প্রতারক মুসা বাংলাদেশের ইজ্জত মাইরালাইছে...!!!

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ৩০ মার্চ, ২০১৪, ১২:৫২:৫১ দুপুর

নাম তার মুসা ইব্রাহিম। মুসা এবং ইব্রাহিম এই দু-জন নবীর নাম একত্রে করে রাখা হয়েছে। সে কিনা এভারেস্ট জয় না করেও প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী ঘোষনা করেছে নিজেকে!!! I Don't Want To See I Don't Want To See I Don't Want To See

এখন প্রতারনাই ধরা খেয়ে "নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন" থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে এবং তার নামে প্রতারণা মামলাও হয়েছে। I Don't Want To See I Don't Want To See I Don't Want To See

জাতির সাথে এতবড় প্রতারণা করতে পারল!!!! I Don't Want To See I Don't Want To See I Don't Want To See x_

I Don't Want To See

লিংক

I Don't Want To See

http://bangla.bdnews24.

বিষয়: বিবিধ

১৫৩৬ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200222
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:০২
মাটিরলাঠি লিখেছেন : যে যা বলে তাই শুনি।

সে সময় সামুতে এ নিয়া অনেক পোস্ট ও আলোচনা মানে ক্যাচাল দেখেছি। বিরোধীদের যুক্তিগুলো একটু বেশী জোরালো ছিল মনে হতো।

তবে কথা হলো, যে যা বলে তাই শুনি।

৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৩
150012
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : প্রথম প্রথম ছিল প্রতারণার অভিযোগ। এর এখন প্রতারনাই ধরা খেয়ে "নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন" থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। Waiting Waiting Waiting
200230
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:১৫
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:৩১
150011
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand Talk to the hand হাসুম না কাদুম কিছুই বুঝতেছিনা। বাঙ্গালীরা যেখানে যায় সেখানেই ২নং কাজ শুরু করে দয়ে!!
200249
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৭
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আসল খবরটা জানার চেষ্টা করি সবাই মিলে। খামোখা বাইচালী করে লাভ হবেনা।
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:২২
150030
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই পযর্ন্ত শেষ খরব হল প্রতারনাই ধরা খেয়ে "নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন" থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে
200252
৩০ মার্চ ২০১৪ দুপুর ০১:৫১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : হায় হায় কন কি হালায় এত্তোবড় প্রতারক ওরে সিকিমের কোন জংগলে তার বৌসুদ্দা দেশান্তরি করা হোক...
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:২৪
150035
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : জংগলে তার বৌসুদ্দা দেশান্তরি করা হওক এটা ঠিক। কিন্তু হেতে শাদী করছে কিনা হেইডা তো আর জানিনা...Angel Angel
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৯
150086
সুমাইয়া হাবীবা লিখেছেন : করসে। বউ একটাই।
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪০
150122
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : তাহলে বৌসুদ্দা দেশান্তরি করার কোন প্রয়োজন নাই। আমি আছি তো ভাই....Worried Worried Worried
200276
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:২৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : গঠনাডা তো ভালা মনে হইছে না। হেতি তো এক্কান গ্যাঞ্জাম লাগাইয়া দিলো। গঠনাডা যদি হাঁচা অয় তাইলে হেতিরে দেশে এতো ইজ্জত দেওন হইলো তা হি অইবো?
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৫
150040
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হেই কথাডা তো আমিও কইতেছি। হেতিরে দেশে এতো ইজ্জত দেওন হইলো তা হি অইবো? আরো হেতে নাকি ব্যবাক ইসকুলে গিয়া পোলা মাইয়াগোরে হেতার সাহসের কিচ্ছা কাহিনী শুনাইত। দেহেন তো ভাই....
200277
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:৩০
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : লিংকে ত কিছু দেখতে পারছিনা,
খবরটি কি ভোয়া নাকি?
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:৪০
150041
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : লিংক open হয়না?? আচ্ছা আমি লিংকে কি আছে সেটা কপি করে দিচ্ছ ..."

"এভারেস্টজয়ীদের নিয়ে প্রকাশিত নেপালের পর্যটন মন্ত্রণালয় এবং নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রকাশনা ‘নেপাল পর্বত’ এ নাম নেই মুসা ইব্রাহিমের।







এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম দাবি করলেও তার এই দাবির সঙ্গে বাংলাদেশের অনেকেই ভিন্নমত পোষণ করে আসছেন।

এই বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা চলার মধ্যেই শনিবার বেসরকারি টেলিভিশন একাত্তরের এক প্রতিবেদনে ‘নেপাল পর্বত’ এর তালিকায় মুসার নাম না থাকার বিষয়টি প্রকাশিত হয়।

ওই তালিকায় এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী-পুরুষ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে এম এ মুহিত ও নিশাত মজুমদারকে।

২০১০ সালে হিমালয় চূড়ায় ওঠার সপক্ষে মুসা যে ছবি ও প্রমাণাদি দেখিয়েছিলেন, তা নিয়ে সন্দেহ পোষণ করে আসছেন মুহিত; যিনি তার এক বছর পর ওঠেন এভারেস্টে।

নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জিম্বা জাংবু শেরপা একাত্তরকে বলেন, এভারেস্ট জয় করা নিয়ে মুসা যে ছবিটি দেখিয়েছে, সেটি চূড়ার নয়। কারণ চূড়ার ছবি এমন হয় না। এটি সাত হাজার ফুট নিচে তোলা ছবি।

এভারেস্টজয়ী আরেকজন থেম্বু শেরপাও এ ছবিটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

একাত্তরের প্রতিবেদনে বলা হয়, এভারেস্ট জয় নিয়ে মুসা যে স্মরণিকাটি প্রকাশ করেন তাতে তার (মুসা) সঙ্গে আর যাদের কথা বলা হয়েছে, তাদের কারো নামই ‘নেপাল পর্বত’ এ নেই।

মুহিত একাত্তর টেলিভিশনকে বলেন, “দৈনিক প্রথম আলোতে এভারেস্ট জয় করা নিয়ে মুসা ধারাবাহিকভাবে যে গল্পটি বলেছেন, তাতে বেস ক্যাম্প ১ থেকে চূড়া পর্যন্ত অনেক কিছুরই বর্ণনা নেই।”

মুসার ওয়েবসাইটে এভারেস্ট জয় করা নিয়ে তোলা ছবিটি ‘বিশ্লেষণ’ করে মুহিত দাবি করেছেন, এটি বেস ক্যাম্প -১ এ তোলা।

“মুসার কাছে বেস ক্যাম্প ১ এর পর বেস ক্যাম্প ২,৩ ও স্টেপ ১,২,৩ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের কোনো ছবি নেই। মুসার যে প্রকাশনা তাতেও ছবিটি গ্রাফিক্স করে বসানো হয়েছে বলে দাবি করেছেন অনেকে।”

দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত বলেন, “নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন হয়ত মুসার মিথ্যাচারের প্রতিবাদ জানাতেই নাম বাদ দিয়েছে।”

তবে এ বিষয়ে ‍মুসা ইব্রাহিম একাত্তরকে বলেন, এটা তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’।
ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশের কেউ হয়ত নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনকে প্রভাবিত করেছেন বলে দাবি করেন তিনি।

শনিবার রাতে একাত্তরে প্রতিবেদনটি প্রকাশের পর এ বিষয়ে কথা বলার জন্য মুসা ইব্রাহিমের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সম্প্রতি চন্দ্রাবতী একাডেমী প্রকাশিত ‘সকাল বেলার পাখি’ সঙ্কলন গ্রন্থে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইনাম আল হক এক নিবন্ধে মুহিতকে বাংলাদেশি প্রথম এভারেস্টজয়ী হিসেবে উল্লেখ করেন।

এরপর তা চ্যালেঞ্জ করে আদালতে যান মুসা। এনিয়ে তার মামলাটি ঢাকার আদালতে চলছে।"
200390
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কন কি ভাই এও কি সম্ভব? আমি তো অবাক
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:২৪
150395
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : দেহেন তো ভাই হেতার কান্ডডা!!! আননি তো অবাক, আর আমি হতবাকStraight Face Straight Face
200460
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বিষয়টা নিয়ে তখনই কিছু সন্দেহ সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিয়ে মুসা এবং তার স্পন্সর দের বক্তব্য পরিস্কার হওয়া প্রয়োজন।
৩১ মার্চ ২০১৪ সকাল ১০:২৭
150399
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : স্পন্সররা আর কি বলবে? ওরা চাই শুধু ওদের পন্যের বিজ্ঞাপন। তবে "নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন" থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে
210530
২০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : সব দোষ ঐ এনজিওর ।
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৬
158981
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কোন এনজিও ভাই??
১০
210534
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কি মন্তব্য লিখবো বুঝে উঠতে পারছিনা।
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৭
158983
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম...কি আর কমু ভাই, এই শালাতো ইজ্জত মাইরালাইছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File