ছদ্মবেশী
লিখেছেন লিখেছেন মুসফিরা মারিয়াম ০১ ডিসেম্বর, ২০১৪, ০২:২১:৩৭ দুপুর
সবাই এখন ছদ্মবেশী,
হোক সে দালাল, কিংবা দেশী-
মুখোশ ঢাকা মানুষ এখন,
যায়না চেনা যখন-তখন।
দেশটা চালায় মূর্খ নেতা-
অলস জাতির ভণ্ড পিতা,
শিক্ষিতরা তেল মেরে যায়,
মজার সুখে পয়সা কামায়।
বিষয়: সাহিত্য
১১৮০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন