মেডিকেল ছাত্রী মিথির ইতি কাহিনী (গল্প নয় বাস্তব )
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৩ এপ্রিল, ২০১৪, ০৯:৩৪:২০ সকাল
মিথি মেডিকেলের ছাত্রী ! হোস্টেলে সিট আছে ! প্রাইভেট মেডিকেলের পড়াশুনা তারউপর হোস্টেলে থাকা ! প্রচুর খরচ !
এর পুরোটাই দিতে হয় বাবা-মাকে ! বাবা-মায়ের আজীবন স্বপ্ন মেয়ে ডাক্তার হবে তাই সময় মত মেয়েকে টাকা পাঠাতে তাদের কোন কার্পন্য নেই ।
এদিকে সেই টাকায় মিথি বাবা-মায়ের অগোচরে এসএসসি পাশ এক ছেলের সাথে লিভটুগেদার করে বাসা ভাড়া নিয়ে ! শুধু তাই নয় মাঝেমাঝে তার বান্ধবীদেরও সুযোগ করে দেয় বয়ফ্রেন্ড নিয়ে তার বাসায় রাত কাটাতে !
এমনই এক রাতে পার্টনার, বান্ধবী এবং বান্ধবীর বয়ফ্রেন্ড এর সাথে আড্ডা শেষে গভির রাতে খুন হয় মিথি পার্টনারেরই হাতে !!
বাবা-মায়ের কাছে খবর যায় তাদের মিথি ডাক্তার হতে পারে নি ! হয়েছে লাশ !
তাও আবার মেডিকেলের হোস্টেলে নয় ! কোন এক অপরিচিত বাসায় !
মন্তব্যঃ এখন মিথিকে শুধু খবরের মধ্যে সীমা বন্ধ না রেখে বাস্তবে চিন্তা করুন। এই মিথির মত আমার আপনার বোনও হতে পারে। আমাদের একটাই সমস্যা যে কোন করুণ পরিনতি দেখে আমারা অঝুর কান্না কাটি করি। অনেক শোক প্রকাশ এবং দুঃখ প্রকাশ করি কিন্তু এ পরিনতি থেকে আমরা কোন শিক্ষা গ্রহন করিনা।
ঠিক তেমনি মিথি এবং মিথির পরিবার এই রকম অনেক মেয়ের করুন পরিনতি দেখেছে কিন্তু তা থেকে কোন শিক্ষা গ্রহন করেনি। যার ফলাফল আজকের এই পরিনতি। so careful...
এই মিথি যদি আজ প্রেম বা লিভ টুগেদার করার অপরাধে কোন ব্যাক্তি ফতুয়ার দিয়ে শাস্তি দিত তাহলে কিন্তু প্রথম আলো, কালের কন্ঠ, জনকন্ঠ, ৭১ টিভি সহ সকল চেতনাময়ী মিড়িয়া গুলোর লাফা লাফি শুরু হয়ে যেত। তথা কথিত চুচিল এবং দৃষ্টি প্রতিবন্ধি মানবাধিকার গ্রুপ গুলোও একই সাথে লাফাত। ফতুয়াদান কারীর চোদ্ধগুষ্টি উদ্ধর করত। আর এখন সবাই নির্দ্রায় আছে।
লিংক
http://mzamin.com/details.php?mzamin=MTc2MjM%3D&sMg=%3D
বিষয়: বিবিধ
৩১০৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারন আমাদেরকে শিক্ষা নিতে বাধা দিচ্ছে কোন অজানা শক্তি
আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের আইন কানুন, শাস্তি প্রয়োগ, বিচার ব্যবস্থা,পরিবারিক কালচার, মিডিয়া এই সব শক্তিই আমাদের শিক্ষা নিতে বাধা প্রদান করে প্রতিদিন,
যদি আমাদের শয়তানরা কিংচিত এহেন কার্য্যের উপযুক্ত শাস্তি পেত তাহলে মেয়েটার মতো আরো মেয়ে খুন হতনা, যদি শিক্ষা ব্যবস্থা উন্নত হত তাহলে মেয়েটাও এহেন ছেলের সাথে মিশতোনা, যদি ইসলামি শরীয়া মোতাবেক রাষ্ট্র চলতো তাহলে খুনিরা ফাসির ভয়ে অপকর্মে হাত বাড়াত না
কারন আমাদেরকে শিক্ষা নিতে বাধা দিচ্ছে কোন অজানা শক্তি"
কথাটা একেবারে ঠিক বলেছেন।
আমাদের পারিবারিক আরো বাড়াতে হবে। এটাই একমাত্র সমাধান। মন্তব্য করার জন্য ধন্যবাদ
সুতরাং আমরা স্বাধীনতা চাই, আমরা ভোগের স্বাধীনতা চাই, আমরা জীবনকে এনজয় করার স্বাধীনতা চাই, আমরা দু রানের মধ্য ভাগের গুপ্তাঙ্গের অবাধ ব্যবহারের স্বাধীনতা চাই, খুনাখনির স্বাধীনতা চাই!
মজার ব্যাপার হচ্ছে এতো কিছু ফ্রিতে চাইতে গিয়ে সব কিছু না পেলেও একটা জিনিস ফ্রিতে পাওয়া যাবে- জাহান্নামের টিকিট ফ্রিতে পওয়া যেতে পারে।
অনেক মজা পাইলাম
আজ এইডা একটা ফ্যাশন হইছে। বিলাই কুত্তার মতো যার সাথে মন চায় থাকো। বাপ-মায় জাইন্যাও না জানার ভান করে, যখনই একটা দূর্ঘটনা ঘটে তখনই হাত জাগাইয়া দেয় আর কপাল থাপরায়!!!
মন্তব্য করতে লগইন করুন