আজ নারী দিবসে আমার প্রশ্ন নারী কে???
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৮ মার্চ, ২০১৪, ০১:০৬:৫০ দুপুর
৮ই মার্চ সারা বিশ্বে নারী দিবস হিসেবে পালিত হয়। কিন্তু আমার প্রশ্ন নারী কে???
মা, বোন, স্ত্রী এবং মেয়ে এই প্রিয় জনদের কে তো নারী বলে। এই মা, বোন, স্ত্রী, মেয়ে হতে পারে আপনার, আমার বা অন্য কারো। কিন্তু বাস্তবতা আমাদের কে সাক্ষী দেয় যে আজও অনেক নারী বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছে।
কিন্তু কেন?? তারা আমাদের এত আপন জন হয়েও কেন তারা নির্যাতিত হচ্ছে?? আমরা অনেক সময় কোন মেয়ে দেখলে বাজে কমেন্টস করি। কিন্তু ঐ মেয়েটি যদি আপনার বোন হত আপনার জায়গায় অন্য কেউ হত তখন কি আপন মেনে নিতে পারতেন??
আমাদের ধর্মে তো এই নারীদের জন্য বিভিন্ন অধিকারের কথা বলা হয়েছে।একটু স্থির মাথায় চিন্তা করুন তাদের এই অধিকার গুরু আপনি কতটুকুই দিতে পেরেছেন?
কেন আমারা তাদের কে আপন জন হিসেবে স্বীকৃতি দিয়ে অধিকার গুলো দিতে পারিনা??
এই প্রশ্ন গুলোর উত্তর গুলো কি আমাদের জানা আছে??
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভাল লাগল
০ ঐ মেয়েটি যে আপনার সংসারে এসে আপনাকে এবং আপনার পরিবারকে অশান্তি দেবে সেটা কি ঐ মেয়ে ভেবে দেখবে এই ভেবে যে তার ভাই ও তার মাকেও তার ভাবী একই ভাবে পেইন দিচ্ছে ।
সে মেয়েটি কি তার ভাই ও মায়ের পরিনতির কথা চিন্তা করে তার স্বামী ও শাশুড়ির সাথে ভাল ব্যবহার করা শুরু করে ?
মেয়েরা তাদের এই সত্ত্বাটার অতি মূল্যায়ন চাওয়ার মাধ্যমে তারা সমাজের ও নিজেদের সমূহ বিপদে ফেলে দেয় ।
মন্তব্য করতে লগইন করুন