এর পর ও কি বলবো বাংলাদেশ স্বাধীন?

লিখেছেন লিখেছেন তানজিমুল হাসান মায়াজ ২৯ জানুয়ারি, ২০১৪, ১২:৩৭:৩৯ রাত



এখনও কি বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি?এখনো ও কি বলবো আমার দেশের মুক্তিকামি মানুষ মু্ক্ত হতে পেরেছে?

না না না।আমি আর এখন সেটা বলতে পারিনা।যাদের চোঁখে এই ছবি পড়বে তারা ও আমার মত হতাশ হয়ে চেয়ে থাকবে।কারণ আমারা নিরুপায়।আমাদের মুরুব্বিরা শহীদ হয়েছেন দেশের জন্যে।আর এই দেশের লোভী পিশাচের দল এই দেশ টাকে নোংরা ভাবে লুটে-পুটে খাচ্ছে।



এদেশে এখন আর মুসলিমরা শান্তিতে থাকতে পারেনা।এরা ইসলাম এর কথা বললেই এদের গায়ে থেকে রক্ত ঝরে।হায়েনার দল এদেরকে পাখির মত গুলি করে মারে।এদের বাড়ি -ঘর পুড়িয়ে দেয়।মুকুলেই ঝরে যায় স্বপ্ন গুলো।বাবা-মা য়ের বুক খালি করে দেয় নরপিশাচরা।সন্তান দিশেহারা হয়ে যায় বাবা হারিয়ে।রাতে পুরুষ শুন্য হয়ে যায় গ্রাম গুলো।

এদের হাত থেকে রেহাই পায়না বাবার বয়সি,দাদুর বয়সি মুরব্বিরাও ।

এদেরকে তাহলে কি বলা যাবে।অমার ভাষায় এমন কোনো শব্দ আমি জানিনা।যাদেরকে আমরা ছোটবেলা থেকেই শ্রদ্ধা করতে শিখেছি।এই নরপিশাচরা তাদেরকে নির্মম ভাবে আঘাত করে।এসব দেখলে কলিজা টা জ্বলে যায়।এর পর ও আমরা স্বাধীনতা দিবস পালন করি।কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতা এখনো অর্জন করা হয়নি।



৫ই মে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট রাজনৈতিক হত্যাকান্ড।যারা জড়িত তাদের অনেককেই প্রকাশ্যে দেখা য়ায়।কিন্তু সরকার এ ব্যাপারে নিরব।কারণ,এরাতো তারই আদরের সন্তান।আর সেই হত্যাকান্ড কারা ঘটিয়েছে এসব সারা বিশ্বতো জানে।কেনা দিগন্ত টিভি বন্ধ করা হয়েছে।লুট-পাট করা হয়েছে দিগন্ত টিভির অফিস।সবাই তা জানে।পরবর্তিতে কিছুদিন পরই কয়েকশ কঙ্কাল পাওয়া গিয়েছে নারায়নগঞ্জ এর মাতুয়াইল এ।

অবশেষে বলতে হয় আমরা এখনো স্বাধীন হইনি।হয়তো অতি শিগ্রই আরেকটি যুদ্ধ করতে হবে আমাদের।

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169285
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৫
বড়মামা লিখেছেন : ইনশাআল্লাহ
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫০
123044
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : ইনশা-আল্লাহ।আমরা প্রস্তুত।দোয়া করবেন।সবসময়।
169291
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্বাধীনতা পেয়েছে আজ সন্ত্রাসী কর্মকান্ড ,স্বাধীনতা পেয়েছে আজ খুনি।
২৯ জানুয়ারি ২০১৪ রাত ১২:৫৪
123047
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : জি ভাই।১০০%ঠিক বলেছেন।
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
123162
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : চুক চুক
169313
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০২:০১
সবুজেরসিড়ি লিখেছেন : স্বাধীনতা এখন পরাধীনতার শিকলে আবদ্ধ এই শিকল ভাঙ্গার জন্য আরেকটি যুদ্ধ অবসম্ভাবী . . . এবং শীঘ্রই . . .
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৩
123338
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : স্বাধীনতাকামী জনগন এবার প্রস্তুত।শুধু একটি যুদ্ধের ডাক দেয়া প্রয়োজন।
169372
২৯ জানুয়ারি ২০১৪ রাত ০৪:৩১
তহুরা লিখেছেন :
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
123159
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : উফ!!!!!!!!
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১২
123336
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : মুসলিম রা আজ শেকলে বাধা।
169448
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : পুলিশ না জানোয়ার এইটা-
চুক চুক
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১২
123335
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : এরা জানোয়ার এর বিশেষ টিম।
169483
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১১
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাংলাদেশ শুধুমাত্র আওয়ামীলীগ এবং নাস্তিক শুশিলদের জন্য স্বাধীন অন্য সবাই পরাধীন।
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১১
123333
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : আমিও আপনার সাথে একমত।
169488
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৭
প্রিন্সিপাল লিখেছেন : ধন্যবাদ
169496
২৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:২১
গৃহস্থের কইন্যা লিখেছেন : সাবাস পুলিশ, এরাই নিরীহ মানুষের গায়ে পেট্রল বোমা ছুড়ে মেরেছে................
২৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৮
123340
তানজিমুল হাসান মায়াজ লিখেছেন : আপনি হয়তো অন্ধদের জগতে বাস করছেন।কাদের হাতে বোমা থাকে এটা দেখানোর জন্য আরেকটি পোষ্ট খুব শিগ্রই দিবো।মনোযোগ দিয়ে পড়বেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File