আমার টুমরো ব্লগে নতুন জগতে প্রবেশ নিয়ে কিছু কথা ---
লিখেছেন লিখেছেন আলোর কাছে বাঁধা আমি ০৩ জানুয়ারি, ২০১৪, ০৪:৫৫:০৭ বিকাল
ভাইয়া এবং আপুরা আমার সালাম নিবেন - আমি এই ব্লগে লিখার সুযোগ পেয়েছি আজ থেকে তাই আপনাদের দোয়া চাই --
ভাইয়া আপুরা আমার ভাইয়ারা এই ব্লগের বর্নচোরা কিছিমের ব্লগার আমার ভাল লাগে না উনারা নিজ থেকে ভাল কিছু লিখতে পারে না খালি দুষ্টামি করে --
তবে আমার ভাইয়ারা বলেছে আমাকে ব্লগ সম্পর্কে যেমন -
ভাল লেখা পড়তে হলে -- আফরোজা হাসান ,গন্ধসুধা,রাবেয়া রোশনি,আরোহী রায়হান প্রিয়ন্তি,মাহবুবা সুলতানা লায়লা, আলোর আভা,বৃত্তের বাইরে ,শুকনোপাতা, শারমিন হক,নুজহাত রায়হান নুহেরি,ইশরাত জাহান রুবাইয়া ,জোছনার আলো ,মিশেল ওবামা বলছি -আপুদের,ভিশু,আহমদ মুসা,আব্দুল গাফফার ,প্যারিস থেকে আমি,শেখের পোলা,-- ভাইয়াদের
কবিতার জন্য --জোবাইর চৌধুরী, তৌহিদুল ইসলাম তানিন,বাকপ্রবাস , সুমন আখন্দ,আব্দুল মান্নান মুন্সী, লেলিন -- ভাইয়াদের
ইসলাম নিয়ে জানতে-- ফাতিমা মারিয়াম আপুর পোস্ট গুলি পড়তে --
ছবি দিয়ে কথা বলার জন্য--তহুরা আপুকে ফলো করতে--
আর পাঁচমিশালি লেখার জন্য --সিটিজি৪বিডি ভাইয়া এবং কানিজ ফাতিমা আপু কে ফলো করতে।
আর দুস্টামি আর ব্লগ কে ঝালা-পালা করে ব্যস্ত রাখার জন্য --আওণ রাহ'বার,সুর্যের পাশে হারিকেন ভাইয়া কে ফলো করতে --
ভাইয়া আপুরা আরো অনেক নাম এবং অনেক কিছু বলেছে মনে করতে পারছি না -- মনে না করতে না পারার জন্য ক্ষমা করে দিবেন --
তবে শেষ কথা এই ব্লগে আমার আপুরা খুব বেশি ভাল ভাল লেখা লেখে আমার ভাইয়াদের কাছে অনুরোধ আমার আপুদের মত এগিয়ে এসে এই ব্লগ টাকে আরো প্রাণবন্ত করে তুলবেন আশা রাখছি--
সবাইকে আবারো সালাম জানাচ্ছি --
বিষয়: বিবিধ
৪৭১৭ বার পঠিত, ৮১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একমাত্র ভরসা এই কথাটি শুধুমাত্র মহান আল্লাহর জন্যই। আর হাদিস কুরআন নিয়ে অনেকেই অনেক বিশ্লেষণমূলক পোস্ট দেন.......যা আমি পারিনা।
আপনাকে চেনা চেনা লাগছে কেন?.....যা-ই হোক ব্লগে স্বাগতম
ভুল ধরিয়ে দেওয়ার জন্য এবং কমেন্টের জন্য ধন্যবাদ --
চেনা চেনা লাগে তবু অচেনা
তুমি চেনো যদি খুলে বলো না।
চেনা চেনা লাগে তবু অচেনা
তুমি চেনো যদি খুলে বলো না।
এত্ত বড়ো নামকে আমি দিলুম আকাবাকা। আপনার নতুন নাম আকাবাকা
আপনাকে ব্লগে.....
নো দুষ্টুমি সব ব্লগারদের ব্লগে ব্লগে ফুল ছড়িয়ে যান। নতুন তাই ফুলের প্রথম ঝুড়ি আমি দিয়ে দিচ্ছি......
বাস্তবে আপনার ফুলের ঝুড়ি গ্রহণ করতে না পারলেও কল্পনায় আমার টেবিলের উপর দেখতে পাচ্ছি -- আপনারা এত ভালো কেন?
নিমিষেই আপন করে নিলেন-- ধন্যবাদ আমাকে ব্লগে গ্রহণ করে নেওয়ার জন্য-
আপনাকে ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য --
টাকার হিসেব পরে
পিঠের দাগ গুণতে হবে আগে
দাড়াও তুমি সরে
আপু আসছে রেগে >-
স্বাগতম আমাদের দুষ্টুরাজ্যের বাগিচায়
আর দুস্টামি আর ব্লগ কে ঝালা-পালা করে ব্যস্ত রাখার জন্য --আওণ রাহ'বার,সুর্যের পাশে হারিকেন ভাইয়া কে ফলো করতে
আমাকে গ্রহণ করার জন্য ধন্যবাদ--
আমি আসলে পোস্টের শিরোনাম দেখে ঢুকিনাই যে, নতুন জগতের পোস্ট পড়লে কেমন জানি মনটা উড়াল মারে দূর দিগন্তে, অচেনা রাজ্যে, আমার অনেক কষ্ট হই যেখানথেকে ফিরাইতে
ভবিষ্যতে এমন শিরোনাম দিলে খবর আছে কৈলাম আপনাকেও নিয়ে যাবো আমার সাথে, তখন বুঝতে পারবেন কষ্ট কারে কয় ?
বুকে আসেন অনেক দিন পর দেখা
আমাকে স্বাগতম জানানোর জন্য আপনাকে ধন্যবাদ--
ধন্যবাদ জানানোর জন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ---
পাগল বলার জন্য হাতুড়ি
আমাকে স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ
আপনার ভাইয়ারা কারা ।ব্লগ পড়তে ভয়ের কি আছে এটা তো খারাপ কিছু না ।আপনি কি ক্লাস ফাইবে পড়েন ?
আমার মনেহয় টুডেতে আপু আর ভাই দের লেখা নিয়ে একটা প্রতিযোগিতা আয়জন করা যেতে পারে।
স্বাগতম হে নতুন
তোমার জন্য সুন্দর আগামী ইনশাআল্লাহ।
তোমার কলম চালিত হউক ইসলামের সমৃদ্ধীতে
তোমাকে স্বাগতম বিশাল এ রাজ্যো।
তোমার কথা হউক আল্লার ও তার রসুলের পখ্যে।
ঠিক বলেছেন কারা ফাস্টু হয় দেখবার চাই --
আমাকে স্বাগতম জানানোর জন্য আপনাকে ধন্যবাদ
তবে,উল্লেখিত অধিকাংশ ব্লগাররা আমারও প্রিয়।
শুভেচ্ছা।
আমাকে স্বাগতম জানানোর জন্য আপনাকে ধন্যবাদ--
আমার জন্য দোয়া করবেন = আমাকে স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি
ভালো লাগলো আপনার লেখা।হবে আমাদের বটবৃক্ষাপু রেহনুমা বিনত আনিসের নাম দেখলামনা!ওনার লেখা মিস করলে আপনি অনেক কিছুই মিস করবেন।তাই খবরটা দিলাম।ভালো থাকুন।শুভ ব্লগিং
আপু দোয়া করবেন -- আমাকে স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি--
আর আমার ভাইয়াদের দেখা দেখি আমি এই নাম নিয়েছি -- ওদের কে একটু শরম দেওয়ার জন্য--
আপনার ব্লগিং শুভ হোক। স্বাগতম।
আমাকে স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ
হ্যাপি ব্লগিং
প্যারিসের পিজা
খাইতে বড় মজা।
আমার পোষ্টে চোখ বুলানো এবং স্বাগতম জানানানোর জন্য ধন্যবাদ থাকল--
পোস্টে সময় দেওয়ার জন্য ধন্যবাদ
পোস্টে চোখ রাখার জন্য ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন