বিশ্বের সবচেয়ে সুন্দর ও প্রাচীনতম কয়েকটি দুর্গ
লিখেছেন লিখেছেন পবিত্র ১৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১৪:১৪ রাত
মন্ট সেইন্ট মিকেল ক্যাসল
বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রাচীন দুর্গ। সেগুলো দেখতে নানা জায়গা থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক।
মন্ট সেইন্ট মিকেল ক্যাসলও তার মধ্যে একটি।
ফ্রান্সের নরম্যান্ডির পাথুরে দ্বীপ মন্ট সেইন্ট মিকেলে অবস্থিত এ দুর্গ।
এ দ্বীপের জনসংখ্যা খুব কম, কিন্তু প্রতি বছর ৩ মিলিয়নের বেশি পর্যটক এখানে আসেন।
জায়গাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
নেউসচওয়ানস্টেইন ক্যাসল
জার্মানির বাভারিয়ায় অবস্থিত ১৯ শতকের এই দুর্গ।
এর দাঁতভাঙা নামটি মূলত ‘নিউ সোয়ানস্টোন ক্যাসল’ এর জার্মান নাম।
প্রতি বছর ১.৩ মিলিয়নের বেশি পর্যটক এখানে আসেন।
হোহেনস্যালজবার্গ ক্যাসল
হোহেনস্যালজবার্গ- কথাটি ‘হাই স্যালজবার্গ ফোরট্রেস’ এর জার্মান। দুর্গটি অস্ট্রিয়ার স্যালজবার্গের একটি পর্বতের চূড়ায় অবস্থিত।
এটি নির্মাণ করা হয়েছিল ১১ শতকে এবং এর বিস্তৃতি হয়েছিল ১৪ শতকে।
এটি ইউরোপের একটি অন্যতম প্রাচীন দুর্গ।
বিষয়: বিবিধ
২৪৩৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন