তবুও তুমি আমার প্রাণের প্রিয়তমা!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৫ জানুয়ারি, ২০১৪, ০৯:১৯:৩২ সকাল



প্রাণের,

ঘুম তো আমার সাথে নিষ্ঠুরতা করছে প্রতি রাত, এইভাবে কী ক্ষুরে ক্ষুরে ভক্ষন করবে আমাকে! আজীবন!

এইভাবে কী খুন হবো প্রতিমূহুর্তে, ক্ষনে ক্ষনে!

সুখ পাখি আমার হারিয়ে গেলো, কোন বনে পাবো এখন তারে!

প্রাণের,

আমার কলিজা, টুকরো টুকরো করে তোমার উঠানে সারা রাত এদিক সেদিক বিচরনকৃত ক্ষুদার্ত কুকুরদের খাওয়াতে ইচ্ছে করছে



প্রানের,

তুমি কত নিষ্ঠুর, যেন ক্ষুদার্ত কুকুরদের চেয়েও ভয়ংকর!

কুকুরতো ক্ষুদার্ত থাকলে মানুষদের কামড় দেয়না, দিলেও পায়ের নীচে দেয়

কিন্তু তুমি আমাকে কোন জায়গাতে কামড় দিয়েছো প্রানের!

শেষ পর্যন্ত তুমি কেন আমার কলিজা ভক্ষণ করতে শুরু করলে!?

প্রাণের!

তুমি ভয়ংকর রুপসী ঘুম খেকো মেহেরাঙ্গেজ ,

তোমার চলনার আঘাতে আঘাতে শেষ হতে আর বাকী নেই প্রিয়তমা!

তবুও তুমি আমার প্রাণের প্রিয়তমা! তুমি ছাড়া আমার রক্ষা নেই, একমুহুর্ত নিশ্বাস নেওয়ার ক্ষমতা নেই,

তবুও বলি তুমি সুখে থেকো,

আমার যত সুখ তার বিনিময়ে


ইন্না মা'আল ওসরি ইউসরান

বিষয়: বিবিধ

২৭৭০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167134
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০৩
হতভাগা লিখেছেন :
২৫ জানুয়ারি ২০১৪ সকাল ১০:০৫
121122
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : খুব চমত্কার, ভাল লাগলো,
নারীরা অহংকারী,নারীরা খুনি, তবে তীলে তীলে খুন করে,
খুন করে রক্ত দিয়ে শরবত বানিয়ে খেতে তাদের মন কাপেনা,
তারা খুন করলে খুনের দায়ে তাদের কাটগড়ায় দাড়াতে হয়না
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২২
121201
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : রবিন্দ্রনাথ? পি পি
167178
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৩০
সালাহ লিখেছেন : জানিনা আপনাদের মনে নারীর প্রতি এত বিদ্বেষ ক্যান । তয় , পুরুষ জাতি তার পরিচয় ভুলে গেলে এর বাহিরে কিছু কি আর আশা করা যায় । তবে কিছু একটা লিখার জন্য ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১২
121191
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : নারী হলো পুরুষের পোষাক,
পুরুষ হলো নারীর পোষাক
কিন্তু এর ব্যতিক্রম ঘটে যখন আমরা অতি ভালবাসার আশা করি,অথবা লোভ করি
আমাদের একটা দোষ আছে আমরা অল্পতে তুষ্ট নই
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
121252
হতভাগা লিখেছেন :
'তয় , পুরুষ জাতি তার পরিচয় ভুলে গেলে এর বাহিরে কিছু কি আর আশা করা যায় ।''


০ কি পরিচয় ? নারীর গর্ভে জন্ম নিয়ে একজন পুরুষ ...... ব্লা , ব্লা , ব্লা ।

এমন কোন নারীর নাম বলুন যে পুরুষের সংস্পর্শ ছাড়া জন্ম লাভ করেছে ?

নারীরাই বরং নিজেদের '' আমি কি হনুরে '' মুডে থেকে নিজেদের পরিচয় ভুলে বসে আছে ।
167207
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:০৬
বিন হারুন লিখেছেন : ডেফোডিল দৈনিক তিনবার আহারের পূর্বে. Big Grin
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
121195
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমার লেখা গুলো অনেক বিরহ যাতনা নিয়ে লেখিছি
আপনাদের কাছে দুঃখ বুঝাতে চেয়েছি কিছু কিছু লেখে আদেশ উপদেশ দিবেন তা না, তার উপর কৌতুক করছেন আমার উপর। তবুও ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রদানের জন্য
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৩
121204
বিন হারুন লিখেছেন : দু:খিত ভাই, ভাবিনি কষ্ট পাবেন.
তবে বলে রাখি
কবি বলেন: জু তোজে ভুলগেয়া হে,
তো ভি উছে ইয়াদ নাকর,
হাক ডাল, আগ লাগা, নাম না-লে
ইয়াদ না কর.
অর্থাত: যে আপনাকে ভুলে গেছে, তাকেও আপনি স্মরণ করবেন না. (কারন:"যতই কাঁদিবে, যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয়ভার)তার নামকে কবর দিন, অথবা আগুন লাগান. তার নামও নিবেন না, তাকে স্মরণও করবেন না.
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩২
121253
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার এই কথাটি এক হাজার কোটি টাকার ঔষুধের সমান কার্যকর আমার জন্য, কারন কেউ আমাকে উত্সাহ দিক বেচে থাকার জন্য,
আপনার উপর সোয়াব বর্ষিত হোক
167247
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
এনামুল মামুন১৩০৫ লিখেছেন :
আমার কলিজা, টুকরো টুকরো করে তোমার উঠানে সারা রাত এদিক সেদিক বিচরনকৃত ক্ষুদার্ত কুকুরদের খাওয়াতে ইচ্ছে করছে


এত কষ্ট ক্যারে?
২৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৪
121256
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : মানুষ যতদিন বেচে থাকবে ততদিন কষ্ট নামক কিছু একটা থাকবে,
আল্লাহ বলেন সুখের পরে থাকে দুঃখ
কিছু কিছু দুঃখ তাকে যেটার দ্বারা মানুষের মৃত্যু নিশ্চিত
আমিও সেই রকম দুঃখের মধ্যে আছি, এবং থাকছি
জীবন সেখানে তুচ্ছ ব্যপার, মৃত্যু ছাড়া কোন গতি দেখছিনা,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File