ভারতও হাসিনাকে অভিনন্দন জানায়নি !!!!

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১২ জানুয়ারি, ২০১৪, ১০:৪০:৩৭ সকাল

হাসিনা নির্বাচনী নাটকে বিজয় হয়েছে আজ ৭ দিন, ৭ দিন পরেও বিশ্বের একটা দেশও হাসিনাকে অভিনন্দন জানায়নি ৷ এবংকি হাসিনা যাদের জোরে নাচে সেই ভারতও এখন পর্যন্ত হাসিনাকে অভিনন্দন জানায়নি !!!

বাংলাদেশের ইতিহাসে এমন নজির বিহীন ঘটনা আগে কখনই ঘটেনি ৷ ৪২ বছরের ইতিহাসে যে সরকারই এসেছে দুই একদিনের মধ্যে বিশ্বের প্রভাবশালী দেশগুলা অভিনন্দন জানিয়েছে ৷

ভারতের সেবাদাস মুজিবকে হত্যার পরে মুস্তাকের অধীনে যে সরকার ঘঠিত হয়েছিল সে সরকারকেও ভারত অভিনন্দন জানিয়ে ছিল ৷

কিন্তু ২০১৪ সালের এই নাটকীয় নির্বাচনে এখন পর্যন্ত ভারত অভিনন্দন জানায়নি ৷ ভারত যে অভিনন্দন জানাতে চাইছেনা তা কিন্তু নয়, কিন্তু নির্বাচনটা এতটাই অগ্রহনযুগ্য হয়েছে যে ভারতের প্রবল ইচ্ছা সত্তেও হাসিনাকে অভিনন্দন জানানো সম্ভব হচ্ছেনা ৷

বিশ্ববাসীর কাছে ওই অগ্রহনযুগ্য নির্বাচনে নির্বাচিত সরকার বৈধতা পাচ্ছনা, আর অবৈধ সরকার কখনই স্থায়ী হতে পারেনা ৷ ইনশা আল্লাহ অতি শীগ্রই হাসিনার পতন হবে ৷

হাসিনা যতই বড় গলায় কথা বলুক তাতে কাজ হবেনা ৷ ক্ষমতা ছাড়ার আগে মানুষ একটু বেসিই পাগলামি করে হাসিনাও তাই করছে ৷

বিষয়: রাজনীতি

৯৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161617
১২ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫২
সুমন আখন্দ লিখেছেন : m/ Applause অনেক ধন্যবাদ
161624
১২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
বুড়া মিয়া লিখেছেন : ভারত আর বাআল কি আলাদা কিছু? নিজে নিজেকে কিভাবে অভিনন্দন জানাবে?
161627
১২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৩
কুয়েত থেকে লিখেছেন : বাতি নিবার আগে একটু ধপকরে বেশিই জলে উঠে।
161634
১২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
আমি মুসাফির লিখেছেন :
161652
১২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক ভাল লাগলো। ধন্যবাদ।
161653
১২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৮
ভিশু লিখেছেন : এটা আণ্ডারটেবিল আণ্ডারস্ট্যান্ডিং হতে পারে!
161686
১২ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৫
আল সাঈদ লিখেছেন : সুন্দর বিশ্লেষন। ভালো লাগলো
161698
১২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
হতভাগা লিখেছেন : আজ মন্ত্রী সভা গঠিত হলেই দেখতে পাবেন কারা কারা আমন্ত্রিত হয়েছেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File