মুসলিম কাকে বলে? আমরা কি সত্যি মুসলিম হতে পেরেছি

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৬ জানুয়ারি, ২০১৪, ০৩:২৪:৫৭ রাত

?

মুসলিম কাকে বলে?

মুসলিম অর্থ অনুগত ও অনুসরন করা । আল্লাহর অনুগত হবে আর রাসুল সা ঃ অনুসরন করবে।যে ব্যক্তি আল্লাহর অনুগত হয়, আল্লাহকে নিজের মালিক , প্রভু ও মাবুদ হিসেবে মেনে নেয়, নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সোপর্দ করে দেয় এবং দুনিয়ায় আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী জীবন যাপন করে সে-ই মুসলিম । এ আকীদা-বিশ্বাস ও কর্মপদ্ধতির নাম 'ইসলাম' মানব জাতির সৃষ্টিলগ্ন থেকে শুরু করে বিভিন্ন সময়ে দুনিয়ার বিভিন্ন দেশে ও বিভিন্ন জাতির মধ্যে যেসব নবী এসেছেন এটিই ছিল তাঁদের সবার দীন ও জীবন বিধান । অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর প্রতি অনুগ্রহ ও বিশ্বস্ত থাকো। যেমন দরুন ।

একজন পরীক্ষার্থী প্রথমশ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত বরাবর ক্লাসে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করার জন্য গলা ফাটিয়ে সারাক্ষন পড়ছে । কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি পরীক্ষার রেজাল্ট দেও্য়ার পর দেখা গেল সে ফেল করেছে । বোর্ড কতৃপক্ষ থেকে জানা গেল যে ,সে সব বিষ্ইয়ে গোল্ডেন A+ নম্বর পেয়েছে কিন্তু সে প্রেক্টিক্যাল পরীক্ষায় তেমন কিছুই পারেন নাই তাই ফেল করেছে । আর তার ক্লাসের তার বন্ধু ক্লাসে তার মত গলা ফাটানো আওয়াজ দিয়ে বেশি সময় না পড়তে পারে নাই । কিন্তু যত টুকু পড়েছে মন দিয়ে বুঝে শুনে থিউরী আর প্রেক্টিক্যাল এর মিল রেখেপড়েছে । তাই সে এস এস সি পরীক্ষার রেজাল্ট গোল্ডেন A+ পেল । কারন তার থিউরী আর প্রেক্টিক্যাল পরীক্ষায় একই সমান তালে ছিল ।

তেমনি আমরা অনেকে ইসলামের বা কোরান সুন্নার জ্ঞানের অনেক বড় ডিগ্রী দারী বলে নিজেকে দাবী করি । নামের পুর্বে ইসলামিক খ্যাতাব গুলো লাগাতে পছন্দ করি । কিন্তু আমার মনে আজ প্রশ্ন জাগে ইসলামের আজ এই দুর্দিনে আমরা নিশ্চুপ কেন? কোরান সুন্নাহর যে জ্ঞান অর্জন করেছি তা বাস্তবে আমরা কি প্রয়োগ করলাম । মেমোরি কার্ডে স্টোল করে কোরান মুখস্ত করে মেধাবী হাফেজ হলাম কিন্তু ইসলামের দরজায় দায়ী ইলাল্লাহ হিসাবে ইসলামের লেবাস পরে দাড়িয়ে রইলাম । কোরানের সুন্নাহর বাস্তবায়ন করার জন্য নিজের জীবনে , পরিবারে , সমাজে ও রাষ্ট্রে তার কোন প্রয়োগ করলাম না । যারা জান মাল দিয়ে ইসলামের স্বল্প জ্ঞান কে নিজের জীবনে , পরিবারে , সমাজে ও রাষ্ট্রে বাস্তবায়ন করে প্রয়োগ করতে চায় তাদের কেও সহযোগিতা করলাম না । কিন্তু আল্লাহর জিকিরে জমিন কাপিয়ে তুলছি । কোরআনের থিউরী তে জিকির করলাম কিন্তু প্রেক্টিক্যাল করলাম না ।

তা হলে আমাদেরও আর ঐ ছাত্রের থিউরী তে গোল্ডেন A+ আর প্রেক্টিক্যাল এর ফেল করতে হবে। আর আখিরাতের ফাইনাল রেজাল্ট দেও্য়ার পর দেখা যাবে আমরা ফেল করেছি। আর কোরান বুঝে পড়ার কারনে ঐ বন্ধুর মত কোরআন যত টুকু পড়ব মন দিয়ে বুঝে শুনে থিউরী আর প্রেক্টিক্যাল এর মিল রেখে জীবন অতিবাহিত করলে আল্লাহ আমাদের ইনশাল্লাহ আখিরাতে রেজাল্ট গোল্ডেন A+ হিসাবে ক্ষমা করে জান্নাত দান করবেন ।

"মিথ্যার রঙে রাঙিয়ে সত্যকে সন্দেহযুক্ত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না৷" সুরা বাকারা ৪২ "বলোঃ “আল্লাহর রঙ ধারণ করো ! আর কার রঙ তার চেয়ে ভলো? আমরা তো তাঁরই ইবাদাতকারী ৷” সুরা বাকারা ১৩৮ .

আমরা আল্লাহর রং ধারণ করেছি বা আল্লাহর রং ধারণ করো । এর অর্থ যে ইসলামে ধর্মে যারা প্রবেশ করে কেবল তারাই তাওবা করে নিজের সমস্ত গোনাহ ধুয়ে ফেলে এবং আল্লাহর দেওয়া বিধান অনুসারে ইসলাম ধর্ম বাস্তবায়ন করে নতুন রং ধারণ করল । এ ব্যাপারেই কুরআন বলছে, আল্লাহর রঙে রঞ্জিত হও । যা কোন রঙ্গিন পানির দ্বারা হওয়া যায় না । বরং তাঁর বন্দেগী (জানা আর মানার মাধ্যমে)পথ অবলম্বন করে এ রঙে রঞ্জিত হওয়া যায় । তাই আমাদের কে সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল এবং রাতের শেষভাগে আল্লাহর কাছে গোনাহ মাফের জন্য দোয়া করতে হবে ৷ সত্য পথে পূর্ণ অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকতে হবে। কোন ক্ষতি বা বিপদের মুখে কখনো সাহস ও হিম্মতহারা হওয়া যাবে না। ব্যর্থতা এদের মনে কোন চিড় যেন ধরায় না। লোভ-লালসায় পা পিছলে যাবে না। বর্তমানে আপাতদৃষ্টিতে ইসলামের সাফল্যের কোন সম্ভাবনাই দেখা যায় না বলে ইসলাম থেকে সরে যাওয়া ্যাবে না বরং আরো মজবুতভাবে সত্যকে আঁকড়ে ধরে থাকতে হবে ইনশাল্লাহ । .

তাই কোরান সুন্নাহ আলোকে ইসলামের সথিক জ্ঞান অর্জন করিতে হবে আর তা বাস্তবায়ন করে নিজেকে ইসলামের মডেল হিসাবে তৈরী করে অন্যদের কে ইসলামের প্রতি আকৃষ্ট করিতে হবে । ফূলের রঙ্গে পাগল হয়ে ভ্রমর আসে ফুলের কাছে। তেমনি আল্লাহর রঙ্গে আমরা আমাদের রাঙ্গাতে পারলে অন্যরা ইসলামের দিকে আকৃষ্ট হবে ।আর ইসলাম দ্রুত ভ্রমরের পাখায় করে ফুলের রেনু ছরিয়ে পড়ার মত সবার হৃদয়ের আঙ্গিনায় ছড়িয়ে পড়বে । আর ফুলের বাগানের সুবাসের মত ইসলামের সুবাস ছড়িয়ে পড়বে । আর যদি ইসলামের কাজের দেরি হয় তার জন্য আমি আপনি আমরা সবাই দায়ী থাকব আল্লাহর কাঠগড়ায় ।জেনে বুঝে সত্য কে গোপন করা যাবে না ।

আমরা কি সত্যি মুসলিম হতে পেরেছি ?

"যখন তার রব তাকে বললো, “মুসলিম হয়ে যাও ৷" তখনই সে বলে উঠলো, “আমি বিশ্ব-জাহানের প্রভুর ‘মুসলিম’ হয়ে গেলাম ৷ ” সুরা বাকারা ১৩১

"আমরা নির্দেশ শুনেছি ও অনুগত হয়েছি" সুরা বাকারা ২৮৫

"হে ঈমানদারগণ ! তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো৷ মুসলিম থাকা অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয়৷" সুরা আলে ইমরান ১০২

‘‘হে আমাদের রব! আমরা ঈমান এনেছি, আমাদের গোনাহখাতা মাফ করে দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাচাঁও ৷ এরা সবরকারী সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল এবং রাতের শেষভাগে আল্লাহর কাছে গোনাহ মাফের জন্য দোয়া করে থাকে৷’’ আলে ইমরানঃ ১৬- ১৭

‘‘হে আমাদের রব!যখন তুমি আমাদের সোজা পথে চালিয়েছো তখন আর আমাদের অন্তরকে বক্রতায় আচ্ছন্ন করে দিয়ো না, তোমার দান ভাণ্ডার থেকে আমাদের জন্য রহমত দান করো কেননা তুমিই আসল দাতা৷ হে আমাদের রব! অবশ্যি তুমি সমগ্র মানব জাতিকে একদিন একত্রে সমবেত করবে, যে দিনটির আগমনের ব্যাপারে কোন সন্দেহ নেই৷ তুমি কখনো ওয়াদা থেকে বিচ্যুত হও না৷’’ আলে ইমরানঃ ৮-৯

বিষয়: বিবিধ

৩৮৫২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162998
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৭
শেখের পোলা লিখেছেন : সুরা তওবার ১১২ নং আয়াতে মুমিনের ৯ টি গুনের কথা বলা হয়েছে;" তারা তওবা কারী,আল্লাহর প্রশংসা কারী, ইবাদত কারী, রোজাদার, রুকু কারী, সেজদাহ কারী, ভাল কাজের আদেশ দাতা, মন্দ কাজে বাধা দান কারী এবং আল্লাহর নির্ধারিত সীমা রেখার হেফাজত কারী৷" প্রথম ৬টি ব্যাক্তিগত,আর পরের ৩টি সামাজিক৷ ভাল কাজের আদেশ দিতেই হবে, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতেই হবে, ঘৃণা করে> কথার দ্বারা (বা লেখার মাধ্যমে)ও আল্লাহর শরিয়তের বর্ডার গার্ড৷ বেদাত কে প্রবেশ করতে দেওয়া যাবেনা আর শরিয়তের অঙ্গ হানি হতে দেওয়া যাবে না৷ তবেই হওয়া যাবে প্রকৃত মুমীন বা মুসলীম৷
সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ৷
163020
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৬
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহ আমাদেরকে সত্যিকার মুসলিম হিসেবে কবুল করুন। আমিন।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩২
125364
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।এই লিংকের পোস্ট টি পড়ে দেখুন http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.Uuy3Lvus-1u
163062
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫২
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Happy ধন্যবাদ Praying Praying Praying
163466
১৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:০০
শিকারিমন লিখেছেন : আপনার লিখাটা আমার জীবনের সাথে মিলাতে গেলে , চরম ভয় হয়। হায় আমি কি মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারি ?
গুরুত্তপূর্ণ আলোচনাটা তুলে ধরার জন্য ধন্যবাদ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৩
125366
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।এই লিংকের পোস্ট টি পড়ে দেখুন http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.Uuy3Lvus-1u
165232
২১ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০১
জাগো মানুস জাগো লিখেছেন : good write up, jazakallah.
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩২
125365
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।এই লিংকের পোস্ট টি পড়ে দেখুন http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.Uuy3Lvus-1
171850
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৩
জাগো মানুস জাগো লিখেছেন : thanks i will read your link.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File