প্রধানমন্ত্রীর আগন এবং বিশেষ লোডশেডিং

লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ৩০ মার্চ, ২০১৪, ১১:৪৭:৫৪ রাত

২৯ মার্চ ২০১৪ বাংলাদেশে তৈরী যাত্রীবাহি জাহাজ এম,ভি বাঙ্গালী তে ৭৫০ জন যাত্রী নিয়ে চাঁদপুরে আগমন করলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।প্রধানমান্ত্রীর আগমনের খবর দুদিন আগেই পুরো চাঁদপুর এ ছড়িয়ে পড়েছে।২৮ তারিখ ছাড়িয়ে ২৯ তারিখ রাত ২ টা বাজে,চাদঁপুর এর মতলব (উত্তর) এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন হয়ে গেলো।প্রথমত এটাকে সাধারণ লোডশেডিং মনে করা হলে ও যখন দেখা গেলো বেলা ১২ টা বেজে গেছে তবু ও বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছেনা,তখন খোজ নিলাম বিদ্যুৎ অফিসে।সেখানে প্রথমে ফোনে পাওয়া যাচ্ছিলনা কাউকে।অনেক চেষ্টার পর তাদের সাথে যোগাযোগ করা গেলো।তারা জানালো,মহনপুর এলাকা ব্যাতিত কোন এলাকায় ই বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছেনা।কারণ হিসেবে বলল,প্রধান মন্ত্রী সেখানে এসেছেন।কথা হচ্ছে একজন প্রধান মন্ত্রী যদি একটি মাত্র উপজেলার জন্য এতটা ক্ষতি কারক হতে পারেন,তাহলে এই প্রধানমন্ত্রী সমস্ত দেশের জন্য কতটা ক্ষতির কারণ হতে পারেন তা আপনারাই বলুন।বিদ্যুৎ না থাকার কারণে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো এলাকার সাধারণ মানুষ।মোবাইল ফোন এ চার্জ সংকটে পড়েছিলো তারা।এবার ভাবুন প্রিয় পাঠক একজন শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটা ক্ষতির কারণ।

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200554
৩১ মার্চ ২০১৪ রাত ১২:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অদ্বুত কারন! প্রধান মন্ত্রির আগমনের কারনে তো বিদ্যুত না যাওয়ার কথা। তবে আপনার শেষ কথাটি ভাল লাগল। ধন্যবাদ।
৩১ মার্চ ২০১৪ রাত ১০:৫৬
150697
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : কারন টা আসলেই অনেক অদ্ভুত।এতদিনের ধারণা ভুল প্রমানিত করলেন শেখ হাসিনা
200569
৩১ মার্চ ২০১৪ রাত ০৩:০২
ভিশু লিখেছেন : অন্যান্য অনেক কিছুর মতোই বিদ্যুৎ নিয়ে কোন্নো কথা নয়! প্রধানমন্ত্রী এতে কেন যেন খুবই ক্ষেপে যান! একদম সহ্য করতে পারেন না তিনি! সুতরাং চুপ থাকুন, না হয় লোড-শেডিংও হারাবেন, লাইনই কেটে দিবে!
৩১ মার্চ ২০১৪ রাত ১০:৫৩
150696
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : খুব মজা পেলাম।ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File