"সংখ্যালঘু" শব্দ =========

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৮ জানুয়ারি, ২০১৪, ১০:২৫:৩৭ রাত

"সংখ্যালঘু" শব্দটাই আসলে ধান্দাবাজি এবং দেশের সংহতি বিরোধী শব্দ......

আমরা সবাই বাংলাদেশী......এখানে আলাদা কোন বিষয় থাকতে পারে না।

একদিকে রাস্ট্রীয় দমনে সাতক্ষীরা, নীলফামারী, লক্ষীপুর, চট্টগ্রাম সহ প্রায় চল্লিশ জেলায় যে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে সেটা নিন্দনীয় ঠিক তেমনি.........

ঠিক তেমনি যশোর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও সহ যে সব যায়গায় রাজনৈতিক কারনে হিন্দু ভাইদের উপর নির্যাতন হচ্ছে সেটাও সমানভাবে নিন্দনীয়।

যারা এই সব বিষয় গুলিকে সমানভাবে নিন্দা করে না তারা আসলে প্রকৃত মানুষ না......

তারা অন্ধ, দলকানা, ধান্দাবাজ এবং বুদ্ধিপ্রতিবন্ধী।

গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য করা, ভিটা-মাটি থেকে উচ্ছেদ করা, গুন, খুন, সন্ত্রাস, সহিংসতার মাধ্যমে.........

আমাদের শাশ্বত অথতিপরায়ন, অসাম্প্রদায়িক এবং গনতান্ত্রিক সমাজ চরিত্রকে যারা রাজনীতির ফায়দা হাসিলের জন্য কলঙ্কিত করতে চায় তাদের ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা এখন সময়ের দাবী।

এই নষ্ট রাজনীতির অবসান চাই।

আমরা সবাই বাংলাদেশী, এটাই আমার প্রধান পরিচয়।

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File