কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-২২
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৯ মার্চ, ২০১৪, ১২:৫৮:১৬ দুপুর
০১।
কে কে চিনছেন এই জিনিষটাকে??
০২।
সুন্দরের কোন শেষ নেই
০৩।
যেখানে থাকুন নামাজের সাথেই থাকুন
০৪।
জীবন্ত এক ছবি
কিন্তু ওয়েল কালার
০৫
যেন পোলাডারে বাজার থেকে আনছে কিনে
০৬।
আল্লাহ্ চাইলে সব কিছুই সম্ভব।
০৬।
স্বপ্নের পদ্মা সেতুর সামনের অংশটি যেমন হবে
০৭।
২০২২ সালের ফুটবল বিশ্বকাপের জন্য কাতারে নির্মাণ করা হচ্ছে এই ফুটবল স্টেডিয়াম!! দারুন না?
০৮।
বাংলাদেশে প্রথমবারের
মতো বাতাসচালিত দ্রুতগতির সাইকেল
উদ্ভাবন হয়েছে।
তেল বা পেট্রোল ছাড়াই
শুধু সিলিন্ডারে একবার বাতাস
ভরে সাইকেলটি ৪০ কিলোমিটার যাবে।
এর ঘণ্টায় গতিবেগ ৮০ কিলোমিটার। নামে বাতাসচালিত সাইকেল হলেও
এটি দেখতে অবিকল মোটরসাইকেলের
মতো। শুধু বাতাসের
সাহায্যে চলা পরিবেশবান্ধব এ যানের
অন্যান্য ক্রিয়াকলাপও মোটরসাইকেলের
মতো।
উদ্ভাবক নুরুজ্জামান
বাংলানিউজকে জানান কাঠ, লোহা ও
অ্যালুমিনিয়াম দিয়ে ঘণ্টায় ৮০
কিলোমিটার গতিসম্পন্ন বাতাসচালিত এ
সাইকেলটি তৈরি করা হয়েছে।
তিনি জানান,
সাইকেলটি চালাতে জ্বালানি তেলের
প্রয়োজন পড়বে না। হাইড্রোলিক
মেকানিজম সংযুক্ত গিয়ার বক্স প্রযুক্তির
মাধ্যমে একটি সিলিন্ডারে বাতাস
সঞ্চিত হবে।
পরে ওই বাতাসের চাপে সাইকেলটি চলবে। নুরুজ্জামান আরো জানান, ২০১১ সালের
মার্চ মাস থেকে তিনি এ সাইকেল তৈরির
কাজ শুরু করেন।
এটি তৈরিতে তার খরচ
পড়েছে সাড়ে ৪ লাখ টাকা।
তবে বাণিজ্যিকভাবে তৈরির
মাধ্যমে বাজারজাত শুরু হলে খরচ কমে দাঁড়াবে ১ লাখ টাকায়।
১০।
একমত হলে বলিয়েন
১১।
কথাটা কিন্তু মন্দ নয়, আপনারা কি বলেন?
১২।
আজকাল Meradona ও লাবাং খাওয়া শুরু করছে ।
মাইরালা কেউ Meradona রে লাবাং খাওয়াইয়া মাইরালা
১৩।
অসাধারন গরু রচনা...
"আমার বন্ধু raj, south city তে থাকে। ও গরু
দেখেনি। 24 তলাতে থাকে তো"
বিষয়: বিবিধ
১৪১৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেখানেই থাকুন নামাজের সাথেই থাকুন।
সাথেই থাকুন ।
গরু ভেজেটেরিয়ান বলে ঘাস খায় - অসাম, অসাম।
মন্তব্য করতে লগইন করুন