শব্দের বিন্যাস
লিখেছেন লিখেছেন Medha ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৪:১৫ রাত
কিছু একটা লিখতে ইচ্ছে করছে। এমন কিছু একটা যেটা লিখার পরে ভিতরের জমাট বাঁধা বাতাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে যাবে।
এমন কিছু একটা লিখতে ইচ্ছে করছে যে লেখার সাথে সাথে আমার অশান্ত মনটা একদম শান্ত হয়ে যাবে!
এমন কিছু, ঠিক কিছু একটা শব্দের বিন্যাস সাজিয়ে ফেলতে ইচ্ছে করছে যেটা পড়ে কেউ একজন কেঁদে দিবে।
একফোঁটা দু'ফোঁটা কাদবেনা। চোখ মুছতেই আবার চোখ ভিজে উঠবে এমন করে কাঁদবে...!
এমন কিছু লিখতে ইচ্ছে করছে যা পড়ে কেউ বলবে..." ইশ এটা তো আমারই মনের কথা! ঠিক আমার সাথে মিলে গেছে!"
নাহ লিখতে কান্তি লাগছে। আমার বোধ হয় কিছু বলতে ইচ্ছে করছে। কোন একজনকে ধূসর ছায়া থেকে আমার আবেগের মায়ানগরীতে টেনে এনে বাহুবন্ধনে আবদ্ধ করে ফিসফিস করে এমন কিছু বলতে ইচ্ছে করছে যা বলার পর সে চোখে বিস্ময় আর ঠোঁটের কোণে একটু
হাসি নিয়ে অবাক স্বরে বলবে...
" আরে!! আমি তো তোমাকে এখন ঠিক এটাই বলতে চেয়েছিলাম! তুমি কীভাবে বলে দিলে?? "
বিষয়: বিবিধ
১২০৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন