বলতে গেলে গলা টিপে ধরবে!!!!!!! তাই কেউ বলে না!!!

লিখেছেন লিখেছেন প্রিন্সিপাল ১৮ জানুয়ারি, ২০১৪, ০১:৫৩:১৫ দুপুর

আমাদের সমাজ আজ এমন ডিজিটাল হয়েছে, সঠিক ইতিহাস বলতে গেলে আর রক্ষা নেই। নিম্নে কিছু উদারণ দেয়া হলো:

@ স্বাধীনতার যুদ্ধের সময় আসলে কতজন লোক শহীদ হয়েছিল?

আমরা সবাই সংখ্যাটি জানি, কিন্তু কেন বলি না?

বলতে গেলে গলা টিপে ধরবে।

শুনুন:

শহীদ হয়েছিল, তিন লক্ষ্য মানুষ।

আমাদের স্বাধীনতার স্থপতি ভাষন দিতে গিয়ে মাত্র একটি শূণ্য বাড়িয়ে বলেন বা পড়েন। কেননা তিনি ছিলেন বড় শিক্ষিতি, তাই হয়ত তিন লক্ষকে ত্রিশ লক্ষ পড়েছেন।

আবার তার অনুসারীরা এই মিথ্যাটাকে সত্যে পরিণত করার জন্য বলে থাকে যে, স্বাধীনতার সম্মান বাড়ানোর জন্য তিনি একটি শূণ্য বা জিরো বাড়িয়ে বলেছেন বা পড়েছেন।

এবার বলুন: মিথ্যা বলে কি স্বাধীনার সম্মান বাড়ানো সম্ভব?

আবার আসুন, সেই তিন লক্ষ শহীদকে কারা হত্যা করেছে?

সত্য বললে বলতে হবে, পাকিস্তানী বাহিনী বা রাজাকাররা ২৫%ও হত্যা করেনি।

তবে বলতে পারেন কারা হত্যা করেছে?

তাদের হত্যা করেছে, বিভিন্নজন:

৳ অস্ত্র হাতে পেয়েছে, সর্ব প্রথম নিজের প্রতিশোধ।

৳ অস্ত্র হাতে পেয়েছে, সর্ব প্রথম নিজের কামাই অর্থাৎ ডাকাতি।

৳ অস্ত্র হাতে পেয়েছে, সর্ব প্রথম কার সুন্দরী কন্যা আছে, তা ভোগ করার জন্য যদি তার পিতাকে হত্যা করতে হয়, করেছে।

৳ নেতাকে খুশী করার জন্য নিরীহজনকে হত্যা করে, নিজের খাতায় অংক ভর্তি করেছে।

৳ কারো বাড়ী বা কোন সম্পদ দখল করতে হবে, পন্থা একটাই তাকে হত্যা করা।

এভাবেই তিন লক্ষের সংখ্যা পূরণ করা হয়।

গ্রামে গ্রামে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করুন, যারা স্বাধীনতা দেখেছেন, তারা অবশ্যই এ স্বাক্ষ্যই প্রদান করবে।

আজ যারা নিজেকে মুক্তিযোদ্ধা বলে প্রচার করছে, তারা বেশীর ভাগই মুক্তিযোদ্ধা ছিল না।

তাদের অনেকেই:

৳‍ সেটাকে ভাঙ্গিয়ে কামিয়েছে।

৳ বিদেশ থেকে টাকা কামিয়ে হোটেলে ফুর্তি করেছে।

৳ ঘা ঢাকা দিয়ে কলিকাতায় গিয়ে হোটেলে দিনাতিপাত করেছে।

৳ পাকিস্তান বাহিনীকে সহায়তা করেছে, আবার দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধা সেজেছে।







আজকে যারা মুক্তিযোদ্ধা বলে দাবী করে, বিশেষ করে বর্তমান ক্ষমতাশীন দলে, তাদের ৭৫%ই মুক্তিযোদ্ধা না।

আমার আব্বাজন মুক্তিযুদ্ধ করেছেন, তাঁকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কেন মুক্তিযুদ্ধের সনদ গ্রহণ করেননি?

তিনি উত্তর দিতেন:

বাবা দেশ ও জাতিকে মুক্ত করার জন্য যুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম, সনদ নেওয়ার জন্য না।

আবার বলেন: আমি অনেককে সনদ গ্রহণ করতে দেখেছি, যারা ছিল আমাদের বিরোধী।

তাকে জিজ্ঞেস করলাম: তাহলে কিভাবে তারা সনদ পেল?

তিনি উত্তরে বলেন: তখন টাকার বিনিময় সনদ বিক্রি হত।

(বর্তমানেও পাওয়া যায়)

তিনি বলেন: আমাদের সাথে যারা যুদ্ধ করেছেন, তাদের অনেকেই সনদ নিতে গিয়েও পায়নি। কেননা তাদেরকে বলা হয়েছে, টাকা দিলে সনদ পাবেন, নইলে না।

স্বাধীনতাই যখন বিয়াল্লিশ বছর ধরে অশ্রু ঝরাচ্ছে, আর আমরা কেন অশ্রু ঝরাব না।

যারা প্রকৃত পক্ষে দেশকে স্বাধীন করেছেন, তারা স্বাধীনতা সুখ পাইনি, যারা যুদ্ধ করেনি অথবা মুক্তিবাহিনীকে যারা মেরেছে তারাই স্বাধীনতাকে ভোগ করছে, এ দুঃখ রাখার জায়গা নেই।

তাই অন্তরের গভীরে দুঃখ গোপন করেই বিয়াল্লিশ বছর ধরে কাদছি।

আল্লাহর নিকট প্রার্থনা করি, তিনি যেন আমার জাতি ও দেশকে প্রকৃত স্বাধীন করে দেন। আমীন

বিষয়: বিবিধ

২০২০ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163910
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৮
আহমদ মুসা লিখেছেন : বিখ্যাত ভারতীয় গবেষক ও লেখিকা শর্মিলা ঠাকুর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে কি পরিমান মানুষ মারা গেছেন তা বস্তুনিষ্ট তথ্য সংগ্রহ করে দেখিয়েন যে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবৌর্চ্চ আশি হাজার মানুষ নিহত হয়েছেন। তন্মধ্যে বেশীর ভাগ মানুষ মারা পড়েছে আওয়ামী ডাকাতদের হাতে। পাকিস্তানী সৈন্য বা তাদের দোসরদের হাতে যে পরিমান নিহত হয়েছে তার চেয়ে বেশী নিরাপরাধ মানুষ নিহত হয়েছে আওয়ামী সন্ত্রাসী ও ডাকাতদের হাতে। বিশেষ করে যে সমস্ত নিরাপরাধ অবাঙ্গালীর উপর হত্যাযজ্ঞ চালিয়ে তাদের সহায় সম্পদ লুট করেছে বেশীর ক্ষেত্রে আওয়ামী ডাকাতরাই।
163915
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৪
সালাহ লিখেছেন : পারলে দুনিয়া থেকে সরিয়ে দেবে । যাহোক লিখাখানির জন্য ধন্যবাদ।
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৯
118170
প্রিন্সিপাল লিখেছেন : পারলে তো করবেই। তবে আল্লাহ তায়ালাই হেফাজতকারী।
163918
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৮
প্রিন্সিপাল লিখেছেন : ভাই আহমদ মুসা!
আপনাকে অনেক ধন্যবাদ যে, আপনি সমাজকে সঠিক ইতিহাসটি আরো চমৎকার করে তুলে ধরলেন।
163923
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৮
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : আপনার এই বিশ্লেষণধর্মী হারিয়ে যাওয়া কথাগুলো ভালোই লাগে।
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
118284
প্রিন্সিপাল লিখেছেন : ধৈর্য সহকারে পড়ার জন্য অনেক ধন্যবাদ।
163926
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৩
জেদ্দাবাসী লিখেছেন : শহীদদের স্বপ্নগুলি গুমরে কাঁদছে। সুন্দর বলেছেন, স্বাধীনতাই যখন বিয়াল্লিশ বছর ধরে অশ্রু ঝরাচ্ছে, আর আমরা কেন অশ্রু ঝরাব না।


১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
118285
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৮
118318
জেদ্দাবাসী লিখেছেন : ইসরাইলকে সমর্থন করে আমেরিকা আর ভারত করে আওয়ামী লীগকে।
"সুজাতা সিংকে বলছি, বাবরি মসজিদ ভাঙা শিবসেনা আর বিজেপি সন্ত্রাসীরা জামায়াতের চেয়ে খারাপ হওয়ার কারণ, বঙ্গবীরের ভাষায়, ৪২ বছর আগে জামায়াত যা বুঝতে পেরেছিল, আমরা বুঝলাম ৪২ বছর পরে। তিনি বলছেন, জামায়াতের যুদ্ধ ছিল ভারতীয় উপনিবেশের বিরুদ্ধে। -লেখিকা মিনা ফারাহ
১৮ জানুয়ারি নয়া দিগন্ত

http://dailynayadiganta.com/details.php?nayadiganta=MTA0NjE=&s=Mjc=
163931
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৮
আলোর আভা লিখেছেন : এই তো সাহস করে বলতে পেরেছেন এভাবেই বলতে থাকুন একজন একজন করে একসময় দেখা যাবে সবাই বলবে ।ধন্যবাদ
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
118286
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
163947
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৫
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১২
118293
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ।
163959
১৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২১
শিশির ভেজা ভোর লিখেছেন : আজকে যারা মুক্তিযোদ্ধা বলে দাবী করে, বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দলে, তাদের ৭৫%ই মুক্তিযোদ্ধা না।

বলেন কি Surprised Surprised Surprised Surprised
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
118291
প্রিন্সিপাল লিখেছেন : বিশ্বাস না হলে, বঙ্গবীর কাদের সিদ্দীকীকে জিজ্ঞেস করুন। উত্তর পেয়ে যাবেন।
অনেক ধন্যবাদ।
164032
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্বাধীনতার নামে ব্যবসা চালু হয়েছে দেশে। আপনার অতি মূল্যবান লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
118314
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১০
164034
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।
১১
164043
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ।
১২
164052
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২২
লুকোচুরি লিখেছেন : কেউ সত্য মানুক বা না মানুক তা কখনও মিথ্যা হয়ে যায় না। সত্য সবসময় সত্যই থাকবে, মিথ্যা অবশ্যই একদিন পরাজিত হবে।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪০
118382
প্রিন্সিপাল লিখেছেন : কথা ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ।
১৩
164122
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৩
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো লেগেছে, বিয়াল্লিশ বছর পরেও আমি স্বাধীনতা কে খুঁজছি।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪১
118384
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৪
164203
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:২২
শেখের পোলা লিখেছেন : স্বাধীনতা কেমন তাই বুঝলামনা৷ জন্মেছিলাম স্বাধীন দেশে, তাকে আবারও স্বাধীন করা হল, আবারও চেষ্টা চলছে স্বাধীন হবার৷ গোলক ধাঁধা আর কি? আপনার সত্য কথনের সাথে থাকলাম৷ আমার সামনে যা দেখেছিলাম, কয়েক হাজার বিহারী কে ২৩শে মার্চ রাতে নির্বচারে হত্যা করা হল৷ তার পর যুদ্ধ চলা কালীন সময়ে হিন্দুদের বাড়ি জমি দখলের জন্য ও কিছু খুন হল৷ আর ঐ সময়ে অবশিষট বিহারীর সোধ নিতে তাদের আয়ত্বে যাকে পেত শেষ করত৷ আমি নিজেও তাদের হাতে ধরা খেয়ে ফিরেছি৷কারণ এখনও বাঁচব বলে আল্লাহ আমাকে ফেরেশ্তা দিয়ে রক্ষা করেছিল৷ ঐ বিহারীরা ত্রিশ লাখের মধ্যে কিনা জানিনা৷
১৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২২
118500
প্রিন্সিপাল লিখেছেন : আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুন। আমীন
১৫
164280
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
১৬
164307
১৯ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫২
প্রিন্সিপাল লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৭
164439
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
ভিশু লিখেছেন : দারুণ বলেছেন!
ভালো লাগ্লো...Happy Good Luck
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
118675
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৮
164497
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৩
অজানা পথিক লিখেছেন : কি আর বলি আমি এখন
বাক আসেনা মুখে
প্রিন্সিপাল ভাইয়া ব্লগ লিখে
ভীনদেশী এক দুঃখে

দুঃখটাযে আমাকেও আজ
সমান ভাবে পোড়ায়
তাই জমেছে চিন্তা হাজার
ছোট্র মনের গোড়ায়
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
118716
প্রিন্সিপাল লিখেছেন : কবি-সাহিত্যিকরাও আমাদের সাথে আছেন, যা জেনে অনেক ভাল লাগে। আল্লাহ তায়ালা আপনার দ্বারা সমাজকে উপকৃত করুন। আমীন
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৭
118758
অজানা পথিক লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File