স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বীকারোক্তি
লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ০৯ মার্চ, ২০১৪, ০৯:০০:৪৭ রাত
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
তবে এই সোনার বাংলার চেয়ে সোনার পুলিশ দের প্রতিই যেন অসীম ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ পেলো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর ভাষায়।গত কাল তিনি তার মনের গহীনে লুকিয়ে থাকা চিরন্তন সত্য কথাটি মুখ ফসকে বলেই ফেললেন।তবে এটা যে শুধু তার ব্যক্তিগত মতামত ঠিক তা নয়,এটা তাদের দলের পক্ষের কথা।সারা দেশের মানুষ এর কাছে এটা খুব স্পষ্ট হয়ে গেলো যে,বিরোধী দলের প্রতি পুলিশ বাহীনির অবৈধ অত্যাচার -নিপিরন ই আবার আওয়ামীলীগ সরকার কে ক্ষমতায় বসিয়েছে।
স্বারাষ্ট্র প্রতিমন্ত্রীর গতকালের কথা টি আবার উল্ল্যেখ করছিঃ
পুলিশের সহযোগিতায় নৌকা
তীরে ভিড়েছে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
পুলিশের সহযোগিতা ছিলো আওয়ামীলীগ এর পক্ষে।আর পুলিশের হিংস্র আচরনের শিকার হয়েছে এদেশের আদর্শবান মানুষ গুলো।প্রতিনিয়ত খুন,গুম আর অত্যাচার এর খবরে হাপিয়ে উঠেছিলো শান্তিপ্রিয় মানুষ গুলো।তাজা-তাজা রক্তের স্বাদ নিতে মরিয়া হয়ে উঠেছিলো সরকার।
এত দিন মানুষ এর মুখে - মুখে ছিলো এই সরকার পুলিশের সরকার ,এই সরকার পুলিশ আর অস্রের শক্তিতে ক্ষমতায় এসেছে।আর গতকাল প্রমাণ হয়ে গেলো যে,আওমালীগ নিজে ও সাধারণ মানুষের এই কথাকে স্বীকার করে।তারা যে জনগণের সরকার নয় এটা সর্বস্তরের মানুষ জানে।কারন তারা মানুষের ভোটে নির্বাচিত হয়নি।তারা কিছু কুকুর আর ছাগলের ভোটে নির্বাচিত সরকার।তাইতো তাদের আচরণ হিংস্র হায়েনার মত।এই সেই মাথা-খারাপ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী,যে কিনা ক্রসফায়ার কে নিছক একটি দুর্ঘটনা বলে এড়িয়ে যায়।
আফ্রিকা আর বাংলাদেশের অবস্থা প্রায় এক ই রকম শুধু রাষ্ট্র আর মানুষ গুলো আলাদা।আফ্রিকায় মুসলমান নিধন করা হচ্ছে বাংলাদেশে ও ঠিক একই অবস্থা,শুধু পার্থক্য টুকো সামান্য ।দেশের সনামধন্য আলেম ওলামাদের জুডিশিয়াল কিলিং এর পরিকল্পনা করা হচ্ছে এমনকি করেছে ও।ইসলামি আন্দলনের কর্মীদের অকারণে গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে,বাড়ি-ঘর গুড়িয়ে দেয়া হচ্ছে।পুরুষ শুন্য করা হচ্ছে গ্রাম গুলোকে।বাবা হারাচ্ছে ছেলেকে,ছেলে হারাচ্ছে বাবাকে।সন্তান হারিয়ে মা হয়ে যাচ্ছে পাগল,বাবা হয়ে যাচ্ছে বাকরুদ্ধ।
জে,এম,বি'র তিন জঙ্গীকে সরকার কৌশলে ছিনতাই করিয়ে জামায়াত শিবির এর নেতা কর্মীদের উপর আবার একটি পরিকল্পিত নির্যাতন চালানোর পরিকল্পনা করেছিলো।কিন্তু আল্লাহ সুবহানাহু তায়ালার অশেষ রহমতের ফলে সেই পরিকল্পনা সফল হয়নি।আল্লাহ তায়ালার রহমতের ফলে এদেশে আরো শক্তিশালী ভাবে ইসলামী শক্তি একত্রতি হচ্ছে।যার ফলা -ফল উপজেলা নির্বাচন।
এখন কেবল ই অপেক্ষার পালা,কখন দেখবো এই ডিজিটাল নমরূদ এর যন্ত্রনাদায়ক পরাজয়
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন