পাকা খেলোআড় "শেখ হাসিনা "

লিখেছেন লিখেছেন তিতুমির ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:২৭:৪১ রাত

এখন রাজনীতি মানে হল ক্ষমতা দখলের অপর নাম ,

আর এটাকে যদি খেলা বলি , তবে এর দক্ষ স্ট্রাইকর শেখ হাসিনা ।

শূন্য অবস্থা থেকে হিরু হয়েছেন তিনি , এর জন্য ওনার চরম ধৈর্য । লক্ষের প্রতি অবিচল আস্থা , তোরা যে যা বলিস ভাই , আমার সোনার হরিণ চাই ।

আর সোনায় সোহাগ ছিল , বিশ্বে ওঠতি পরা শক্তি ভারতের

অনুগত্তের বিনিময়ে পাওয়া সর্ব রকমের সহযুগীটার টুলস । আর ভারতের সঙ্গী হল ইসরাইল এর মোসাদ বাহিনী ।

এরা বহু আগ থেকেই সুদূর প্রসারী প্লেন এ সব সেক্টর ঠিক করে গতবার ক্ষমতা আসে ।আর ক্ষমতা এসে বিরোধীদের সামনে মাকড়সার জালের মত সাজানো মাঠ সামনে রাখে ।

আর বিরুধিরা কিছুটা অনিচ্ছায় আর কিছুটা বাধ্য হয়ে সাজানো

মাঠে খেলে যায় , ফলে ফলাফল যা হবার তাই হল ।

শুধু মাত্র বেতিক্রম হল একমাত্র হেফাজতের অবরোধের সময় ।আর সেখানেও দক্ষ খেলওয়ারের মত শেখ হাসিনা ঠিকই বের হয়ে এসে বিরুধিদের ধোলাই দিলেন ।

যদিও এর জন্য জনগণকে কিছুটা মূল্য দিতে ই হল

আর জনগন কে তো মূল্য সব সময় ই দিতে হয় আর সেটা হল এই মাত্র কয়েক শ লোকের জীবন , কয়েক হাজার লোকের পঙ্গুত্ত , আর লাখ লাখ লোকের নামে মামলা , আর গুম তো আছেই ।

আর বিষয় টা অনেক টা এরকম, এক মা বলছে , আমার কিছুই হয় নাই , কারণ মেয়ের মারা গেছে জামাই , ছেলের মারা গেছে বউ ।

বাস্তবে ও কী এমনটা ই হয় নাই , মারা গেলে ও মারা গেল হয় জনগণ , নয় শিবির , নয় জামাত , নয় বিএন পি , নয় পুলিশ

কিন্তু আলাহর রহমতে আলিগ এর লোকজন মশাল্লাহ বহাল তবিয়তে ভালই আছে ।

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172200
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিকই বলেছেন হাসিনা পাকা খেলোয়ার।
172204
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৪০
তিতুমির লিখেছেন : অনেক ধন্যবাদ,
172208
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২০
বড়মামা লিখেছেন : হাসিনা গাদ্দফির মত ও পথ দরে চলছে ।আপনাকে অনেক ধন্যবাদ ।
172246
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:১৭
সাদাচোখে লিখেছেন : আমার কাছে অমন মনে হয় নি কিংবা হচ্ছেনা। বরং আমার কাছে যা মনে হচ্ছে - তা আপনার ভাষায় বলতে গেলে বলতে হয়,

আল্লাহ এই গাফেল ও অভিশপ্ত মহিলার জন্য চুড়ান্ত হিউমিলিয়েশানে পূর্ন, কষ্টকর এক জীবন ও মরনের প্ল্যান সেট করেছেন। সাথে আল্লাহ এই অসুস্থ্য মহিলার জন্য বেশ কয়েকটি এগজিট পয়েন্ট ও সেট করেছেন যেহেতু তিনি সর্বোচ্চ ন্যায়বিচারক। মহিলা যত গোমরাহীতে লিপ্ত হচ্ছে এবং যত মুমিন মুসলিম এর রক্ত চুষে নিচ্ছে - তত এক্সিট পয়েন্ট ও কমছে। আমরা দেখছি এই মহিলা চুড়ান্ত অধঃপতনের প্রায় কিনারায় পৌছেছেন - আর তার উছিলায় শত শত মানুষ আল্লাহর দিদার লাভ করেছেন এবং হাজার হাজার মানুষ গাফেলিয়াতের পথ হতে সিরাতুল মোস্তাকিমের পথে শামিল হচ্ছেন।

আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের মানুষের মনো জগতে দুনিয়ার প্রতি যে অতিলিপ্সা এসেছিল - তা হতে সিডর, নার্গিস কিছুই যখন তাদের সম্বিত ফেরাতে পারলোনা - হাসিনা নামক এই ফেতনা ও মসিবৎ আল্লাহ বাংলাদেশীদের উপর চাপিয়ে দিলেন - আর আমরা দেখছি আল্লাহ বিচক্ষনভাবে বিপদগামী মুসলিমদের পথে আনলেন এই অভিশপ্তা মহিলাকে চুড়ান্ত ডিমাইজ এর লুফহোলে ফেলে দিয়ে।
172329
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৩
হতভাগা লিখেছেন : বাংলাদেশের জন্য চাই এরকমই একজন লিডার
172363
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ
173141
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৮
তিতুমির লিখেছেন : ভাই, সাদা চোখ , আপনার দৃষ্টিভঙ্গি একেবারেই অন্যরকম , অসাধারণ , ভালো লাগলো, অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File