কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-৩০
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৯ মার্চ, ২০১৪, ১০:৩৫:৫৪ সকাল
০১।
১৯৪৬ সালে তোলা এই ছবিটিতে একটি এতিম ছেলের নতুন এক জোড়া জুতো পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে
০২।
বিশ বছর পর বাবা এবং ছেলে
০৩।
বিজ্ঞাপনটা খুব ভাবনায় পেলে দিয়েছে আমাকে
০৪।
মানুষের জীবনটি ঠিক এই লোহার ফ্রেমের মতো, লোহার ফ্রেম শক্তিশালী হলেও কখন ছিড়ে যায় বলা যায়না।
০৫।
মনে পড়ছে ছোট বেলায় চা খাওয়ার মুহুর্ত!
০৬।
কবিতাটি কি ঠিক?
০৭।
আমার ছেলে অসুস্থ্য ,
এইটা কি সবার কাছে পছন্দ হয়েছে?
তাহলে লাইক কেন?
সহনুভুতির কি একটা বাটন তৈরি করতে পারেনা ফেইজবুক কর্তৃপক্ষ?
০৮।
গ্রিনেজ বুকে ত নাম উঠেছে তই পতাকা আর কি দরকার,
০৯।
আইডিয়াটা খারাপ না
১০।
আমার অত্যন্ত পছন্দের মানুষ বেয়ার,
আমার পেটের ক্ষুদা মন্দ হলে তার খাওয়ার দৃশ্য দেখলে খেতে খুব মন চায়, সে যদি সাপ কেচ্ছু ক্ষুদার তাড়নায় গফ গফ খেতে পারে তাহলে আমি কেন নয়? আমিও তার মত খেতে পছন্দ করি যা পাই তাই খাই, যদিও ক্ষুদা থাকেনা, এই উত্সাহটা আমি তার কাছে পাই
১১।
যেখানে থাকুন নামাজের সাথেই থাকুন
বিষয়: বিবিধ
১৬৩৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে দুঃখের বিষয় হলেও সত্য যে সেই নারীর সাথেই আপনাকে সারাজীবন থাকতে হবে।
কাউকে মা ডাকতে হবে
কিংবা কাউকে বউ ডাকতে হবে
এইছাড়া কোন উপায় নেই ভাই
দুঃখ আর দুঃখ ছাড়া কোন গতি নেই ভাই
খারাপ লেগেছে ০৮. পতাকা মাড়ানো।
প্রয়োজনে হায় হায়,
প্রয়োজন শেষে বাই বাই
মন্তব্য করতে লগইন করুন