বিদেশীনি
লিখেছেন লিখেছেন মুসফিরা মারিয়াম ১৭ এপ্রিল, ২০১৫, ১০:১০:৩৬ রাত
বার্ধক্য তাকে যে স্পর্শ করেছে সে হয়তো তা টেরই পায় নি
কিংবা টের পেলেও আমার দেশের বুড়োদের মতো,
বার্ধক্যের জরাগ্রস্ততাকে সুস্বাগতম বলে সাদরে গ্রহণ করে নি
যৌবনের বসন্তকেই সর্বস্ব দিয়ে উপভোগ করার চেষ্টা করছে যেন,
লাল ববকাট চুলের হাস্যময়ী ফরাসি নারী ‘মেরি গোমেজ’।
অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে ভাবি,
এক ফোঁটা বিরক্তিও নেই তার চোখে-মুখে,
অথচ আমরা তরুণরাই ভাষার দুর্বোধ্যতা দেখে ভ্রুকুচঁকে ফেলি
চায়না তরুনী দুজন সারাক্ষণ বিরক্তি নিয়ে বোর্ডে তাকিয়ে থাকে,
কাজাকিস্তানের মেয়েটা হাই তোলে বারবার,
ক্যামেরুনের দু’বোন ফিসফাস কথা বলে সারাক্ষণ,
আমিও ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে চেয়ে থাকি,
আমেরিকান মেয়েটা একমনে ল্যাপটপ টেপে,
পঞ্চইন্দ্রিয় দিয়ে ক্লাশ করে কেবল মেরি গোমেজ
কিং সউদ ইউনিভার্সিটির ল্যাংগুয়েজ কোর্সে এসে তার সাথে পরিচয়,
পরিচয় পর্বে তার নামের সাথে আমার নামের শেষাংশের মিল দেখে সে আনন্দে অভিভূত।
সবার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করছে
তার চোখে-মুখে আছে ভানহীন স্নিগ্ধ শিশুসুলভ সরলতা
হাজারো মানুষের ভীড়ে
যা আজকাল আর চোখেই পড়ে না।
বিষয়: সাহিত্য
১২১২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন