কিছু ছবি আপনার ভাল লাগতেও পার-৩৪
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১১ এপ্রিল, ২০১৪, ০২:৪০:১২ দুপুর
০১।
দুই জন রাশিয়ানের তোলা একটি crazy Selfie
স্থানঃ দুবাই
০২।
০৩।
চোখের পাতা বন্ধ করার পর হাত দিয়ে চোখ চেপে ধরলে আমরা যেই আলো দেখতে পাই তার নাম- Phosphenes
০৪।
অবিশ্বাস্য !!! ছবির এই মানুষটি নিজের নাক কামড়াতে পারে !!
(এটা আমার কর্তৃক সোনার বাংলা ব্লগে পোষ্টকৃত ছবি)
০৫।
নাক এবং ঠোঁটের মধ্যবর্তী অংশের নাম- Philtrum
০৬।
০৭।
০৮।
০৯।
১০।
(তবে এই পরীক্ষাটা আপনি করতে যায়েন না আবার)
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
এই ১০ মাস বয়সী শিশুটির বাঁচার জন্য যে অপারেশনের প্রয়োজন, তার টাকা বাবা-মা যোগার করতে পারছিল না। পরে বিশ্ব বিখ্যাত ফুটবলার 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো' বরাবর তারা একটি আবেদন করে রোনাল্ডো যেন তার নিজের সাইন করা এক জোড়া বুট এবং টি-শার্ট তাদেরকে দেয়, যেন তারা তা বিক্রি করে অপারেশনের টাকা যোগার করতে পারে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুধু নিজের সাইন করা এক জোড়া বুট এবং টি-শার্ট ই দেয়নি, সাথে অপারেশন করার জন্য ৮৩,০০০ ইউরো-ও দিয়েছিল
বিষয়: বিবিধ
১৪৬৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উত্তর কোরিয়া এই কাজটা যে ভাল করেছে তাতে সন্দেহ নাই। আর পাথরগুলির ছবিতে ক্যাপশন মিস হয়েছে।
আজ অফিসে তো সে জন্যই ব্লগে বসে পড়লাম সাধারনত শুক্রবারে বসা হয়না
আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য,
আমি চাই যেন আপনি আমার বাড়ীতে প্রতিদিনই আসেন,
আপনাকে স্বাগতম
এবং বৈশাখের আগাম শুভেচ্ছা
মন্তব্য করতে লগইন করুন