় বিচার হলে তো সায়ীদি সাহেকে এতদিন কারাগারেই থাকতে হোত না। ন্যায় বিচার বলে কিছু নেই। যেটা আছে সেটা হল রাজনীতি। সায়ীদি সাহেবকে ফাসি দিলে এক রকমের রাজনীতি , মুক্তি দিলে আরেক রকমের রাজনীতি। সবই রাজনীতি। তবে বর্তমান রাজনীতির অবস্থা দেখে মনে হচ্ছে ফাসিও হবে না, মুক্তিও পাবে না। সাজাটা কমিয়ে হয়ত যাবত জীবন করা হতে পারে।
265936
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৮
বাজলবী লিখেছেন : মুক্তি চাই দিতে হবে।
265938
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : মুক্তি চাই
265940
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫০
বাজলবী লিখেছেন : অাবার ভক্তদের মাঝে ফিরে অাসবেই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File