*---------*»বউ এর রচনা«*---------*
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ৩০ মার্চ, ২০১৪, ০৮:১৪:৩৬ সকাল
বউ একটি গৃহপালিত প্রানী এরা গিন্নী নামেও পরিচিত
এদের সাধারন মানুষের মত হাত,পা,নাক,কান সবই আছে
তবে জিনগত সূত্রে চাপা বলে একটা জিনিস
পেয়েছে
পাশের বাসার ভাবীর সাথে চাপা বাজিতে এরা অতুলনীয় আর হিন্দী সিরিয়াল এদের
কাছে কে,এফ সি তে মুরগী খাওয়ার চেয়েও
উত্তম
আর হাজবেন্টের সাথে ঝগড়া করে জয়লাভ
না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে ,
হাজবেন্ট একটু রাত করে বাসায়
ফিরলে হাড়ি,পাতিল যা কিছু আছে
সব আলোর
বেগে ছুরে মারতে কোন দিধা নেই।
এদের আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আল্টিমেটাম তো আছেই আর
তাদের একটা চিরন্তন বানী হচছে… তোমার সাথে বিয়ে হয়ে আমার জিবনটা শেষ
তুমি জানো আমার জন্যে কত
ডাক্তার,ইঞ্জিনিয়ার এসেছিল কলেজে থাকতে কত প্রেমপত্র পেয়েছি
শেষমেষ বাবা তোমার মত রাম ছাগলের কাছে বিয়ে দিল তারপর কেদে কেদে নাকের
পানি চোখের পানি এক করবে আর নারী নির্যাতনের কেইস করার হুমকি দিবে
আর এরাই হল সত্যি কারের বউ !
সংবিদিবদ্ধ সতর্কীকরন>> সবার ক্ষেত্রে স্থান ব্যাধে ব্যাতিক্রম
থাকতেই পারে !
সংগৃহিত
বিষয়: বিবিধ
২৬৩৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমন আছেন দামাল সন্তান?
আমার জন্য বেশি বেশি দোয়া করিয়েন ভাই
তাই ব্লক করাতে তাকে শাস্তির জন্য গ্রেফতার করেছে
বোন এখনো একটি নম্বারের মিমাংশা হয়নি
যদি আরেকটি নতুন নম্বারে মেয়েদের কন্ঠ শুনে তাহলে ত আমি শেষ বোন, আমি দিশেহারা হয়ে যাবো,
সাধারান তাপমাত্রায় সকল মেটালই কঠিন, কিন্তু মার্কারী (পারদ) তরল।
বাস্তবে সকলের পক্ষে এই মার্কারী খুঁজে পাওয়া কঠিন।
আল্লাহ্ রসুল(সা) বলেছেন যে,"মহিলা পাঁজরের হাড়ের মত। যদি তুমি তাকে সোজা করতে চাও, তবে তুমি তা ভেঙ্গে ফেলবে। আর যদি তুমি তার দ্বারা উপকৃত হতে চাও, তাহলে তার এ বাঁকা অবস্থাতেই হতে হবে।" (বুখারী ও মুসলিম)
এটা আমার জানা ছিলনা, ধন্যবাদ আপনাকে
এই অভুতপূর্ব রচনাটির জন্য আপনাকে একটি ডিজিটাল বর্ম উপহার দেয়া হলো। মানে ঘরে গিয়ে যখন বিনিন্দিত কন্ঠের আওয়াজ শুনবেন তখন সব ভুলে ব্লগে আমার পোষ্টগুলির মধ্যে ডুব মারবেন।
ব্যস সব খতম কি জন্য ফ্যাক করেছে সে বিলকুল ভুলে যেতে বাধ্য
তবে আমার বৌউ মাশাআল্লাহ-
আমার জন্য মরতে পারে রানতে পারে মজার মজার রান্না,খাইতে খাইতে এখন আমার ওজন আন্না অন্না ডাক্তার মসাই কয়,কসাই কয় কি ভাই দেখা যায়না কেন গোস্ত নিবেন পুরান গায়েক টাকা পরে দিবে কোন সমস্যা নাই,ভাই লাজে শরমে মরি যখন চাচি বলে চাচা!- আপনি কেমন আছেন.....।
একটু আধটু মান অভিমান সংসারে ভালবাসা বৃদ্ধি করে,
আমার ব্উটা আবার সে রকম না, আমাকে ঝাড়ি দেয়ার সাহস নেই, তবে বেশি বেশি অভিমান করে মুখটা একেবারেই হনুমানের মত করে রাখে,
যখন মুখটা কালো করে রাখে তখন একটি শব্দ উচ্চারন করলেই হয় ব্যস হাসি দিয়ে দেয়,
আর সেই শব্দটা হলো রাগ করলে তোমাকে বাদরের মত লাগে
অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
মন্তব্য করতে লগইন করুন