ধর্ম পরিচয় গোপন রেখে এক হিন্দু ছেলে মুসলিম এক মেয়ের সাথে প্রতারনা !!!!

লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩২:৩০ সন্ধ্যা

ধর্ম পরিচয় গোপন রেখে এক হিন্দু ছেলে মুসলিম এক মেয়ের সাথে প্রেম করে। মেয়েটির বাড়ি চট্টগ্র্রামের হাঠহাজারিতে। আর ছেলের বাড়ি হল চকরিয়ার ডোল হাজারাতে। লম্পটি মেয়েটিকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় ঘুরত মেয়েটিকে নিয়ে। এভাবে চলে যায় ৮মাস। হঠত করে মেয়েটির অন্যত্র বিয়ের জন্য কথাবার্তা চলছিল। কিন্ত মেয়েটি তো ছেলেটিকে খুবই ভালবাসত তাই ছেলেটির সাথে কথা বলে পালিয়ে বিয়ে করার সিন্ধান্ত নেয় । মেয়েটি কি জানতো তার কপালে কি ঘটতে যাচ্ছে? তারা পালিয়ে ডোলহাজারা চলে যায়। ছেলের বাড়িতে নেওয়ার পর মেয়েটি জানতে পারে যে সে হিন্দু। মেয়েটিকে হিন্দু ধর্মে ধর্মন্তরিত হয়ে তাকে বিয়ে করার প্রস্তাব করা হলে মেয়েটি প্রত্যাখান করে। কিন্তু আচার্য্যের বিষয় হল পুরো পাড়ার কোন সমাজ পতি বা একজন মানুষও অসহায় মেয়েটির পক্ষে দাড়ানো বা লম্পট কে দোষারুপ করা তো দূরের কথা উল্টো মেয়েটিকে এই বলে অপবাদ দিচ্ছে যে "লিঙ্গ দেখে প্রেম করেত পারনি?" বলে। চিন্তা করে দেখুন এত বড় হিন্দু পাড়া অতচ একজন নীতিবান মানুষই নাই!!!

এখন শুনা যাচ্ছে শালিসের জন্য দিন ধার্য করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হল এই শালিস কি মেয়েটিকে মুক্তি দিতে পারবে? নাকি অপবাদ আরো বাড়বে? আর একজন সহজ সরল মেয়ের জীবন নষ্ট করা লম্টটি এভাবে পার পেয়ে যাবে?

এখন মেয়েটি কি করতে পারে? তার সামনে এখন তিনটি পথ খুলা আছে।

০১. সামাজিক অপবাদ নিয়ে বাকি জীবন কাঠিয়ে দেবে?

০২. নাকি ধর্মান্তরিত হয়ে ছেলেটি কে বিয়ে করবে?

০৩. নাকি অাত্বহত্যা করবে?

কোনটা করলে ভাল হবে বলে আপনারা মনে করেন?

বিষয়: বিবিধ

১৮১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File