থার্টি ফার্স্ট নাইট

লিখেছেন লিখেছেন অনীদ্র বাঙ্গালী ৩১ ডিসেম্বর, ২০১৩, ১১:২৪:৫৪ রাত

ছায়মার সাথে একটি রাত কাটাবে বলে কত ভেবেছে নাঈম, আজ সেই আঁশাটি নাঈমের পূর্ণ হবে|

ছায়মার কথা মনে হতেই নাঈমের মনটা আনন্দে নেচে উঠছে, কত দিন ভেবেছে, ছায়মার টুকটুকে লাল ঠোঁটে একটি চুমু দেবার কথা|

ছায়মার ভরা যৌবনে উত্তাল, সু'ঢৌল মাংসপিন্ড, ছুঁয়ে দেবার কল্পনায়, নাঈমের কত রাত কেটেছে নির্ঘুম|

ছায়মার গোলাপ রাঁঙ্গা মুখটিকে নিয়ে, কত কল্পনাই করেছে নাঈম|

আজ সেই কল্পনা বাস্তব হবে, নাঈম আজ আনন্দে আত্নহারা|

ছায়মা ও নাঈম, দু'জন একই কলেছে লেখাপড়া করে, প্রায় একবছর হলো নাঈম ও ছায়মার প্রেমের সম্পর্ক|

আজ থার্টি ফার্স্ট নাইটে, ওরা ঠিক করেছে নির্জন কোথাও দুজনে একত্রে কিছু সময় কাটাবে|

নাঈম আবাসিক হোটেল বুকিং করার ইচ্ছা করলে, তাতে সায় দিয়েছিল ছায়মা, কিন্তু রাজধানীর সব হোটেলের বুকিং হয়ে গেছে, কোন রুমই অবশিষ্ট নেই|

উপায়ন্তর না পেয়ে, নাঈম তার ঘনিষ্ট বন্ধু কামরুল কে ফোন দিয়ে, ওর ম্যাচে ছায়মাকে নিয়ে যেতে চাইলে, কামরুল রাজি হয়|

রাত ৮টার দিকে, ছায়মাকে নিয়ে কামরুলের ম্যাচে যায় নাঈম|

ওদেরকে ম্যাচে অন্তঃরঙ্গ হবার সুযোগ দিতে, ছায়মা ও নাঈমকে রুমে রেখে বাহিরে আসে কামরুল|

তার কিছুহ্মণ পর, পরিকল্পনা মত কামরুল তার কিছু বন্ধুকে সাথে নিয়ে, নাঈমকে আঁটকে রেখে, পালাক্রমে ধর্ষণ করতে থাকে ছায়মাকে|

নাঈম ও ছায়মার শেষ পর্যন্ত কি হবে, তা আমরা জানি না, কিন্তু এরকম হাজারো কল্পনার বাস্তব ঘটনার মধ্য দিয়েই উজ্জাপিত হয়,

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File