দেখা হয় নাই চক্ষু মেলিয়া - ২ (২৫ টি অদেখা ছবি)

লিখেছেন লিখেছেন এলিট ১৭ এপ্রিল, ২০১৫, ১০:২৬:৪৯ রাত

এর আগে একবার অনুবিক্ষন যন্ত্রের নীচের অদেখা জগতের ছবি পোস্ট করেছিলাম। অনেকে সেটা পছন্দও করেছিল। এবার দিচ্ছি মাটির নীচের অদেখা সুন্দর জগত। ছবিগুলি সবই মাটির নীচে পাওয়া বিভিন্ন পাথর ও শীলা খন্ডের। সবই প্রাকৃতিকভাবে তৈরি। দেখুন প্রকৃতির আরেক অদেখা রূপ।



১। ওপাল পাথর (Opal)। এর ভেতরের ডিজাইনটি মহাকাশের মতন



২। আরেকটি ওপাল। এটি দেখতে সুর্যাস্তের আকাশের মতন।



৩। আরেকটি ওপাল। এর ডিজাইনটি বজ্রের মতন।



৪। জীবাশ্মী দিয়ে তৈরি ওপাল



৫। কালো পাথর কিন্তু ভেতরে তারা ভরা আকাশের মতন ডিজাইন। amethyst geode নামক এমন পাথরের সবচেয়ে বড় এই খন্ডটি রয়েছে উরুগুয়েতে।



৬। ওপালের মধ্যে সাগরের তলদেশ



৭, ফ্লুরাইট - Fluorite



৮। বিসমাথ - Bismuth। দেখতে একটি ইলেক্ট্রনিক যন্ত্রাংশের মতন মনে হলেও আসলে একটি এক ধরনের ঘন শিলা। এর উপরিভাগ খুব নরম, সহজে আচড় কাটা যায়।



৯। কোয়ার্টজ পাথর। Titanium Quartz



১০। গোলাপের মতন দেখতে, কোয়ার্টজ পাথর। Rose Quartz Geode



১১। আজুরাইট (Azurite) । দেখতে নীল গোলাপের মতন।



১২। সলিসাইট (Scolecite)। ঝাড়বাতির মতন দেখতে।



১৩। তরমুজের মতন দেখতে Watermelon Tourmaline



১৪। Burmese Tourmaline



১৫। Realgar On Calcite



১৬। Cobalto Calcite - স্পঞ্জ বা শোলার মতন হালকা লাগলেও এটি আসলে ভারি পাথরখন্ড



১৭। Uvarovite



১৮। তিনটি পাথরের সমন্বয় - Fluorite, Quartz , Pyrite



১৯। Rhodochrosite - একেবারে পাকা পাথর। (রুপান্ত্রিত)



২০। Rhodochrosite - একই পাথর এখনও পাকেনি।



২১। Botswana Agate



২২। Alexandrite - মাংশের টুকরোর মতন লাগছে



২৩। এমোনাইট পাথর রুপান্তর হয়ে ওপাল হয়ে গেছে। Opalised Ammonite



২৪। Carnelian



২৫। এটা দেখতে লাগছে ফ্রেঞ্চ ফ্রাই , চিপ্স এর মতন।

---------- আমার ফেসবুক এখানে



বিষয়: বিবিধ

২৯২৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315514
১৭ এপ্রিল ২০১৫ রাত ১১:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুন্দর ছবিগুলির জন্য অনেক ধন্যবাদ্
315515
১৭ এপ্রিল ২০১৫ রাত ১১:১৮
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ফাতাবারকাল্লাহু আহসানুল খালিকীন।
315520
১৮ এপ্রিল ২০১৫ রাত ১২:০৭
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো লাগলো ডিজিটাল অদেখা জগত Good Luck Rose
315533
১৮ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৬
শেখের পোলা লিখেছেন : সুবহানাল্লাহ! অপূর্ব৷ ধন্যবাদ
315560
১৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:৫০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সুবহানাল্লাহ!
315580
১৮ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫৪
আবু জান্নাত লিখেছেন : মা শা আল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকীন।
315634
১৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
ছালসাবিল লিখেছেন : আল্লাহু আকবার! দারুন ওয়াও Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File