আজ নারী দিবসে আমার প্রশ্ন নারী কে???

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৮ মার্চ, ২০১৪, ০১:০৬:৫০ দুপুর

৮ই মার্চ সারা বিশ্বে নারী দিবস হিসেবে পালিত হয়। কিন্তু আমার প্রশ্ন নারী কে???

মা, বোন, স্ত্রী এবং মেয়ে এই প্রিয় জনদের কে তো নারী বলে। এই মা, বোন, স্ত্রী, মেয়ে হতে পারে আপনার, আমার বা অন্য কারো। কিন্তু বাস্তবতা আমাদের কে সাক্ষী দেয় যে আজও অনেক নারী বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে।

কিন্তু কেন?? তারা আমাদের এত আপন জন হয়েও কেন তারা নির্যাতিত হচ্ছে?? আমরা অনেক সময় কোন মেয়ে দেখলে বাজে কমেন্টস করি। কিন্তু ঐ মেয়েটি যদি আপনার বোন হত আপনার জায়গায় অন্য কেউ হত তখন কি আপন মেনে নিতে পারতেন??

আমাদের ধর্মে তো এই নারীদের জন্য বিভিন্ন অধিকারের কথা বলা হয়েছে।একটু স্থির মাথায় চিন্তা করুন তাদের এই অধিকার গুরু আপনি কতটুকুই দিতে পেরেছেন?

কেন আমারা তাদের কে আপন জন হিসেবে স্বীকৃতি দিয়ে অধিকার গুলো দিতে পারিনা??

এই প্রশ্ন গুলোর উত্তর গুলো কি আমাদের জানা আছে??

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188853
০৮ মার্চ ২০১৪ দুপুর ০১:১০
বিন হারুন লিখেছেন : পরিস্থিতির স্বীকার হলে অনেকে অনেক কিছু করতে পারে,নারী তাঁর অধিকার নিয়ে ডাক্তার, এমড়ি হোক এটাই কাম্য. দরিদ্রতার স্বীকার হয়ে ধান কাটা, পাথর ভাঙ্গা, মাটি কাটার মতো কঠোর পরিশ্রম করুক তা কাম্য নয়. দেশের যে কোন অসহায় নারী সরকার থেকে ভাতা পাওয়া অধিকার রাখে. আমি এই অধিকার চাই.
খুব ভাল লাগল Rose
০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:১১
140100
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম... দেশের যে কোন অসহায় নারী সরকার থেকে ভাতা পাওয়া অধিকার রাখে। সাথে সাথে আমাদের থেকে প্রাপ্ত অধিকার গুলোও দিতে হবে। মন্তব্য করার জন্য ধন্যবাদ
188863
০৮ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৬
সিটিজি৪বিডি লিখেছেন : আমাদেরকে নারীদেরকে সম্মান করতে হবে। নারীদের ও উচিত তাদের সম্মান রক্ষার জন্য সেই ভাবে চলাফেরা করা।
০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:১৩
140101
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমি নারীদের কথাই বলেছি। পুরুষের মত চালচলনের বেশ্যাদের কথা বলিনি। তারা কখনো নারী হতে পারে না।
188872
০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৪৫
আমি মুসাফির লিখেছেন : নারীই যদি হবে তবে পুরুষের সমান অধিকারের জন্য লড়বে না বরং লড়বে তাদের যে অধিকার মহান আল্লাহ দিয়েছেন সেই অধিকার ফিরিয়ে দেবার ।
০৮ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৯
140112
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম.. শার্ট পেন্ট পরা জন্য আন্দোলন কোন নারী অধিকারের আন্দোলরের পর্যায়ে পড়েনা। সবাইকে ইসলাম বিরোধী যৌতুক বিরোধী আন্দোলান করতে হবে। কারণ অধিকাংশ নারী যৌতুকের কারণে নির্যাতিত হয়।
188885
০৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৮
েনেসাঁ লিখেছেন : আপ ভাল, তার জগত ভাল। নিজ নিজ অবস্থান থেকে আমাদের সবাইকে ভাল হতে হবে,তাহলেই সমাধান পাওয়া যাবে। তবে বলা সহজ,করা কঠিন।
০৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৩
140115
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : হুম.. "বলা সহজ,করা কঠিন।" তবে সবাই এগিয়ে আসলে কঠিক থাকবেনা। মতামত করার জন্য ধন্যবাদ
188932
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩২
আবদুল কাদের হেলাল লিখেছেন : নারী দিবসের শ্লোগান হবে "রাষ্ট্র,ব্যক্তি,পরিবারে, প্রতিষ্ঠা করো ইসলামেরে"
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৩
140179
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এই জন্য আমাদেরকে এগিয়ে সঠিক দাবী নিয়ে এগিয়ে আসতে হবে। নয়ত ওরা নারী স্বাধীনাতার কথা বলে নারীকে পন্য বানাতে উৎসাহিত করবে।
188939
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৯
হতভাগা লিখেছেন : 'কিন্তু ঐ মেয়েটি যদি আপনার বোন হত আপনার জায়গায় অন্য কেউ হত তখন কি আপন মেনে নিতে পারতেন??''

০ ঐ মেয়েটি যে আপনার সংসারে এসে আপনাকে এবং আপনার পরিবারকে অশান্তি দেবে সেটা কি ঐ মেয়ে ভেবে দেখবে এই ভেবে যে তার ভাই ও তার মাকেও তার ভাবী একই ভাবে পেইন দিচ্ছে ।

সে মেয়েটি কি তার ভাই ও মায়ের পরিনতির কথা চিন্তা করে তার স্বামী ও শাশুড়ির সাথে ভাল ব্যবহার করা শুরু করে ?

মেয়েরা তাদের এই সত্ত্বাটার অতি মূল্যায়ন চাওয়ার মাধ্যমে তারা সমাজের ও নিজেদের সমূহ বিপদে ফেলে দেয় ।
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৯
140180
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : অসংখ খারাপ মানুষের সাথে একজন ভাল মানুষ টিকে থাকা কঠিন ঠিক তেমনি অসংখ্য ভাল মানুষের ভিড়ে খারাপ মানুষেরও টিকে থাকা কঠিন হয়ে যাবে।
০৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
140181
হতভাগা লিখেছেন : পঁচা আমের পাওয়ার বেশ. সে যদি বেশ কিছু ভাল আমের মাঝে থাকে তাহলে সে গুলোকেও সে পঁচিয়ে ফেলে ।
০৯ মার্চ ২০১৪ সকাল ০৯:১১
140411
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : তাই বলে একটা পচা আমের জন্য সব ভাল আম গুলোও পচা ভেবে ফেলে দেবার কোন যৌক্তিকতা আমার কাছে নেই।
189020
০৮ মার্চ ২০১৪ রাত ০৮:৩০
সজল আহমেদ লিখেছেন : ইসলামি বিধি বিধান মতে,নারীদের যে অধিকার আমাদের উচিত্‍ সেটা পালন করা।
০৯ মার্চ ২০১৪ সকাল ০৯:০৮
140410
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমিও সেকথা বলতেছি। মন্তব্য করার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File