প্র্যাকটিক্যাল পরীক্ষা ছাড়া জান্নাত কি এতই সস্তা ? (৩য় পর্ব)

লিখেছেন লিখেছেন বিভীষিকা ২১ জানুয়ারি, ২০১৪, ০৭:১৬:৪৫ সকাল

প্র্যাকটিক্যাল পরীক্ষা ছাড়া জান্নাত কি এতই সস্তা ? (৩য় পর্ব)

﴿أَمْ حَسِبْتُمْ أَن تُتْرَكُوا وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَلَمْ يَتَّخِذُوا مِن دُونِ اللَّهِ وَلَا رَسُولِهِ وَلَا الْمُؤْمِنِينَ وَلِيجَةً ۚ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ﴾

অনুবাদঃ- তোমরা কি একথা মনে করে রেখেছ যে, তোমাদের এমনিই ছেড়ে দেয়া হবে? অথচ আল্লাহ এখনো দেখেননি তোমাদের মধ্য থেকে কারা (তার পথে )সর্বাত্মক প্রচেষ্টা চালালো এবং আল্লাহ ,রাসূল(সাঃ) ও মুমিনদের ছাড়া কাউকে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করলো না ? তোমরা যা কিছু করো, আল্লাহ তা জানেন।

ব্যাখ্যাঃ- স্বল্পকাল আগে যারা ইসলাম গ্রহণ করেছিল এখানে তাদেরকে সম্বোধন করা হয়েছে, তাদেরকে বলা হচ্ছে, যতক্ষণ তোমরা এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একথা প্রমাণ করে না দেবে যে, যথার্থই তোমরা আল্লাহ ও তাঁর দীনকে নিজেদের ধন-প্রাণ ও ভাই -বন্ধুদের তুলনায় বেশী ভালবাসো, ততক্ষণ তোমাদের খাঁটি মুমিন বলে গণ্য করা যেতে পারে না।

অর্থাৎ আমাদেরকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে ধন-সম্পদের মাধ্যমে, নিজের প্রাণের বিনিময়ে।

ইমাম ইবনে কাসীর বলেন, আল্লাহ তায়ালা বলেন, হে মুমিনগণ! এটা সম্ভব নয় যে, আমি তোমাদেরকে ছেড়ে দেবো, অথচ তোমাদেরকে পরীক্ষা করবোনা ও দেখবো না যে, তোমাদের মধ্যে ঈমানের দাবীতে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী।

আয়াতে (وَلِيجَةً) শব্দের অর্থ হচ্ছে রহস্যবিদ বা দখলদার। সুতরাং ঈমানের দাবীদে সত্যবাদী ঐ ব্যক্তি, যে ইসলামী আন্দোলনে আগে বেড়ে অংশ নেয় এবং প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আল্লাহ এবং তাঁর রাসূল(সাঃ)-এর মঙ্গল কামনা করে ও সর্বপ্রকার সহযোগিতা করে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে।

সুতরাং প্র্যাকটিক্যালি ইসলামী আন্দোলন আমাদেরকে করতেই হবে। তা না হলে ধ্বংস আমাদের জন্য অনিবার্য।

(يوفق الله لنا جميعا)

বিষয়: বিবিধ

১৪১৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165170
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:২৯
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File