বন্ধু হতে পারে অনেক গুনা থেকে বাচার উছিলা ৷ {১পর্ব}
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ২১ জানুয়ারি, ২০১৪, ০৭:২৭:৪০ সকাল
যারা আমার মত কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছেন তাদের জন্য বন্ধুত্ব হতে পারে অনেক গুনারকাজ থেকে বাচার একটা সহজ উছিলা ৷
এই বয়সে সাধারনত মন অনেক বেশি আনচান করে, এটাই সাভাবিক এতে দোষের কিছু আছে বলে আমার মনে হয়না ৷ এই অবস্তায় যে জিনিষটা বেশি খেয়াল রাখতে হবে অনচানটা যেন ভুল দিকে চলে না যায় ৷ ভুল দিক থেকে বাচার অন্যতম উপায় হতে পারে বন্ধুরা ৷ যেমন-
বয়সের এই সময়টাতে মেয়ে সহপাঠীদের সাথে সময় কাটাতে খুব মন চাইবে, তখন সতর্কতার সাথে নিজেকে এই কাজ থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং যে সময়টা মেয়ে বন্ধুদের সাথে কাটাতে মন চেয়ে ছিল সেই সময়টা সাধারন বন্ধুদের সাথে কাটিয়ে ফেলতে হবে ৷ মনে রাখবেন যদি আপনি সেই সময়টা বন্ধুদের সাথে না কাটিয়ে ঘুমিয়ে কিংবা মন খারাপ করে কাটিয়ে দেন তাহলে শয়তান আপনাকে ধোকা দেবে এবং কিছুদিন এভাবে কাটতে থাকলে মেয়ে সহপাঠীদের সাথে সময় কাটাতে মন অতি আগ্রহী হয়ে উঠবে, তখন নিজেকে কন্ট্রোল করা মুস্কিল হয়ে যাবে ৷ তাই অবশ্যই বন্ধুদের সাথে সময়টা কাটিয়ে ফেলতে হবে ৷
তবে এইখানে আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে আপনি যে বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন তারা যেনো ভালো বন্ধু হয় ৷ আর যদি তারা ঐশী টাইপের হয় তাহলে আমও ও ছালাও যাবে ৷ তাই এই বিষয় অনেক বেশি সতর্ক থাকতে হবে ৷
বিষয়: বিবিধ
১০৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন