নারী দিবসে নারীদের জন্য কিছু উদ্যাক্তা মূলক ছবি আপনাদের ভাল লাগতেও পারে-২১
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৮ মার্চ, ২০১৪, ১০:৩৩:০৩ সকাল
০১।
অক্রান্ত পরিশ্রম করে নারীও সংসার চালাচ্ছে
০২।
খুব ভাল লাগছে কৃষিতেও নারীরা এগিয়ে
০৩।
কঠিন পরিশ্রমেও পিছিয়ে নেই নারীরা
০৪।
এই ধরনের ছবি আমরা প্রতি দিনই দেখি কিন্তু কিছুত করার নেই আমাদের
০৫।
নারী মানে মা,
আর মা মানে নারী
মায়ের মুখে পানি ডুকছে তবুও সন্তানের জীবন বাচাতে ব্যস্ত মা
সেই সন্তান কি বড় হয়েও মাকে পানিতে ঢুবাবে?
০৬।
গরুর মতো বেধে রেখে শাসন করা যায়না নারীকে
চোখের পানি কি শুধুই নারীদের জন্য?!
ফুলছড়ির নারীরা মুষ্টির চালে স্বাবলম্বী, মঙ্গায় ঋণ দেয়া হয় চাল ,
টাঙ্গাইলে দরিদ্র নাজমা গৃহবধু থেকে কঠোর পরিশ্রম করে লাখপতি
রুমানার হাত ধরে ৬ গ্রামের ৪০০ নারী স্বাবলম্বী
এখানে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন
নারী প্যারাভেট নুরেসার কথা
ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নারী
বিষয়: বিবিধ
২৮৭৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভাল লাগল আপনার দেওয়া ছবি এবং লেখা গুলো.
দেশের আইন হোক তাদেরকে তাদের যুগ্য অনুযায়ী বেতন ভাতা দেয়া হোক,
সব কিছুর উন্নতির সাথে নারীদের এমন উন্নতি নারী দিবসের স্বার্থকতা।
'' শরীর আমার , সিদ্ধান্ত আমার ''
উপরের ছবির সাথে এসব ছবিও রাখতে পারেন ।
''যে রাঁধে , সে চুলও বাঁধতে জানে ''
'' আমরা নারী , সবই পারি ''
নারী যে কাজে হাত দিয়েছে তাতে সে পুরুষের চেয়ে বেশী দক্ষতা দেখিয়েছে । ফলে আমরা দূর্নীতির ব্রাজিলে পরিনত হয়েছি ।
সে যাই হোক কিছু একটাতে তো পৃথিবীর সেরা পজিশনটি আমরা পেয়েছি , এটাই বা কম কিসে ।
বিশ্ব নারী দিবসে
আমি ত হতভাগ হয়ে গেলাম ভাই,
@ রিদওয়ান কবির সবুজ
এই ছবিটার কথা বলছেন ? এরকম চেহারা ও লুক নিয়ে কি কেউ ইট ভাঙ্গে ?
এটা তো হাল চাষেরটার মতই লোক দেখানো , যেটাতে উনারা সবসময়ই দক্ষ ।
মন্তব্য করতে লগইন করুন