কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-০২

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৮ জানুয়ারি, ২০১৪, ০৩:৪৩:৩২ দুপুর

০১।



গরুটা কি জানে সে কাকে খুশি মনে খাচ্ছে?

০২।



আহা কি সুন্দর আমাদের দেশের প্রাকৃতিক দৃশ্য!!!

০৩।



সব মানুষদের কাছ থেকে কিছু কিনতে গেলে দরদাম করা ঠিক নয়

০৪।



মাদার তেরেসার যৌবতী কালের দূর্লভ ছবি

০৫।



চীনে ক্লাসে পড়ার সময় পড়াশুনায় অধিক আগ্রহ ও মনোযোগ সৃষ্টিতে ক্লাসেই ২০ মিনিট ঘুমানোর সুযোগ দেওয়া হয়... আর আমাদের, এক স্যার ক্লাস থেকে না যাইতেই আরেক স্যার এসে দরজায় দাড়িয়ে থাকে !!!

০৬।



কিছু বলার প্রশ্নই আসেনা

০৭।



সত্যি চমৎকার এবং দুর্লভ এক ঝর্না

০৮।



যারা এই শীতে ঘুম থেকে উঠতে চায়না, তাদের জন্যই শিক্ষনীয় ছবি

০৯।



এরা আমাদের মত লেখা পরা করার মত সুযোগ হয়ত পাইনি বলে আজকে রাস্তায়...!! আপনি এদের চেয়ে কত টা ভালো আছেন...?? একবার হলেও আল্লাহ্‌র কাছে শুক্রিয়া আদায় করুন...!

১০।



কিছু লেখার দরকার নেই

১১।



যেখানে থাকুন নামাজের সাথে থাকুন

১২।



আমার খুব কান্না হয়, আমার সব আছে কিন্তু একটি ফুটফুটে দুষ্ট বাচ্চা নেই

বিষয়: বিবিধ

৪২৯৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160400
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৬
ইমরান ভাই লিখেছেন : আমার খুব কান্না হয়, আমার সব আছে কিন্তু একটি ফুটফুটে দুষ্ট বাচ্চা নেই

শেষের এই লাইনটা খুব হৃদয় বিদারক। আমারো একই অবস্থা। আল্লাহ আমাদের ব্যাবস্থা তারাতারি করুন আমিন।

"রাব্বি হাবলী মিল্লাদুনকা জুররিয়াতাত তাইয়্যিবা। ইন্নাকা সামিউদদুআ'"
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০১
114811
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : কি বলবো ভাই অনেক চিকিৎসা করিয়েছি
একটি মাত্র সন্তানের জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এখনো একটি সন্তানের মুখ দেখতে পারছিনা, আল্লাহর কাছে মোনাজাত করছি যাতে আমার ঘর খানাকে উজ্বল আর হাসিময় করে দেয়
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
114832
ইমরান ভাই লিখেছেন : আমিন। ভাই বেশি বেশি দুআ' করুন। বাকীটা আল্লাহর কাছে।

সুরা মুলক, আয়াত ২

"যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।"

আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন তাই ধয্য ধরুন ইনশাআল্লাহ ফল পাবেনই।
Love Struck Love Struck
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৯
114833
ইমরান ভাই লিখেছেন : "রাব্বি হাবলী মিল্লাদুনকা জুররিয়াতাত তাইয়্যিবা। ইন্নাকা সামিউদদুআ'"

এই দুআ'টি বেশি বেশি পড়ুন। যাকারিয়া (আ) আল্লাহর কাছে সন্তান চাওয়ার জন্য এই দুআ' করেছিলেন।
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৪
114917
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @ইমরান ভাই- দুয়া করি আল্লাহ যেন আপনাদেরকে একডজন ফুটফুটে দুষ্ট বাচ্চা দান করেন Praying Praying
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২০
114935
শেখের পোলা লিখেছেন : অন্যেরটাকেও আপন করার মাঝেও আনন্দ আছে৷ আপাততঃ তাই করুন৷
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৩
115036
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমি ভাবতেও পারিনি ইমরান ভাই আমার জন্য এত দোয়া করবেন, আমার ব্যদনায় ব্যথিত হয়ে দুঃখিত হবেন, আল্লাহ যেন ওনার দোয়া কবুল করেন, আমিন
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫৩
115053
ইমরান ভাই লিখেছেন : @হারিকনে, এক ডজন হলে বউকে কি খুজে পাওয়া জাবে বর্তমানে Tongue Tongue
আর দুস্টু কিন্তু শান্ত নেক সন্তান চাই।

@শেখের পোলা, আপাতত তাই চলছে Crying Crying কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে Crying Crying

@ফারুক ভাই, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমিন। Praying Praying
160402
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১২
মনসুর লিখেছেন : মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৫
115037
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আল্লাহ মনসুর ভাইয়ের দোয়া কবুল করে যেন আমার সামনের রাস্তা পরিস্কার করেন অর্থ্যাত আমাকে যেন একটি দুষ্ট সন্তান দান করেন, আমিন
160531
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : দুয়া করি আল্লাহ যেন আপনাদেরকে একডজন ফুটফুটে দুষ্ট বাচ্চা দান করেন Praying Praying
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৮
115038
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ভাই এক ডজন!
এটাত সীমাহীন দোয়া, না ভাই একটাই যেখানে পাচ্ছিনা সেখানে একডজনের আশা কিভাবে করতে পারি?, তাছাড়া সারাক্ষনই মারামারিতে অস্থির করে তুলবে আমার ঘর,
০৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৮
115214
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : তাছাড়া সারাক্ষনই মারামারিতে অস্থির করে তুলবে আমার ঘর, Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
160561
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাইরে!
কারো নাই কারো থেকেও কাছে নাই।
কত যন্ত্রনার তা শুধু আল্লাহতায়ালাই জানেন।
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:০৪
115041
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ্যা ভাই যন্ত্রনার শেষ সীমা নেই,
ভালবাসা তিন ধরনের, একটা হলো মাতাপিতার প্রতি ভাল বাসা, আরেকটা হলো স্ত্রীর প্রতি ভালবাসা, অন্যটা হলো ফুটফুটে দুষ্ট সন্তানের প্রতি ভালবাসা,এই তিন ধরনের ভালবাসা কেউ কাউকে পুরন করতে সাহার্য্য করেনা, অর্থ্যাত মাতাপিতার ভালবাসা স্ত্রীকে দিলে হবেনা, স্ত্রীর ভালবাসা মাতাপিতাকে দিলে হবেনা, সন্তানের ভালবাসা উপরোক্ত দুইজনকেও দিলে হবেনা,
160562
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহ আপনাকে নেককার সন্তান দান করুন। আমিন
০৯ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:০৫
115042
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমিন, চুম্মা আমিন!
160564
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২০
আওণ রাহ'বার লিখেছেন : বেশ ভালো লেগেছে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File