ভারত আমাদের বলির পাঠা বানিয়েছে !
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১২:৩০ সকাল
|• ভারত সরকার আসামের বিচ্চিন্যতাবাদী সংগঠন "উলফার" সাথে সমযোতা করার চেষ্টা চালাচ্ছে ৷ সেই লক্ষে উলফার অনেক নেতাকে মুক্তি দিয়েছে ৷
|• এই দিকে ভারতের নির্দেশে বাংলাদেশে উলফা নেতা পরেশ বড়ুয়াকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে ৷
একটু চিন্তা করে দেখুন; ভারত উলফার সাথে সমযোতা করে নিজেদের নিরাপদ করছে আর বাংলাদেশের আদালতে উলফা নেতাকে শাস্তি দিয়ে বাংলাদেশের বিরদ্ধে উলফাকে ব্যবহার করছে ৷
স্বাভাবিক ভাবেই উলফা এখন বাংলাদেশের প্রতি ক্ষ্যাপে যাবে, বলা যায়না হয়ত এই ক্ষ্যাপা থেকে উলফা বাংলাদেশের উপর আক্রমনও করে বসতে পারে ৷
আর ভারত চাইছেও এইটা; উলফা যদি বাংলাদেশে আক্রমন করে তখন ভারত উলফা ঠেকানোর নামে বাংলাদেশে ভারতীয় সেনা পাঠাবে ৷
এক কথায় ভারত বাংলাদেশকে নিয়ে কঠিন থেকে কঠিনতর সার্থের জুয়া খেলছে ৷ এই খেলায় ভারত জিতবে আর বাংলাদেশ চিরতরে হারবে ৷
তাই আমাদের এখন যে করেই হোক এই খেলা বন্ধ করতে হবে, নাহয় বাংলাদেশ নামক কোনো দেশের অস্তিত্ব বিশ্বের মানচিত্রে থাকবেনা ৷
বিষয়: রাজনীতি
৯৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিস্তারিত পড়ুন.........
Click this link
আন্ধারে ধুন্দার মতো দৌড় ছাড়া ওদের আসলে খাওনই হজম হয় না! ঐ জন্যেই দৌড়ায়! নিশ্চিন্তে থাকেন ...
মন্তব্য করতে লগইন করুন