বড়াইগ্রামে মুসলিম সম্প্রদায়ের ৩ পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ১৯ এপ্রিল, ২০১৪, ০২:৩২:৫৫ দুপুর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি সমর্থিত "মুসলিম সম্প্রদায়ের" তিন পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
হয়ত এখন আপনারা ভাবতেছেন আমি মুসলিম সম্প্রদায় শব্দটি কেন ইউজ করেছি। যদিও এটি রাজনৈতিক কারণে এই হামলা ছিল। নিউজে ও "মুসলিম সম্প্রদায়ের" উল্লেখ করা হয়নি। শুধু মাত্র বলা হয়েছে বিএনপি সমর্থিত।
কিন্তু এই রকম সহিংসতা যদি হিন্দুদের উপর হয় তবে কেন সাম্প্রদায়িক হামলা বলে চালিয়ে দেওয়া হয়?? হিন্দুরাও তো রাজনীতি করে।
যদিও হলুদ মিড়িয়া গুলো এখন নিরব। তাদের ভাষায় এগুলো স্বাভাবিক ঘটনা।
ক্ষতি গ্রস্থ পরিবার গুলো যদি হিন্দু হত তখন কি করত আপনারই বলুন?
লিংক
http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=MzI0MDU=&s=MjM=
বিষয়: বিবিধ
১২৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চোখে মাউস দিয়ে দেখিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন