বাঘের মেউ মেউ শুনেছে বিশ্ব!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ৩১ মার্চ, ২০১৪, ১১:২১:৫১ সকাল



বাঘের মেউ মেউ শুনেছে বিশ্ব!

আমাদের বাঘ শাকিব আল হাসান যখন বল মারতে যায় তখন হয়ত বউয়ের কথা মনে পড়ে, মনে পড়লে ত মন খারাপ হবেই, এত সুন্দর বউকে একা ঘরে রেখে মাঠে খেলা করা মন খারাপ হোয়া ত স্বভাবিক,

ত বলটা কোন দিক থেকে আসতেছে এমনকি সে মাঠে কী জন্য আসছে তাও ভুলে যায়,

আবার মাঝে মধ্যে দেখি থতমত হয়ে বল একটা পাছার ঝোর দিয়ে মারলেও বলটা কেউ না ধরলেও মাঠেই গরাগরি খেয়ে আটকে যায়,

আচ্ছা যারা চার ছক্কা মারে তারা কী খায়?

আমাদের বাঘেরা কি বেজাল টেজাল খায় নাকি আমাদের মতো?

নাকি রয়েল টাইগারদের মতো দেখার কেউ নেই।

সাংবাদিক ভাইয়েরা তাদের সামনে অনেক ঢুল পেটায় বাঘের গর্জন বের করার জন্য, কিন্তু বরাবরই বের হয় মেউ মেউ।



বাংলা লিংকের একটা বিজ্ঞাপন ইদানিং বেশ দেখতাছি,

দুই বাঘ এক সাথে--

একদিকে আমাদের রয়েল টাইগার, অন্যদিকে আমাদের গর্জনহীন সাকিব টাইগার।

একজন মানুষ অন্যজন বনের বাঘ, দুইজনকে একই উপাধি দিলেও এরা কোন দিন একসাথে থাকতে পারবেনা, এমনকি নামের বেলাও, বনের বাঘ হলো আসল বাঘ তার নামের আগে আছে রয়েল আর আমাদের মাঠে যারা মানসিক যন্ত্রনা কিংবা ঘরের বউয়ের বিরহ যাতনা কাতর হয়ে নামে তাদের আগে কিন্তু রয়েল নেই, আচ্ছা রয়েল অর্থ কি?

আমাদের গর্জনহীন আনরয়েল টাইগারদের ধরে ধরে রয়েল টাইগারদের খাচায় ঢুকা হোক, তাদের এক সাথে একই থালায় একই খাচায় ভাত মাংস দেয়া হোক, তাদের সাথে মিশুক, জানুক , রয়েল টাইগারদের ধর্ম কি?

কিংবা যারা বিয়ে টিয়ে করছে তাদের বউকে সহ খেলার মাঠে তাদের পাশে থাকার অনুমতি দেয়া হোক,

কিংবা হংকংয়ের কোন জঙ্গল থেকে স্ব-পরিবার থেকে এখনই ঘুরে আসার জন্য ছুটি দেয়া হোক, যদি তাও কাজ না হয় তাহলে

সরকারের কাছে বিনীত অনুরুধ অবিবাহিত লোকদের দলে নিয়োগ দেয়ার জন্য, যারা প্রেম ট্রেম করবেনা

বিষয়: বিবিধ

১৬১৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200677
৩১ মার্চ ২০১৪ সকাল ১১:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : World T-20 হতে ক্রিকেট এর তিন বিশ্ব ফাজিল এর মধ্যে দুটির(অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড) বিদায় নিশ্চিত হল। এ ঘটনায় আমি যারপরনাই আনন্দিত। যারা নিজেদের র‌্যাংকিং অবনমন হবেনা বলেও প্রস্তাব পাশ করতে চেয়েছিল তারা প্রথম পর্ব হতেই বিদায়। দারূণ ব্যাপার বটে!

কিন্তু নাটের গুরু সবচেয়ে বড় ফাজিল ইন্ডিয়া এখনো টিকিয়া আছে। এটি দুঃখের বিষয় বটে।

আর বাংলাদেশ এর কথা নতুন করে কি বলবো? দীর্ঘশ্বাস আর হতাশা ছাড়া কি আর কিছু আছে? আগেই বলেছিলাম তিন বিশ্ব ফাজিলের ফাইজলামি প্রস্তাব Future Tour Program(FTP) বাতিল এ সাড়া দিয়ে বাংলাদেশ এর ক্রিকেট কর্তারা ক্রিকেটকে ধ্বংসের মুখেই ঠেলে দিয়েছেন। ভবিষ্যত ক্যারিয়ার এর চিন্তায় খেলোয়াড়দের নৈপূণ্যে নেতিবাচক প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। ঘটেছেও তাই। মূল পর্বে ইতিমধ্যে শতভাগ পরাজয়(তিনটিতে 3 হার, একটি ম্যাচ বাকি) ঘটেছে। আগাম বলে রাখলাম, আগামী দুই বছর পর দেখবেন- জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, কানাডা, আফগানিস্তান এসব দলের সাথেই নিয়মিত খেলছে বাংলাদেশ। র‌্যাংকিং এর শীর্ষস্থানের দলগুলো বাংলাদেশকে আর সহজে আমন্ত্রণ জানাবেনা। FTP বাতিল হওয়ায় তাদের কোনো বাধ্যবাধকতাও নেই। এখন বিশ্বক্রিকেট পুরোটাই হয়ে যাবে বাণিজ্য নির্ভর। এ বাণিজ্যের কারণেই, বেশি স্পন্সর বেশি বেশি ডলার এসব চিন্তা হতে বড় দলগুলো শুধু বড় দলগুলোর সাথেই খেলবে। বাংলাদেশ কে আমন্ত্রণ জানানোর ঠেকা কোথায় তাদের?
৩১ মার্চ ২০১৪ সকাল ১১:৪৯
150427
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বিশ্বাস করবেন কিনা জানিনা, আমি ক্রিকেট খেলা দেখিনা, বুঝিওনা, যে দেখে তাকেও তেমন ভালবাসিনা,
তবে আমার স্ত্রীর একান্ত অনুগ্রহে গত একটা বাংলাদেশের খেলা দেখেছিলাম কিন্তু একি কান্ড বাংলার বাঘ সাকিব আল হাসান বেট ধরতেই আউট, এইটা কোন খেলা হল, ধূত আর খেলা দেখার চেষ্টাও করবোনা, বুঝতেও চেষ্চা করবোনা,
এই অহেতুক খেলায় না মজিয়া আমার নিজের ব্যবসায় মন দিলে আমার পটেকে কিছু টাকা ঢুকলে মন্দ কি?
বনের বাঘ এসে কি আমার খাদ্য যোজাইব ?
200683
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:০০
ঘাড় তেড়া লিখেছেন : পাকিস্তানের কাছে একেকটি হার
যেন একেকটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধে
বাংলাদেশের হার ....

জানিনা সেই চেতনাবাজরা কিভাবে নেবে...

জবাব চাই,
কেন ১৯৭১ এর সাথে এই খেলাকে জড়ান হল ?
এখন কোথায় তার স্বাধীনতার চেতনা!

কবি রফিক আজাদের ভাষায়:-

"জবাব দে, শালী হারামজাদী(!)
নাইলে .... খাব"

১৯৭৪ এর দুর্ভিক্ষের সময় কবি রফিক আজাদ লিখেছিলেন শেখ মুজিবের উদ্দেশ্যে

"ভাত দে, শালা হারামজাদা(!)
নাইলে মানচিত্র খাব"
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:০৮
150431
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমরা খুবই হুজুগে জাতি,
সব ক্ষেত্রে ১৯৭১ দেখি,
পাকিস্তান নাম দেখলেই ১৯৭১
পা দেখলেই ৭১
প দেখলেই ১ মানে যুদ্ধ
আসলে পিছনের দিকে না গিয়ে যদি সামনের দিকে যাওয়া যেত তাহলে কতইনা উন্নতি হত এই দেশ!
কে স্বাধীনতার ঘোষক? কে প্রথম রাষ্ট্রপতি? কে প্রথম হিমালয় আরোহী? ইত্যাদিতে বাংলাদেশিরা মারপিটের মধ্যে আছে
200694
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:২২
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : egypt12 এর মন্তব্যটি ভুলক্রমে মুছা গিয়েছে
তাই ওনা কাছে ক্ষমা প্রার্থী
তার বক্তব্যটি ছিল
তাদের শক্তি কি ক্ষয় হয়ে যাচ্ছে ?
200695
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:২৩
Sada Kalo Mon লিখেছেন : ভাই অবিবাহিত আমি আছি... সরকার চাইলে জয়েন দিতে পারি!!
বাংলাদেশ ক্রিকেট দলের জয় আসবে সেইদিন যে দিন তারা কাদের মোল্লার পরিবারের লোকদের কাছ থেকে ক্ষমা চাইবে। কারণ তারা শাহবাগে গিয়ে কাদের মোল্লার ফাঁসি চাইছে....
আর যে দেশের সরকার অবৈধ, সে অবৈধ সরকারের আমালে জয় আসতে পারে বলে আমি মনে করি না। বারবার শুধুই হারতেই থাকবে..... Hot ;Winking
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩২
150445
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনি অবিবাহিত হতে পারেন কিন্তু আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারেন যে আপনি বিয়ের আগে দুই চারটে মেয়ের সাথে প্রেম ট্রেম করেননি? প্রেম কিন্তু বিয়ে থেকেও ভয়ংকর, আমাদের বাঘের বাহিনী কিন্তু এইখানেই ধরা খাচ্ছে সব সময়, সবাই কম বেশি হতাশ আর মানসিক যন্ত্রনায় ভুগতেছে
৩১ মার্চ ২০১৪ দুপুর ০১:১৪
150463
Sada Kalo Mon লিখেছেন : হ ভাই বুকে হাত দিয়া বলতাছি- আমি কোন মাইয়া মানুষের সাথে প্রেম নামক নষ্টামী করিনি! বাংলার বাঘদের হারার পিছনে বউটা মূল বিষয় না, অবৈধ সরকারটাই মূল বিষয়!Rolling on the Floor Rolling on the Floor <:-P Tongue
৩১ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৩
150468
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনি হয়ত জেনে থাকবেন বাংলার গর্জনহীন বাঘদের পুরাটাই স্বজনপ্রীতিতে ভরা, তামিম এটা আবার কেডা?
উপরের কেউ আত্মীয় টাত্মীয় আছেনি?
মুশফিক সেটা আবার কেডা? তাকে কে ঢুকাইছে?
সাকিব কার হাতের তালু ধরে জাতীয় বাঘে খাচায় ঢুকছে ?
দূর্নীতির কারনেই এরা সবাই ঘাস লতাপাতা খেয়ে অলস সময় পার করে খেলাতে নামে,
কোন বাঘই নিজের যোগ্যতাই খাচায় ঢুকে নাই,
তার একটাই উদ্দেশ্য কেলোয়াড় হলে সুন্দর একটা বউ পাবে, তার পর সুন্দরী বউ কাকে বলে?
৩১ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৮
150470
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন :

আমাদের গ্রামে অনেক বাচ্চা শাকিব থেকেও ভাল বল কেচ খাইতে পারে, এবং বল পিটাইতে পারে
200741
৩১ মার্চ ২০১৪ দুপুর ০১:১৮
৩১ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৫
150469
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপা কিছু একটা বললে ভাল হত, শুধু শুধু হেসে গড়াগড়ি খেলে আমরা কিছু শেখতে পারবোনা আপনার কাছ থেকে,
আপনার কাছ থেকে বাঘের ব্যপারে কিছু শুনতে আশা করেছিলাম
200800
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:২২
সুমাইয়া হাবীবা লিখেছেন :

কিছু বললাম। না বুঝলে আওয়াজ দেবেন।
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৫
150513
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : না বুঝার কি আছে?
ঠিক আমাদের বাঘের দলের চিত্রখানিই তুলে ধরেছেন একটি ছবিতে
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪১
150518
সুমাইয়া হাবীবা লিখেছেন : জ্বি! সারাদিন ফেসওয়াশ আর ক্রিম নিয়া ব্যস্ত থাকলে যা হয় আর কি! আয়নায় বইসা নিজেরে বাঘ ক্যান সিংহও মনে হয়!Frustrated Frustrated
200803
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৭
বেদনা মধুর লিখেছেন : সাকিবের বউটা আসলেই সুন্দর। লীগের আমলে এরকম বউ ঘরে রেখে কেও বাইরে থাকতে পারবে না এই কথা সবার মত সাকিবও জানে। তাই তার মত পড়ে থাকে বাড়িতে। ধর্ষণের চেঞ্চুরি করলে যে দলে পুরস্কার দেয়া হয় সেই দল ক্ষমতায় থাকলে কেও বউ ঘরে রেখে বাইরে খেলতে গেলে টেনশান তো হবেই। জয় বাংলা বলে আগে বাড়ো ধর্ষণের চেঞ্চুরি করো।
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৫
150512
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : এতক্ষনে আমার মনের কথা বুঝতে পারছেন,
200966
৩১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
মাটিরলাঠি লিখেছেন : চাচা, ভাতিজা, ভায়েরার দল, একজন মাখে স্নো (ফেসওয়াশ, ক্রিম), আরেকজন খায় টিফিন বিস্কুট, চেতনা নিয়া ব্যস্ত ইত্যাদি, ইত্যাদি - সুতরাং আর কি আশা করতে পারেন?

অর্থ, খ্যাতি, মোহ, স্বজনপ্রীতি, দুর্নীতি একটি দলকে কোথায় নিয়ে যায়, আমরা তাই দেখতে পাচ্ছি।



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File