ফেসবুক
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ১২ জানুয়ারি, ২০১৪, ১০:৫৪:০১ সকাল
'ফেসবুক' বাংলাতে
যদি বলি মুখবই
সাদা দেখি কালো দেখি
ভালো দেখি জালও দেখি
কত শত মুখ দেখি
মানুষের মুখ কই?
মুখোশেতে ঢাকা মুখ
নায়িকার মুখ অই!
চেনা মুখ জানা মুখ
বুড়া মুখ গুড়া মুখ
কত মুখ উম্মুখ
মানুষের মুখ কই?
কিছু মুখ আসন্ন
কিছু মুখ প্রসন্ন
কিছু মুখ খুব পঁচা
একেবারে জঘন্য!
পঁচামুখ দেখে দেখে
বেদনাতে শেষ বুক
তবু আশা জাগানিয়া
জয়তু ফেসবুক!
বিষয়: বিবিধ
৮৩৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেসবুক কালো
ফেসবুক ভালোই অনেক
যদি থাকে সেরকম চেক...
সুন্দর লিখেছেন কবি...
জয়তু ফেসবুক!
.... অনেক ভাল লেগেছে। ধন্যবাদ সুমন আখন্দ ভাই।
মন্তব্য করতে লগইন করুন