কাকের বাসায় কোকিলের ডিম!
লিখেছেন লিখেছেন অনীদ্র বাঙ্গালী ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৫:১০ সকাল
তাসলিমার স্বামী আজ বাসায় নাই, তোর মটর সাইকেলটা দে,
আজ রাতটা তাসলিমার কাছে কাটাব|
কি বলছিস খুলে বল?
বন্ধু শাহিন বললো, আজ তাসলিমাদের বাসায় কেও নেই, তাসলিমা ফোন দিয়ে যেতে বলেছে|
ওর খুব ইচ্ছা, আমার বাচ্ছা জন্ম দেবে|
আজ সন্ধায় বন্ধু শাহিন, আমার মটর সাইকেলের চাবি চাইলে,
আমি বললাম, কোথায় যাবি?
তখন শাহিন এই কথাগুলো বললো|
তাসলিমাকে আমি চিনি, শাহিনের সাথে রং নম্বরে পরিচয় হবার পর,
আমি আর শাহিন, জিয়া উদ্দানে তাসলিমার সাথে দেখা করেছিলাম|
তখন তাকে দেখে এমনটা ভাবতেও পারিনি, তাসলিমা নিজেকে অবিবাহিত এবং ঢাকা ভার্সিটির ছাত্রী পরিচয় দিয়েছিল|
আজ জানলাম ও ঢাকা ভার্সিটির ছাত্রী ঠিক, কিন্তু বিবাহিত|
মোবাইলে ওরা মাঝে মাঝে কথা বলতো|
কিন্তু তাই বলে, ঘড়ে নিজের স্বামী থাকতে অন্যকারো সন্তান নিজের গর্ভে জন্ম দেবে?
ছিঃ নারী তুমি এত খারাপ?
এ যেন কাকের বাসায়, কোকিলের ডিম!!!
বিষয়: বিবিধ
১৭২৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার স্বামী আবার অধিনায়ক । নামেও আবার টপঅর্ডারে । তার রান খরার কারণে দলেই ঠাঁই রাখা কঠিন হয়ে পড়েছে ।অধিনায়ক আছে বলেই রক্ষে ।
কিন্তু দলটাকে তো সন্মানজনক একটা রান করতে হবে !
তাই শাহিনের মত ইনফর্ম ব্যাটস্ম্যান দলে নেওয়া । শাহিনের ব্যাটের তান্ডবে স্বামী ব্যাট করার সুযোগ পেল না , ফলে সমালোচনাও এড়ানো গেল যদি গোল্লা মারতো ।
বাজে ফর্ম সত্ত্বেও স্বামী বেচারার অধিনায়কত্বও টিকে থাকলো শাহিনের বদৌলতে ।
মন্তব্য করতে লগইন করুন