কিছু ছবি আপনাদের ভাল লাগতেও পারে-১৭

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৫:৫০ সকাল



কিছু বলতে পারছিনে,

০১।



মানুষ অনেক জ্ঞানী, যার প্রমান এই শিল্প

০২।



যারা চট্টগ্রামের বাইরের বাসিন্দা তাদের জন্য কিছু চট্টগ্রামের শব্দ শিখা জরুরী

০৩।



মায়ের কাছে সন্তানের ওজন বলতে কিছুই নেই, কিন্তু আমাদের কাছে আমাদের মায়ের ওজন কতটুকু।

০৪।



বাংলাদেশের অপরুপ দৃশ্য, কিন্তু কষ্টের, ভেঙ্গে যাচ্ছে সমস্ত গ্রাম।

০৫।



ঈস! গ্রামের এই রসভরা চা খেতে পারতাম!

০৬।



কী অপরুপ শিল্প!

০৭।



হাস পানিতে থাকে তাই হাসের আকৃতিতে তো নৌকা জাহাজ বানাতে চাইবেই শিল্পীরা।

০৮।



এটা একটা রাতের ছবি, বলেন তো কোথাকার ছবি এটা?

০৯।



মাকে সব সন্তানেরা ফলো করে, সে জন্য মাকে হতে হবে আদর্শবান আর চরিত্রবান।

১০।



বিশেষ এক মুহুর্তে ইলিশ মাছের করুন ছবি

১১।



১২।



১৩।



১৪।



ট্র্যাফিক পুলিশ সকল যানবাহন বন্ধ করে একটি বিড়ালকে তার বাচ্চাকে রাস্তার অপর পাশে নিয়ে যেতে সাহায্য করছে, নিউইয়র্ক, ১৯২৫সাল

বিষয়: বিবিধ

৪৪৯৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183067
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০২
শেখের পোলা লিখেছেন : অবাক করা ছবি যা দূর্লভও বটে৷
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২২
135334
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্য প্রদান করে উত্সাহ দেয়ার জন্য
183068
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:০৩
হতভাগা লিখেছেন :


এই ছবিটা edit করা মনে হয় আমার কাছে । তাহলে এতে মায়ের দুপাশের ডানার মাঝ বরাবর কাটা হয়েছে যেটা হয় না মানবিক ভাবেই ।





এটা Genuine । এখানে মা হাঁসের ডানার ভিতরের অংশ intact আছে ।




বরং এটার সাথে মিল হতে পারে ।

তবুও থিমটা ভাল ।




বৃষ্টি না থাকলে এই weather এ নৌকা ভ্রমন খুব ভাল লাগবে ।

চমতকার হচ্ছে , Carry on.

২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২০
135329
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : প্রত্যকে ছবিতে আপনার মন্তব্যে আমার কাছে দারুন লেগেছে এবং আপনি আমার পোষ্টের জবাব দিতে গিয়ে যে কষ্ট গুলো করেছেন তা অত্যন্ত প্রসংশার যোগ্য
আপনার দেয়া প্রথম ছবি এডিট হতেই পারে, কারন এখন ডিজিটালি সময় কোনটা আসল কোন নকল বলা খুব কঠিন। তবে হাসের মধ্যে শত রকম জাত রয়েছে এখানে যে দুটো হাসের ছবি আমি দিয়েছি তা দু জাতের, প্রথমটা আমাদের দেশি হাস নয় দ্বিতীয়টা আমাদের একেবারেই গ্রামের । জাতের প্রার্থক্যভেদে তাদের পাখনারও প্রার্থক্য থাকতে পারে কিংবা তার বাচ্চা বসার কারনেও পাখনার একটা অংশ ভিতরে ঢুকে যেতে পারে,
183079
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভালো লেগেছে
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৭
135340
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : কেজি কত করে?
183104
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩৩
135345
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার মন্তব্যে আমারো ভাল লেগেছে
183131
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রথম ছবিটা সবচয়ে ভাল লাগল। রাতের ছবিটা সম্ভবত হংকং এর।
183141
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৯
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : প্রথম ছবিটা ভাল লাগাতে আপনাকে অনেক ধন্যবাদ
তবে রাতের ছবিটা হংকংয়ের নয়
183153
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৯
আমি মুসাফির লিখেছেন :
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৮
135363
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : মাশা আল্লাহ, অনেক বড় মাছ,
এই পোষ্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
183188
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২১
আমি চাঁদপুরি লিখেছেন : ভাল লেগেছে
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৩
135370
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
183261
২৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৮
গেরিলা লিখেছেন : পিলাচ পিলাচ
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০২
135870
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ আপনাকে
১০
183681
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫১
বৃত্তের বাইরে লিখেছেন : চট্টগ্রামের ভাষা দেখি সাংঘাতিক Clown Cool ৮নং ছবিটা সম্ভবত দুবাইয়ের বুরজ আল আরব। অনুমান ভুলও হতে পারে। ভাল লাগলো আপনার দুর্লভ ছবিগুলো Good Luck Star Rose
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০২
135871
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার অনুমান অবশ্যই ঠিক
১১
184353
২৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৪
০১ মার্চ ২০১৪ সকাল ০৮:০২
136778
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File