কলঙ্কের নির্বাচন

লিখেছেন লিখেছেন রবিউল করিম বাবু ০৮ জানুয়ারি, ২০১৪, ১০:৫২:৪৯ রাত



গত বছর রাজনৈতিক অঙ্গনে সরকারীভাবে সম্ভবত সবচেয়ে বেশিবার উচ্চারিত একঘেয়ামী শব্দটি ছিল যুদ্ধাপরাধীদের বাঁচাতে নির্বাচন বানচাল করতে চায় বিরোধীদল। যদিও বিরোধীদল বিএনপির তরফ থেকে এরকম কোন বক্তব্য কখনোই শোনা যায়নি। তবে এ বিষয়ে আর কোন সন্দেহ নেই য়ে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে পুরো দেশকে বিপদগ্রস্ত করে সরকার শুধু রাজত্ব ধরে রাখতেই সাংবিধানিক জেদ বজায় রেখে একতরফা নির্বাচন করলো। ফাঁকা মাঠে গোল দেওয়ার পরেও যদি নির্বাচনে এতো চুরি জালিয়াতি হয় তাহলে বিরোধীদল অংশ নিলে আরো কতো কারচুপি আর নোংরামী হতো সেটা বুঝতে এখন আর কারো অসুবিধা হওয়ার কথা নয়। আমি ব্যাক্তিগতভাবে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান এর অনেক বড় একজন ভক্ত। তাঁর বলিষ্ঠ কন্ঠে স্বাধীনতার হুংকার, আত্মমর্যাদাবোধ আর নেতৃত্বগুন ভিষন মুগ্ধ করে আমাকে। এই দেশে কোন অন্যায় পরাধীনতা দেখলেই আমি তাঁর অভাববোধ করি এবং বিশ্বাস করি তিনি বেঁচে থাকলে পাকিস্তান দ্বীতিয়বারের মতো বাংলাদেশের দিকে আঙুল তুলার দুঃসাহস দেখাতোনা। কিন্তু দুঃখ লাগে তাঁর আদর্শ মনে রাখেনি বর্তমান আওয়ামীলীগ প্রজন্ম। না হলে জনগণকে বিপদে ফেলে এমন অন্যায়ভাবে কেন তারা ক্ষমতা ধরে রাখবে? কেন মুক্তিযোদ্ধার ব্যানার হাতে নিয়ে হামলা চালাবে আইনজীবি আর সাাংবাদিকের উপর! স্বাধীন দেশের নাগরিক হয়েও আজ মাথা উচু করে রাস্তায় হাটতে লজ্জা হয় আমার। বাংলাদেশের মানুষ কি আবার পরাধীন হয়ে গেল?



বিষয়: রাজনীতি

১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File