'ধর্ষীত জাতি'

লিখেছেন লিখেছেন Medha ১৮ জানুয়ারি, ২০১৪, ০১:৫৯:১০ দুপুর

একবার এক পাগল মহিলাকে, বাজারের কিছু বখাটে মিলে ধর্ষন করলো। এতে ঐ ধর্ষীতা মহিলা, বাজারে হেটে হেটে সেই ছেলে গুলোর নাম ধরে ধরে বলতে লাগলো যে- অমুক অমুক আমাকে ধর্ষন করেছে। এতে বখাটে দলের প্রধান, মহা চিন্তায় পড়ে গেল, আর মনে মনে এক বুদ্ধি আটলো। সে তার দলবলের ছেলেদের, আবার সেই মহিলা কে তুলে আনার নির্দেষ দিল। এবার তারা মহিলাটিকে ধর্ষন না করে পাছায় লাথি মেরে ছেরে দিলো। আর এতে মহিলা ধর্ষনের কথা বেমালুম ভুলে গিয়ে বাজারে হেটে হেটে বলতে লা অমুক অমুক আমার পাছায় লাথি মেরেছে।

আমরা বাংলাদেশিরাও ঠিক যেনো সেই মহিলার মতো!

প্রতিদিন এই জাতি ধর্ষীত হচ্ছে, আর প্রতিদিন নতুন নতুন ইস্যুর কারনে আগেরটাকে বেমালুম ভুলে যাচ্ছে!

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163958
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২০
শিশির ভেজা ভোর লিখেছেন : সত্য বটে Thinking Thinking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File