ভালবাসার রং নেই......
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১৫ এপ্রিল, ২০১৪, ০৮:১৮:৫৫ সকাল
ভালোবাসার রং নেই. . .
নেই কোন গন্ধ. . .
তবুও মানুষ
ভালোবেসে হয় কেন অন্ধ!! . . .
ভালোবাসার সীমা নেই. . .
নেই কোন ভাষা. . .
তবু কেন করে
মানুষ ভালোবাসার আশা !! . . .
বিষয়: বিবিধ
২০১১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গন্ধ আছে কিন্তু দূর্গন্ধ
ভাষা আছে কিন্তু কর্কষ,
গত পোষ্ট আমার একটি ছবি দিছিলাম
সে ছবিতে কাছে আসলে এক রকম দুর থেকে দেখলে আরেক রকম,
টিক ভালবাসার রঙ্গও এই রকম আরকি!
ভালবাসার এমনই গুন
মনের ভেতর লাগে ফাগুন
রাঙিয়ে ভূবন ভালবাসায়
সবকিছুই জয় করা যায়।
০
ভালবাসায় কষ্ট এলে
চুপসে যেতে কে বলে?
ভালবাসায় পাওয়ায় নয়
দেওয়াতেই সুখ এই যেন হয়।
হয়তো এখনো ছ্যাকা টেকা খান নাই,
ছ্যাক খাইলে বুঝবেন কত ধানে কত চাল,
দুটোই এক
কারন মেয়েরা কাকে ভাল বাসে ?
যার একটি বড় দালান কোটা কিংবা ভালো বাসা আছে
মন্তব্য করতে লগইন করুন