বউঅর জ্বালায় গাছত্!!!!!
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ১৫ মে, ২০১৪, ০৫:৪৭:৫২ বিকাল
আজ সকালে অফিসে আসতে না আসতে দেখি কয়েকজন কলিগ আমাকে বলতেছে যে " তোমাদের গ্রামে নাম এক লোক বৌয়ের জ্বালায় গাছে উঠেছে।
মুহুত্বের মধ্যে এই খবর পুরো অফিস ছড়িয়ে পড়ল। সবাই আমাকে এই ব্যাপারে প্রশ্ন করতেছে। আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে সবাই। আমি প্রথমে বিষয় টি ঠিক বুঝতে পারিনি।
পরে আমিও বউঅর জ্বালায় গাছত্! নিউজটি দেখে খুব আগ্রহ সহকারে পড়তে লাগলাম। মনে মনে ভাবলাম বৌয়ের জ্বালায় মানুষ অনেক কিছু করে কিন্তু গাছে ওঠে এটা কোনদিন শুনিনি। কিন্তু খুবই আশ্চর্য্য হলাম কারণ ঘটনাটি ঘটেছে আমার নিজ গ্রামে। হ্যা আমার নিজ গ্রামেই ঘটেলে এরকম হাস্যকর রহস্যময় ঘটনাটি। যা অনেক জাতীয় পত্রিকায় নিউজটি এসেছে।
নিউজটি ঠিক এই রকম করে এসেছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে স্ত্রীর সাথে ঝগড়া করে গাছের চূড়ায় বসে দিনভর অনশন করেছে স্বামী কামাল উদ্দিন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ইউনিয়নের রাজঘাট এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের বাসিন্দা তিন সন্তানের জনক কামাল উদ্দিন (৪০) স্ত্রী নুর ছেহেরের সাথে দীর্ঘকাল যাবৎ সংসার করে আসলেও গত দুই মাস যাবৎ উভয়ের মধ্যে পারিবারিক কলহ লেগেই রয়েছে। একমাস পূর্বেও স্বামী কামাল উদ্দিন স্ত্রীর সাথে ঝগড়া করে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল।
গতকাল স্ত্রী নুর ছেহের বেগম স্বামীকে তালাক দেওয়ার কথা বলায় কামাল উদ্দিন ভোরে বাড়ি হতে বের হয়ে রাজঘাট এলাকায় উঁচু একটি কড়ই গাছের চূড়ায় উঠে অনশন শুরু করেন । গাছ থেকে অভিমানী কামালকে নামাতে স্থানীয় লোকজন অনুরোধ করেও ব্যর্থ হন । দিনভর প্রখর রোদে পাতা বিহীন গাছের ডালে বসে থাকেন তিনি। এ সময় এলাকার শতশত নারী পুরুষ উক্ত ঘটনা প্রত্যক্ষ করে বলাবলি করেন ‘ বউঅর জ্বালায় গাছত্ উট্টি জামাই’।
ইউপি চেয়ারম্যান মনিরুল হক, আওয়ামীলীগ সভাপতি মো. আলম, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে কামাল উদ্দিনকে অনুরোধ করেও গাছ থেকে নামাতে পারেননি । পরে স্ত্রী নুর ছেহের বিকাল ৪টার দিকে ঘটনাস্থলে এসে অনুনয় বিনয় করতে থাকলে অভিমানী স্বামী কামাল গাছ থেকে নেমে এসে স্ত্রী নুর ছেহেরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
খবর টি পড়ে ঠিক চিনতে পারলাম না এই বিখ্যাত কামাল কে। কখন কলিগদের অনুরোধে আমি বাড়িতে ফোন করি।
পরে আমি আব্বুর সাথে কথা বলে সিউর হয়েছি হলাম। এই কামাল হল প্রকাশ দার্গা বুইজার ছেলে এবং আলীর মেয়ের জামাই।
তখই চিনতে পারলাম এই মহামানব কে। যে ৫ বছর আগে আমাদের বড়িতে আইল্লা ছিল (মাসিক ভাবে কাজের লোক) ছিল।
নিউজ লিংক
http://www.dainikazadi.org/details2.php?news_id=1487&table=may2014&date=2014-05-15&page_id=4&view=0&instant_status=
বিষয়: বিবিধ
১৪৩৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে ।
তবে ভাই আমারও মাঝেমাঝে বেী এর জ্বালায় গাছে না হইলেও ছাদে উঠতে ইচ্ছা করে।
মন্তব্য করতে লগইন করুন