বড়াইগ্রামে মুসলিম সম্প্রদায়ের ৩ পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ১৯ এপ্রিল, ২০১৪, ০২:৩২:৫৫ দুপুর



নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি সমর্থিত "মুসলিম সম্প্রদায়ের" তিন পরিবারের সদস্যদের পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

হয়ত এখন আপনারা ভাবতেছেন আমি মুসলিম সম্প্রদায় শব্দটি কেন ইউজ করেছি। যদিও এটি রাজনৈতিক কারণে এই হামলা ছিল। নিউজে ও "মুসলিম সম্প্রদায়ের" উল্লেখ করা হয়নি। শুধু মাত্র বলা হয়েছে বিএনপি সমর্থিত

কিন্তু এই রকম সহিংসতা যদি হিন্দুদের উপর হয় তবে কেন সাম্প্রদায়িক হামলা বলে চালিয়ে দেওয়া হয়?? হিন্দুরাও তো রাজনীতি করে।

যদিও হলুদ মিড়িয়া গুলো এখন নিরব। তাদের ভাষায় এগুলো স্বাভাবিক ঘটনা।

ক্ষতি গ্রস্থ পরিবার গুলো যদি হিন্দু হত তখন কি করত আপনারই বলুন?

লিংক

http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=MzI0MDU=&s=MjM=

বিষয়: বিবিধ

১২৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210037
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৭
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : শিরোনামের সাথে একমত পোষণ করছি।
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৪
158542
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ধন্যবাদ আপনাকে। আমি সব সময় বাস্তবতা এবং মিড়িয়ার প্রকাশিত খবরের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি।
210045
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৭
egypt12 লিখেছেন : আওয়ামী সম্প্রদায় দ্বারা মুসলিম সম্প্রদায় নির্যাতিত।
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১০
158586
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ১০০% খাটি কথা বলেছেন। আওয়ামী এর চাইতে আমাদের হলূদ মিড়িয়া এর জন্য বেশি দায়ী
210053
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০৮
বেদনা মধুর লিখেছেন : আওয়ামী সম্প্রদায় দ্বারা মুসলিম সম্প্রদায় নির্যাতিত।
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১০
158588
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আওয়ামী এর চাইতে আমাদের হলূদ মিড়িয়া এর জন্য বেশি দায়ী
210054
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৭
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :

চোখে মাউস দিয়ে দেখিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১১
158589
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
210289
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪০
সবুজেরসিড়ি লিখেছেন : আপনার সাথে পূর্ণ এক মত . . .
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৫
158883
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ধন্যবাদ আপনাকে
210613
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৮
প্রবাসী মজুমদার লিখেছেন : লিখার চাইতে শিরোণাম বড়ই গুরুত্বপুর্ন বলে আমার কাছে এটি তাৎপর্যপুর্ন মনে হয়েছে। মুসলিম অধ্যুষিত বাংলাদেশে যে মুসলমানরা ভাল নেই এটি তার প্রমান। ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৩
159092
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হলুদ মিড়িয়া সম্পর্কে সবাই কে সাবধান করে দিতে হবে। এভাবে তাদের ভন্ডামী গুলো প্রকাশ করতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File