হেফাজত! তুমি জাগবে কবে?

লিখেছেন লিখেছেন অনীদ্র বাঙ্গালী ১৭ জানুয়ারি, ২০১৪, ০৮:০৬:৪৩ সকাল

হেফাজতের জন্য বন্ধ হল দিগন্ত এবং ইসলামিক টিভি, আমার দেশ পত্রিকাটাও একই কারণে বন্ধ,

সেই সূত্রেই মাহমুদুর রহমান এবং হেফাজতের পহ্ম নেয়ায় মানবাধিকারের সংগঠন অধিকারের আদিলুর গ্রেফতার|

হেফাজতের জনই শতশত প্রাণ অকালে ঝরে গেল শাপলা চত্বরে!

আজ এই হেফাজতের পহ্মে থাকার অভিযোগে, সীলগালা করা হল ইসলামের ঝান্ডাবাহী দৈনিক ইনকিলাব কে|

অথচ হেফাজত কি সুন্দর ভাবে গভীর ঘুমে অচেতন, যেন এ ঘুম আসহাবে কাহাফের যা, কিয়ামতের আগে আর ভাঙ্গবে না.......

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163496
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪২
সাঈদ রাহমানী লিখেছেন : শাপলায় হেফাজত নিয়ে সপ্নের সলিল সমাধি রচিত হয়েছে। হেফাজত এখন শুধুই এক ইতিহাস।
163517
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
হতভাগা লিখেছেন : হেফাজত এখন নিজেদের হেফাজত নিয়েই ব্যস্ত ।

আর যদি আপনারা তাদের নেতাদের জন্য একটা করে কপ্টার পাঠানোর ব্যবস্থা করেন তখন না হয় বিবেচনা করা যেতে পারে ।

শাহবাগীয়ানদের মত উনারা তো আর ইয়াং না যে গ্রামকে গ্রাম দাপিয়ে বেড়াবে । আজও নাকি কোথায় বসতেছে সংখ্যা লঘু নির্যাতনের প্রতিবাদে ।
163630
১৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
চিরবিদ্রোহী লিখেছেন : ১৪কোটি মানুষকে স্বপ্ন দেখিয়ে, নিজেদের অব্যবস্থাপনা, অদূরদর্শীতার কারণে সে স্বপ্নে সমাধি রচনা করে, ওনারা এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের পথ আরো কন্টকময় করে দিয়েছে। এজণ্যেই বলা হয়, তুমি যেটার যোগ্য না, সে কাজ একা করতে যেও না
164738
২০ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:১৫
অনীদ্র বাঙ্গালী লিখেছেন : চির বিদ্রহী ভাইয়ের মন্তব্যটাই যথার্থ, এদের কারনেই আজ ইসলামী আন্দলোন কঠিন হয়ে পড়েছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File