বিএনপি যদি রাজাকার হয়, আওয়ামীলীগ কেন নয় ?
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৩:২৭ সন্ধ্যা
বিএনপি যদি রাজাকার হয়, আওয়ামীলীগ কেন নয় ?
বিএনপি রাজাকার কারন বিএনপি জামাত কে সাথে রেখেছে। জামাতের নেতাদের পাসে বসিয়েছে।
তাহলে মুজিব কি? মুজিব একাত্তরের গণহত্যার মুল নায়ক ভুট্টুর গালে চুম্মা খেয়ে ছিল। তাকে দাওয়াত করে বাংলাদেশে নিয়ে এসেছিল। বাংলাদেশের রাজপথে "ভুট্টু জিন্দাবাদ" স্লোগান দিয়ে ছিল। তাহলে মুজিব কি রাজাকার নয়?
মুজিব ভারতীয় সিমলা চুক্তির ম্যাধ্যমে ১৯৫ জন গণহত্যা কারিকে পাকিস্তান পাঠিয়ে দিয়ে ছিল। এতে কি মুজিব গণহত্যা কারীদের মদদ করেন নি?
জামাত কে সাথে রাখাতে বিএনপি যদি রাজাকার হয় তাহলে মুজিব কেনো রাজাকার হবেন না আওয়ামিলিগ কেনো রাজাকার হবে না??
জবাব চাই আমরা নতুন প্রজন্ম আজ এই সব প্রশ্নের জবাব চায় ।
বিষয়: রাজনীতি
১১৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন