কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-২২

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৯ মার্চ, ২০১৪, ১২:৫৮:১৬ দুপুর

০১।



কে কে চিনছেন এই জিনিষটাকে??

০২।



সুন্দরের কোন শেষ নেই

০৩।



যেখানে থাকুন নামাজের সাথেই থাকুন

০৪।



জীবন্ত এক ছবি

কিন্তু ওয়েল কালার

০৫



যেন পোলাডারে বাজার থেকে আনছে কিনে

০৬।



আল্লাহ্‌ চাইলে সব কিছুই সম্ভব।

০৬।



স্বপ্নের পদ্মা সেতুর সামনের অংশটি যেমন হবে

০৭।



২০২২ সালের ফুটবল বিশ্বকাপের জন্য কাতারে নির্মাণ করা হচ্ছে এই ফুটবল স্টেডিয়াম!! দারুন না?

০৮।



বাংলাদেশে প্রথমবারের

মতো বাতাসচালিত দ্রুতগতির সাইকেল

উদ্ভাবন হয়েছে।

তেল বা পেট্রোল ছাড়াই

শুধু সিলিন্ডারে একবার বাতাস

ভরে সাইকেলটি ৪০ কিলোমিটার যাবে।

এর ঘণ্টায় গতিবেগ ৮০ কিলোমিটার। নামে বাতাসচালিত সাইকেল হলেও

এটি দেখতে অবিকল মোটরসাইকেলের

মতো। শুধু বাতাসের

সাহায্যে চলা পরিবেশবান্ধব এ যানের

অন্যান্য ক্রিয়াকলাপও মোটরসাইকেলের

মতো।

উদ্ভাবক নুরুজ্জামান

বাংলানিউজকে জানান কাঠ, লোহা ও

অ্যালুমিনিয়াম দিয়ে ঘণ্টায় ৮০

কিলোমিটার গতিসম্পন্ন বাতাসচালিত এ

সাইকেলটি তৈরি করা হয়েছে।

তিনি জানান,

সাইকেলটি চালাতে জ্বালানি তেলের

প্রয়োজন পড়বে না। হাইড্রোলিক

মেকানিজম সংযুক্ত গিয়ার বক্স প্রযুক্তির

মাধ্যমে একটি সিলিন্ডারে বাতাস

সঞ্চিত হবে।

পরে ওই বাতাসের চাপে সাইকেলটি চলবে। নুরুজ্জামান আরো জানান, ২০১১ সালের

মার্চ মাস থেকে তিনি এ সাইকেল তৈরির

কাজ শুরু করেন।

এটি তৈরিতে তার খরচ

পড়েছে সাড়ে ৪ লাখ টাকা।

তবে বাণিজ্যিকভাবে তৈরির

মাধ্যমে বাজারজাত শুরু হলে খরচ কমে দাঁড়াবে ১ লাখ টাকায়।

১০।



একমত হলে বলিয়েন

১১।



কথাটা কিন্তু মন্দ নয়, আপনারা কি বলেন?

১২।



আজকাল Meradona ও লাবাং খাওয়া শুরু করছে ।

মাইরালা কেউ Meradona রে লাবাং খাওয়াইয়া মাইরালা

১৩।



অসাধারন গরু রচনা...

"আমার বন্ধু raj, south city তে থাকে। ও গরু

দেখেনি। 24 তলাতে থাকে তো"

বিষয়: বিবিধ

১৪১৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189302
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:১১
শিহাব আল মাহমুদ লিখেছেন : ভালো লাগলো
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:১৮
140463
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক অনেক অনেক ধন্যবাদ
189304
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:১৬
বিন হারুন লিখেছেন : খুব ভাল লাগল. আপনাকে অনেক ধন্যবাদ Rose
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:১৮
140464
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হারুন ভাই কেমন আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:২৭
140469
বিন হারুন লিখেছেন : আলহামদুল্লিাহ্ ভাল, আপনি ভাল আছেন?
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪২
140486
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আলহামদুলিল্লাহ ভাল আছি, আপনার সাথে আমি কথা বলতে চাই ফেইজবুকে যদি আইডিটা দেন..।
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৬
140489
বিন হারুন লিখেছেন : দয়া করে আপনার মেইল আইড়ি দেন. আমি তাতে লিঙ্ক পাঠাবো. অথবা আমার মেইলে আপনার ফেসবুকের লিঙ্ক দিন.
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:০৯
140497
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : mohammed omar faroque daffodils
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:২৮
140502
বিন হারুন লিখেছেন : রিকোয়েস্ট পাঠিয়েছি ভাই.
189305
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:১৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : পিলাচ, পিলাচ
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:২০
140465
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আস্সালামু আলাইকুম দামাল সন্তান, আমার জন্য একটু দোয়া করেন প্লিজ
189322
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪২
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৩
140487
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
189329
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৮
আওণ রাহ'বার লিখেছেন : বাহ সুন্দর বেশ ভালো লাগলো পিলাচ।
যেখানেই থাকুন নামাজের সাথেই থাকুন।
Good Luck Good Luck
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:০৫
140491
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক
189332
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:০৫
দ্য স্লেভ লিখেছেন : ওরে ভাই ওই পটকা বন্দুকের ছবি দিয়ে তো দারুন করলেন। মনে পড়ে গেল শৈশব...ওটা দিয়ে আমরা যুদ্ধ করতাম। সবগুলো ছবি সুন্দর...
১০ মার্চ ২০১৪ সকাল ০৮:০৪
140807
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমরা চোর পুলিশ ডাকাত খেলতাম, গুলি হিসেবে ব্যবহার করতাম, আহা ! এখন খুব মনে পড়ে
189364
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:১০
তরিকুল হাসান লিখেছেন : যেখানে থাকুন নামাজের
সাথেই থাকুন ।
১০ মার্চ ২০১৪ সকাল ০৮:০৪
140808
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হা ভাই, বলা সহজ কিন্তু পালন করা খুবই কঠিন
189388
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৪
রাইয়ান লিখেছেন : সবগুলোই সুন্দর ! গরু রচনা ....... Rolling on the Floor Rolling on the Floor
১০ মার্চ ২০১৪ সকাল ০৮:০৪
140809
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : গরু রচনাটা আসলেই সুন্দর
189394
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:১১
এম_আহমদ লিখেছেন : ভাল লাগল।
১০ মার্চ ২০১৪ সকাল ০৮:০৫
140810
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১০
189682
১০ মার্চ ২০১৪ রাত ০২:০৪
মাটিরলাঠি লিখেছেন : ০১। আমাদের এদিকে এটাকে বলে ফুটুক, ভুটুক।

গরু ভেজেটেরিয়ান বলে ঘাস খায় - অসাম, অসাম।
১০ মার্চ ২০১৪ সকাল ০৮:০৬
140811
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমরা বলতাম ফডিয়া, এটা চট্টগ্রামের ভাষা কিছু মাইন্ড করবেন না ভাই,
১১
189869
১০ মার্চ ২০১৪ সকাল ১১:২৭
সজল আহমেদ লিখেছেন : অনেক ভাল লাগল।সবচেয়ে বেশি ভাল লাগছে নামাযের চিত্রটা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File