মানব জীবনের ইচ্ছা আকাংঙ্কা গুলি আসলেই বড় অদ্ভুত--
লিখেছেন লিখেছেন আলোর কাছে বাঁধা আমি ০৯ মার্চ, ২০১৪, ০৬:৪১:৩০ সন্ধ্যা
আমাদের জীবনটা বড়ই অদ্ভুত...
আমরা দামী ব্রান্ডের কাপড় পড়তে চাই,
কিন্তু কম দামের সাধারন কাপড় পড়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি... আমরা ফাইভ স্টার হোটেলে নামী দামী মানুষদের সাথে বসে লাঞ্চ করতে চাই
কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে খাওয়াটাই আমাদের কাছে বেশি আনন্দের। আমদের হয়তো ৬৪ জিবি এর আইপডে ভর্তি গান থাকতে পারে,
কিন্তু কখনো কখনো রেডিওতে শোনা একটা গান যে আনন্দ, আর পরিতৃপ্তি দেয় তার সাথে কোনোকিছুর তুলনাই চলে না।
জীবনটা আসলেই খুব সাধারন, আমরাই একে জটিল বানিয়ে ফেলি।
আমরা শুধু শুধুই সেসব জিনিসের পেছনে দৌড়াই যা আমাদের কখনোই সুখ দেয় না, আসুন এই অন্ধ দৌড় থামিয়ে সেসব জিনিষের প্রতি দৃষ্টিপাত করি যা আমাদের দেহ ও মনকে প্রকৃ্ত অর্থেই শান্তি দেয় ----
বিষয়: বিবিধ
১৭৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোষ্টটা খুব সাধারন কিন্তু এর লেখাগুলোই মনটাকে জটিল উদাস বানিয়ে ফেলল।
রাস্তার পাশে দাড়িয়ে বন্ধুদের সাথে খাওয়া আনন্দদায়ক কিন্তু স্বাস্থ্যকর নয় ।
শান্তি পৃথিবীর কোথাও নাই শান্তির মা মরে গেছে.
মন্তব্য করতে লগইন করুন