আগে খিলাফাহ নাকি আগে ইমাম মাহদি ?
লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:০৫:৪৭ সন্ধ্যা
ইমাম মাহদি আসার আগেই খেলাফত প্রতিষ্ঠিত হবে। তিরমিজির সামরিক অধ্যায়ের এই হাদিসটি লক্ষ করুন।
حَدَّثَنَامُحَمَّدُ بْنُ يَحْيَى، وَأَحْمَدُ بْنُ
يُوسُفَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يَقْتَتِلُ عِنْدَ كَنْزِكُمْ ثَلاَثَةٌ كُلُّهُمُ ابْنُ خَلِيفَةٍ ثُمَّ لاَ يَصِيرُ إِلَى وَاحِدٍ مِنْهُمْ ثُمَّ تَطْلُعُ الرَّايَاتُ السُّودُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ فَيَقْتُلُونَكُمْ قَتْلاً لَمْ يُقْتَلْهُ قَوْمٌ " । ثُمَّ ذَكَرَ شَيْئًا لاَ أَحْفَظُهُ فَقَالَ " فَإِذَا رَأَيْتُمُوهُ فَبَايِعُوهُ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ فَإِنَّهُ خَلِيفَةُ اللَّهِ الْمَهْدِيُّ " ।
এখানে "كُلُّهُمُ ابْنُ خَلِيفَة" এই বিষয়টি লক্ষ করুন।
খলিফার তিনজন ছেলে নিজেদের মধ্য সম্পদ নিয়ে যুদ্ধ করবে কিন্তু কেউই পাবে না তারপর কালো পতাকাধারীরা পুর্ব থেকে আসবে। আরও মজার ব্যাপার হল, খেলাফত যদি না থাকে তাহলে খলিফা আসবে কোথা থেকে আর খলিফা না থাকলে খলিফার ছেলে আসবে কোথা থেকে। তার মানে আগে খেলাফত তারপর খলিফার তিন ছেলে নিজেদের ভিতর মারামারি করবে। এমন সময় কালো পতাকাধারীরা আসবে। শুধুমাত্র কালো পতাকা এবং আসাদের সাথে জুদ্ধ করার কারণে (ISIL) এর ভিতর ইমাম মাহাদি আছে বলে যারা দাবি করেন, তাদের বিষয়টি আরো খতিয়ে দেখা দরকার।
বিষয়: বিবিধ
২১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন