১৪ টাকার নোট
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫০:৪৬ সকাল
বাপ আব্দুল জব্বার ! তুমি এ কি ক্ষতি করলে,বাপ !
ক্যান সার ?
: ক্যানসার ?? তুমি জান, এই শব্দটা শুনলে আমার কিডনী মাথায় ওঠে ?
: না,মানে জিজ্ঞেস করছি, কেন স্যার ?
তুমি ১৪ টাকার নোট ছাপিয়ে আবার জিজ্ঞেস করছ, ক্যান সার ?
: না, মানে স্যার, আমি আসলে ৪১ টাকার নোট ছাপাতে গিয়ে এই গোলযোগটা পাকাইছি। ভাবছিলাম নোট টা ফেলে দেব,কিন্তু এত কষ্ট করে তৈরী করে ছাপালাম, ফেলে দেই কি করে !
: ওরে হারামী...তুই দেখী বিরাট প্রতিভা...টাকা না ছাপিয়ে মন্ত্রী হলে পারতিস। টাকা না ছাপিয়েই সাপ্লাই পেতিস...
: জি স্যার, সেটাও খানিক ভেবেছিলাম কিন্তু হাটু দিয়ে চিন্তা করা আমার পক্ষে সম্ভব না। এত নীচে আমি নামতে পারব না। তাছাড়া মানুষ ওদেরকে ভিন্ন জীব জন্তু মনে করে চৌদ্দ গুষ্টি তুলে গালি দেয়। আমার হার্টে এত জোর নেই। আমি মানুষের অভিশাপে ছবি হয়ে যাব। তাই খ্যান্ত দিয়েছি।
: যাক, জাতিকে উদ্ধার করেছিস। তা তোর এই ১৪টাকার নোটটা কোন দেশে চালাবি ভেবেছিস ?
: স্যার, চারিদিকে যে হারে ভেজাল চলছে, কোথাও না কোথাও চালানো যাবে। আমি কি একবার ট্রাই করে দেখব ,স্যার ?
: না, থাক। তুই ট্রাই করলে আমাকে জেলে যেতে হবে। তার চাইতে আমি দেখী কি করা যায়......
অতপর: তিনি ভাবিতে লাগিলেন এবং সন্ধ্যার কিছু পর বাহির হইয়া পড়িলেন। তিনি দেখিলেন এক বৃদ্ধ হারিকেনের টিমটিমে আলোয় পান-বিড়ি-চা বিক্রী করিতেছে। আশপাশে মানুষের উপস্থিতি নাই দেখিয়া তিনি উদগ্রীব হইলেন তাহার কর্ম সম্পাদনে।
: দাদা, কেমন আছেন ?
: জি, ভাল।
দাদা একটু বিপদে পড়ে আসলাম, জানেন তো এখন কেউ তেমন টাকা ভাংতি দিতে চায়না। যদি আপনি একটু কষ্ট করে দিতেন, মানে এই অধমের উপর একটু দয়া করতেন....
: আচ্ছা ঠিক আছে, নোট দেন।
দাতে কামুড় মেরে,আড় চোখে তাকিয়ে থাকলেন তিনি...ওহ ওই তো তিনি ভাংতি দিলেন। টাকাটা হাতে নিয়েই ভো দৌড়। এক দৌড়ে এক মাইল পার। তারপর এক ল্যাম্প পোষ্টের আলোয় হাতের মুঠো খুলে যা দেখলেন,তাতে তার নিজের উপর বড়ই করুনা হল। কিডনী ঠিকই মাথায় উঠে গেল।
তিনি দেখলেন, দাদা তাকে ৭ টাকার দুটি নোট প্রদান করেছেন।
বিষয়: বিবিধ
১৪৮২ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চোরের উপর বাটপারী আর কারে কয়!
বিস্তারিত পড়ুন.........
Click this link
তেমনি বাঘা তেতুল।
দারুন হইসে, অসুস্থতা নিয়াও হাসতে পারলুম, তবে কেন হাসলুম ব্যখা করতে পারলুম না।
ধ--ন্য---বা---দ
মন্তব্য করতে লগইন করুন