বাঘের মেউ মেউ শুনেছে বিশ্ব!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ৩১ মার্চ, ২০১৪, ১১:২১:৫১ সকাল
বাঘের মেউ মেউ শুনেছে বিশ্ব!
আমাদের বাঘ শাকিব আল হাসান যখন বল মারতে যায় তখন হয়ত বউয়ের কথা মনে পড়ে, মনে পড়লে ত মন খারাপ হবেই, এত সুন্দর বউকে একা ঘরে রেখে মাঠে খেলা করা মন খারাপ হোয়া ত স্বভাবিক,
ত বলটা কোন দিক থেকে আসতেছে এমনকি সে মাঠে কী জন্য আসছে তাও ভুলে যায়,
আবার মাঝে মধ্যে দেখি থতমত হয়ে বল একটা পাছার ঝোর দিয়ে মারলেও বলটা কেউ না ধরলেও মাঠেই গরাগরি খেয়ে আটকে যায়,
আচ্ছা যারা চার ছক্কা মারে তারা কী খায়?
আমাদের বাঘেরা কি বেজাল টেজাল খায় নাকি আমাদের মতো?
নাকি রয়েল টাইগারদের মতো দেখার কেউ নেই।
সাংবাদিক ভাইয়েরা তাদের সামনে অনেক ঢুল পেটায় বাঘের গর্জন বের করার জন্য, কিন্তু বরাবরই বের হয় মেউ মেউ।
বাংলা লিংকের একটা বিজ্ঞাপন ইদানিং বেশ দেখতাছি,
দুই বাঘ এক সাথে--
একদিকে আমাদের রয়েল টাইগার, অন্যদিকে আমাদের গর্জনহীন সাকিব টাইগার।
একজন মানুষ অন্যজন বনের বাঘ, দুইজনকে একই উপাধি দিলেও এরা কোন দিন একসাথে থাকতে পারবেনা, এমনকি নামের বেলাও, বনের বাঘ হলো আসল বাঘ তার নামের আগে আছে রয়েল আর আমাদের মাঠে যারা মানসিক যন্ত্রনা কিংবা ঘরের বউয়ের বিরহ যাতনা কাতর হয়ে নামে তাদের আগে কিন্তু রয়েল নেই, আচ্ছা রয়েল অর্থ কি?
আমাদের গর্জনহীন আনরয়েল টাইগারদের ধরে ধরে রয়েল টাইগারদের খাচায় ঢুকা হোক, তাদের এক সাথে একই থালায় একই খাচায় ভাত মাংস দেয়া হোক, তাদের সাথে মিশুক, জানুক , রয়েল টাইগারদের ধর্ম কি?
কিংবা যারা বিয়ে টিয়ে করছে তাদের বউকে সহ খেলার মাঠে তাদের পাশে থাকার অনুমতি দেয়া হোক,
কিংবা হংকংয়ের কোন জঙ্গল থেকে স্ব-পরিবার থেকে এখনই ঘুরে আসার জন্য ছুটি দেয়া হোক, যদি তাও কাজ না হয় তাহলে
সরকারের কাছে বিনীত অনুরুধ অবিবাহিত লোকদের দলে নিয়োগ দেয়ার জন্য, যারা প্রেম ট্রেম করবেনা
বিষয়: বিবিধ
১৬১৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু নাটের গুরু সবচেয়ে বড় ফাজিল ইন্ডিয়া এখনো টিকিয়া আছে। এটি দুঃখের বিষয় বটে।
আর বাংলাদেশ এর কথা নতুন করে কি বলবো? দীর্ঘশ্বাস আর হতাশা ছাড়া কি আর কিছু আছে? আগেই বলেছিলাম তিন বিশ্ব ফাজিলের ফাইজলামি প্রস্তাব Future Tour Program(FTP) বাতিল এ সাড়া দিয়ে বাংলাদেশ এর ক্রিকেট কর্তারা ক্রিকেটকে ধ্বংসের মুখেই ঠেলে দিয়েছেন। ভবিষ্যত ক্যারিয়ার এর চিন্তায় খেলোয়াড়দের নৈপূণ্যে নেতিবাচক প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। ঘটেছেও তাই। মূল পর্বে ইতিমধ্যে শতভাগ পরাজয়(তিনটিতে 3 হার, একটি ম্যাচ বাকি) ঘটেছে। আগাম বলে রাখলাম, আগামী দুই বছর পর দেখবেন- জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, কানাডা, আফগানিস্তান এসব দলের সাথেই নিয়মিত খেলছে বাংলাদেশ। র্যাংকিং এর শীর্ষস্থানের দলগুলো বাংলাদেশকে আর সহজে আমন্ত্রণ জানাবেনা। FTP বাতিল হওয়ায় তাদের কোনো বাধ্যবাধকতাও নেই। এখন বিশ্বক্রিকেট পুরোটাই হয়ে যাবে বাণিজ্য নির্ভর। এ বাণিজ্যের কারণেই, বেশি স্পন্সর বেশি বেশি ডলার এসব চিন্তা হতে বড় দলগুলো শুধু বড় দলগুলোর সাথেই খেলবে। বাংলাদেশ কে আমন্ত্রণ জানানোর ঠেকা কোথায় তাদের?
তবে আমার স্ত্রীর একান্ত অনুগ্রহে গত একটা বাংলাদেশের খেলা দেখেছিলাম কিন্তু একি কান্ড বাংলার বাঘ সাকিব আল হাসান বেট ধরতেই আউট, এইটা কোন খেলা হল, ধূত আর খেলা দেখার চেষ্টাও করবোনা, বুঝতেও চেষ্চা করবোনা,
এই অহেতুক খেলায় না মজিয়া আমার নিজের ব্যবসায় মন দিলে আমার পটেকে কিছু টাকা ঢুকলে মন্দ কি?
বনের বাঘ এসে কি আমার খাদ্য যোজাইব ?
যেন একেকটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধে
বাংলাদেশের হার ....
জানিনা সেই চেতনাবাজরা কিভাবে নেবে...
জবাব চাই,
কেন ১৯৭১ এর সাথে এই খেলাকে জড়ান হল ?
এখন কোথায় তার স্বাধীনতার চেতনা!
কবি রফিক আজাদের ভাষায়:-
"জবাব দে, শালী হারামজাদী(!)
নাইলে .... খাব"
১৯৭৪ এর দুর্ভিক্ষের সময় কবি রফিক আজাদ লিখেছিলেন শেখ মুজিবের উদ্দেশ্যে
"ভাত দে, শালা হারামজাদা(!)
নাইলে মানচিত্র খাব"
সব ক্ষেত্রে ১৯৭১ দেখি,
পাকিস্তান নাম দেখলেই ১৯৭১
পা দেখলেই ৭১
প দেখলেই ১ মানে যুদ্ধ
আসলে পিছনের দিকে না গিয়ে যদি সামনের দিকে যাওয়া যেত তাহলে কতইনা উন্নতি হত এই দেশ!
কে স্বাধীনতার ঘোষক? কে প্রথম রাষ্ট্রপতি? কে প্রথম হিমালয় আরোহী? ইত্যাদিতে বাংলাদেশিরা মারপিটের মধ্যে আছে
তাই ওনা কাছে ক্ষমা প্রার্থী
তার বক্তব্যটি ছিল
বাংলাদেশ ক্রিকেট দলের জয় আসবে সেইদিন যে দিন তারা কাদের মোল্লার পরিবারের লোকদের কাছ থেকে ক্ষমা চাইবে। কারণ তারা শাহবাগে গিয়ে কাদের মোল্লার ফাঁসি চাইছে....
আর যে দেশের সরকার অবৈধ, সে অবৈধ সরকারের আমালে জয় আসতে পারে বলে আমি মনে করি না। বারবার শুধুই হারতেই থাকবে..... ;
উপরের কেউ আত্মীয় টাত্মীয় আছেনি?
মুশফিক সেটা আবার কেডা? তাকে কে ঢুকাইছে?
সাকিব কার হাতের তালু ধরে জাতীয় বাঘে খাচায় ঢুকছে ?
দূর্নীতির কারনেই এরা সবাই ঘাস লতাপাতা খেয়ে অলস সময় পার করে খেলাতে নামে,
কোন বাঘই নিজের যোগ্যতাই খাচায় ঢুকে নাই,
তার একটাই উদ্দেশ্য কেলোয়াড় হলে সুন্দর একটা বউ পাবে, তার পর সুন্দরী বউ কাকে বলে?
আমাদের গ্রামে অনেক বাচ্চা শাকিব থেকেও ভাল বল কেচ খাইতে পারে, এবং বল পিটাইতে পারে
আপনার কাছ থেকে বাঘের ব্যপারে কিছু শুনতে আশা করেছিলাম
কিছু বললাম। না বুঝলে আওয়াজ দেবেন।
ঠিক আমাদের বাঘের দলের চিত্রখানিই তুলে ধরেছেন একটি ছবিতে
অর্থ, খ্যাতি, মোহ, স্বজনপ্রীতি, দুর্নীতি একটি দলকে কোথায় নিয়ে যায়, আমরা তাই দেখতে পাচ্ছি।
মন্তব্য করতে লগইন করুন