আমি কি এখন দিল্লি শহরে (!!!) (!!!)
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৬ জানুয়ারি, ২০১৪, ০২:৫৬:৩৫ রাত
সামনের এক বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে নাম করা এক ব্যান্ড কে আনা হয়েছে ৷ ব্যান্ড দলের গান শুনে মনে হচ্ছে আমি চট্টগ্রামে শহরে নয় দিল্লি শহরে অবস্থান করছি !! সেই রাত ১২টার পর থেকে একের পর হিন্দী গান গেয়ে যাচ্ছে ৷ ভোকালের কন্ঠ ও শব্দ উচ্চারন শুনে মনে হচ্ছে সে যদি "ইন্ডিয়ান আইডলে" অংশ গ্রহন করে তাহলে ফাস্ট হবে ৷ সাউন্ডের কারনে ঘুম তো আসছেইনা লাইটিংয়ের জ্বলে চোখ দুটুও বন্ধ করতে পারছিনা ৷ এমন ভাবে লাইটিং করেছে বেডরুমের জানালার গ্লাস/পর্দা ভেদ করে চোখে এসে লাগছে ৷
এই মাত্র শুরু হয়েছে লেডিস সিংগারের ফাটাফাটি (!) গান ভাইরে ভাই কান জ্বালাফালা হয়ে যাচ্ছে... শালির কন্ঠ শুনে মনে হচ্ছে শালীরে পাতা দিয়া ছেইচ্চা ফেলায়....
বিষয়: বিবিধ
১৫২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন