কিছু ছবি আপনার ভাল লাগতেই পারে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৫ জুন, ২০১৪, ১২:৪৬:০৫ দুপুর
০১।
দেশের সবাই তো ভাবে প্রবাস মানেই সুখ.আর এই হলো আমাদের প্রবাসীদের সুখের নীড়,,,,
০২।
০৩।
০৪।
০৫।
০৬।
০৭।
০৮।
০৯।
১০।
১১।
এই দৃশ্যটা দেখার ইচ্ছে প্রবল ছিল,
১২।
যেথানে থাকুন নামাজের সাথেই থাকুন
১৩।
আমি কিন্তু ব্রাজিলের সমর্থক নই
১৪।
১৫।
প্রভুর কী অপুর্ব সৃষ্টি!
১৬।
কেউ যদি আমাকে ১০০০ টাকা দিয়ে বলে এই নেইল কাটার দিয়ে নখ কাটতে তবুও আমি কাটবোনা।
১৭।
ঠিক দেখতে মেয়েদের হাতের মতো এটা।
১৮।
১৯।
পিরোজপুরের একজন অটোরিকশাচালক
তৈরি করছেন হেলিকপ্টার।
২০।
২১।
বাংলাদেশের এই টীম খেলবে ব্রাজিলের বিপক্ষে
২২।
২৩।
২৪।
২৯।
৩০।
৩১।
৩২
৩৩।
৩৪।
৩৫।
৩৬।
পৃথিবীর লম্বা এবং ছোট মানুষ
৩৭।
যেখানে থাকুন সেখানে নামাজের সাথে থাকুন
(বি:দ্র: অফিসের কাজের বেশি চাপের কারনে ইদানিং প্রতিদিন পোষ্ট করতে পারছিনা, তাই সপ্তাহে দুই দিন বেশি বেশি ছবি দিয়ে পোষ্ট দিতে হচ্ছে, তাছাড়া ছবির পরিচয়ও তেমন দিতে পারতেছিনা সময়ের অভাবে,)
বিষয়: বিবিধ
৫৫৯৬ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগল । ধন্যবাদ ভাইয়া ।আমার ব্লগে নেমন্তন-
স্বাগতম হে মেহমান ।স্বাগতম ।
তাও ভালো , বাথরুমে থাকে নাই ।
পয়সা বাঁচানোর জন্য কত নিচেই না নামে আমাদের প্রবাসীরা !
অথচ এরা দেশে কি কখনও নিজেদের বাথরুমে শুতো ?
১৯.
এই হেলিকপ্টার কি উড়ে ? নাকি নজর কাড়তে খামাখা এটা বানিয়েছে ?
২১.
কোন দল ১১-০ গোলে হারলে নাকি তাদের জার্সি খুলে ফেলতে হয় । এখানে তো দেখা যায় ৪৪-০ গোলের হারছে ( জার্সি + গেন্জি+ শর্টস্ + আন্ডারওয়ার)।
আসলেই, ব্রাজিলের সাথে খেলতে গেলে বাংলাদেশ ফুটবল দলের এই অবস্থাই হবে ।
২২.
Watar এর বাংলা কি ?
৩০. হাত দিয়ে গোল দেবার ব্যাপারে ম্যারাডোনার যুক্তি ছিল -
''চোরের কাছ থেকে কিছু চুরি করে নিলে সেটা অন্যায় হয় না ।''
কারণ ১৯৮২ তে বৃটেন আর্জেন্টিনার একেবারে কূল ঘেষে আর্জেন্টিনারই একটা দ্বীপ (আমাদের সেন্ট মার্টিনের মত) ফকল্যান্ড দখল করে নেয় ।
সেই ম্যাচের সময় এই ঘটনা খুব প্রাধান্য পেয়েছিল।
৩৭.
পাগড়ি পড়া ভাইটিকে ইমামতি না করে কলার উচানো ভাইটিকে কেন ইমামতি করতে দেওয়া হল ?
প্রবাসীরা টাকা বাচানোর জন্য সব কিছুই করতে পারে, সেটা তাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য,
সেখানে অনেক আলালের ঘরের দোলাল লইট্টা মাছ বিক্রি করে আর এখানে এসে টাই সুট , চোখে চশমা লাগিয়ে রাজার হালতে ঘুরে পিরে,
এই সব কিছু একটু সুখ পাওয়ার আশায় বিদেশে কষ্ট গুলো করে থাকে।
০২।
হ্যা সেটা অবশ্যই আকাশে উড়ে,
এখানে বিশেষত উড়ানোর ক্ষমতাই আসল, উপরের খোলসের তেমন শক্তি নাই,
উপরের খোলস যেই কেউ বানাতে সক্ষম মাগার উড়ানোর শক্তিটা কেউ দেখাতে পারতেছে বলে মনে হয়না, ,যেভাবে অটোরিক্সাচালক দেখায়েছে
০৪।
বানানটা একটু ভুল হয়ে গেছে ক্ষমা প্রার্থী
পাগড়ী আর পান্জাবীতে আসল হুজুর হয়না,
আসল হুজুর হলো যারা নামাজের বিষয়ে জ্ঞান রাখেন, হয়তো যে মানুষটা ইমাম হয়েছে সেটা নামাজ কর্মে বেশী জ্ঞান রাখেন
আর যে পান্জাবী পাগড়ী পড়েছেন সে নামাজ বিষয়ে তেমন জ্ঞান রাখেন না,
যেমন আমি পন্জাবী পড়িনা,
শার্ট, পড়ি,
আর আমার ভাই পন্জাবী পড়ে,
নামাজের যায়গা দাড়ালে আমাকেই নামাজ পড়াতে হয়
হতভাগা ভাইয়ার নাম আর ছবি কমেন্টের সাথে একেবারে যায় না ।
৩৭নং এ
আমারই মনে হয় ভুল আপনাকে জিনিসটা বুঝাতে পারি নাই ।
৪ জনের মধ্যে ইমামের পোশাকই তুলনামূলকভাবে অপরিষ্কার এবং সে কলার উঁচু করে রেখেছে ।
এগুলো নিয়ে কি ইমামতি ঠিক আছে ?
৩৭নং এ
আমারই মনে হয় ভুল আপনাকে জিনিসটা বুঝাতে পারি নাই ।
৪ জনের মধ্যে ইমামের পোশাকই তুলনামূলকভাবে অপরিষ্কার এবং সে কলার উঁচু করে রেখেছে ।
এগুলো নিয়ে কি ইমামতি ঠিক আছে ?
সমাজের কিংবা মসজিদের ক্ষেত্রে যারা নিয়মিত নামাজ পড়ায়
তবে কোথাও গেলে কিংবা মাঠের আশে পাশে মসজিদ না থাকে তাহলে দুই জন ব্যক্তির মধ্যে যেই আদর্শিক বা বয়সের দিক দিয়ে যে বড় বা জ্ঞানের দিক দিয়ে ভাল সেই নামাজ পড়াবে, তবে এই খানের ছবিটার ব্যপারে
একটি কথা থেকেই যায় সেটা হলো হয়তো পাগড়ীপরা ছেলেটি পরে নামাজে যোগ দিয়েছে কিংবা বয়সে ছোট, নাবালক।
৩৪> আপনের বাড়ির ছাগল না?
সব গুলোই ভাল লেগেছে।
মাইনষে খাওয়ার জন্য দই আর টমেটো পায়না আপনি মুখে মাখতে কন।
টাকা থাকলে দই আর টমেটোর দাম বেশি না
আমরাই করবো জয় একদিন . . .
আর্জেন্টিনা?
নাকি ব্রা জিলের সাথে?
মন্তব্য করতে লগইন করুন