যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা !

লিখেছেন লিখেছেন আলোর কাছে বাঁধা আমি ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৬:১১ রাত



যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায়

ছাড়ব না মা !

আমি তোমার চরণ—

মা গো, আমি তোমার চরণ করব শরণ, আর

কারো ধার ধারব না মা ॥

কে বলে তোর দরিদ্র ঘর, হৃদয়ে তোর

রতনরাশি—

আমি জানি গো তার মূল্য জানি, পরের আদর

কাড়ব না মা ॥

মানের আশে দেশবিদেশে যে মরে সে মরুক

ঘুরে—

তোমার ছেঁড়া কাঁথা আছে পাতা,

ভুলতে সে যে পারব না মা !।

ধনে মানে লোকের টানে ভুলিয়ে নিতে চায়

যে আমায়—

ও মা, ভয় যে জাগে শিয়র-বাগে, কারো কাছেই

হারব না মা ॥

¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤

বিষয়: বিবিধ

১৮৮৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184197
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৪০
বাংলার দামাল সন্তান লিখেছেন : মায়ের প্রতি দরদ নিয়ে লেখেছেন, ধন্যবাদ
184204
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ধন্যবাদ সেয়ার করার জন্য
184213
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:১৯
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আন্নে আংগো এলাকার পাশের এলাকার, তাই মন্তব্য করলাম্ হা হা চুক চুক ভালো লাগলো অনেক ধন্যবাদ
184218
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৫
বৃত্তের বাইরে লিখেছেন : এতদিন পর কেন!! খুব ভালো লাগলো মাকে নিয়ে লেখা কবিতা Good Luck Rose Happy
184230
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৩৩
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার হয়েছে মা নিয়ে কবিতা।
184262
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৮
সজল আহমেদ লিখেছেন : মা কথাটি ছোট্ট অতি জেনে রেথো ভাই,
মায়ের মত আপন কেউ এ জগতে নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File